সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
জি স্টুডিওর পৃষ্ঠপোষকতায় তৈরি ‘ব্রাউন’-এর শ্যুটিং বছর দু’য়েক আগে শেষ হয়ে গেলেও সেটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত নয়। সিরিজ সংক্রান্ত সবকিছু বলে দেওয়ার অনুমতি নেই। তবে তর সইছে না আরিয়ানের। বললেন, ‘সিরিজটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। এর আগে হিন্দিতে আমি দুটো কাজ করেছি। দিবাকর ব্যানার্জির ‘ব্যোমকেশ বক্সী’ আর অমিত শর্মার ‘ময়দান’। দুটোই বড় বাজেটের ছবি ছিল। ওয়েব সিরিজ ‘ব্রাউন’ও তাই। করিশ্মা কাপুর, সূর্য শর্মা, হেলেন, সোনি রাজদান, কে কে রায়না। সঙ্গে আমাদের যিশুদাও (সেনগুপ্ত) আছেন। দুর্দান্ত অভিজ্ঞতা।’
সিরিজে একাধিকবার ‘ডিটেকটিভ’ করিশ্মার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে আরিয়ানকে। অভিনয় চলাকালীন নায়িকা কোনও টিপস দিলেন? হেসে আরিয়ান বললেন, ‘আমাদের দু’জনের একসঙ্গে বেশ কয়েকটি লম্বা শট ছিল। বিভিন্ন মুডে স্ক্রিন শেয়ার করেছি। উনি একেবারে মাটির মানুষ। এত সুন্দর করে গোটা পরিবেশটা কমফর্টেবল করে দিলেন, সেটা শিক্ষণীয়। প্রথমদিকে আমি একটু আড়ষ্ট ছিলাম। এত বড় স্টার, আমি যদি কোন ভুলও করি হয়তো বিরক্ত হতে পারেন। কিন্তু উনি এমনভাবে শটগুলো সহজ করে দিচ্ছিলেন যে আমি অবাক!’
কুড়ি বছরের কেরিয়ারে প্রায় চল্লিশটির মতো ছবি করেছেন আরিয়ান। বেশ কিছু নতুন কাজও আসছে। এসকে মুভিজের তরফে সদ্য ‘তবু ভালোবাসি’ ও ‘গৃহস্থ’ ছবিরও ঘোষণা হল। উল্লেখ্য রবিন নাম্বিয়ার পরিচালিত ‘তবু ভালোবাসি’ দিয়ে বাণিজ্যিক বাংলা ছবিতে নাম লেখালেন আরিয়ান। ‘প্রচুর নাচ, গান, অ্যাকশন রয়েছে ছবিটায়। কমার্শিয়াল ছবি। দেখি দর্শকরা আমার পারফরম্যান্স কীভাবে গ্রহণ করেন’, স্পষ্টতই নিজস্ব নিরাপদ ঘেরাটোপ ছেড়ে উচ্চতর উড়ানের জন্য প্রস্তুত আরিয়ান।