Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

ক্রিমিনাল সাইকোলজি: অপরাধীর মনের ভিতর কী চলে?

রাত শুনশান। প্রেসিডেন্সি জেলের সব কুঠুরির আলো নিভে গিয়েছে। সেখানেই একটি কোণে তখনও বিনিদ্র জেগে বিমল (নাম পরিবর্তিত)। নিজের তুতো দাদাকে খুনের অপরাধে জেল খাটছে। যদিও জটিল এই খুনের কেসে বিমল ধৃত হওয়ায় অবাক হয়েছিল তার আত্মীয় পরিজন। ছোটবেলা থেকে শান্ত, নম্র, পড়াশোনায় মতি থাকা ছেলেটা খুনি, একথা কেউ ভাবতেই পারেনি! বিমলের নিজেরও অবাক লাগত খুনের পর পর। এখন আর লাগে না। এই দাদার ও খুবি ন্যাওটা ছিল। তারপর বড় হতে হতে ওর মাথার মধ্যে সব কেমন যেন গুলিয়ে যেতে লাগল। একটা অন্য মানুষ হয়ে উঠল বিমল। যদিও এই অন্য মানুষ হয়ে ওঠার পর্ব সচেতনভাবে টের পায়নি নিজেও। সকলের প্রতি একটা রাগ, ওর মায়ের প্রতি জ্যাঠা-কাকাদের অপমানজনক মন্তব্য, বাবার বাজে ব্যবহার, ঠাকুরমার অত্যাচার সব মিলিয়ে নিজেদের বাড়িটাকেই আর ভালো লাগে না! নিজের মনটাকেই আর চিনতে পারে না।

অপরাধীর মনের তল
একটা সময় ছিল যখন অপরাধবিজ্ঞানকে ‘সামাজিক’ কারণ বলে ধরা হতো। এতে যে জৈব বিষয়ও মিশে আছে, তা শিকার করা হতো না। ইদানীং সমাজতত্ত্ব ছাড়াও এটা যে জৈববিজ্ঞানেরও বিষয়, তা গুরুত্ব পাচ্ছে। পূর্ববর্তী সময়ে মনে করা হতো, অপরাধী সে-ই হবে, যার মনে এমপ্যাথির অভাব বা অনুভূতি বোঝার ক্ষমতা কম, সঙ্গে যোগ হবে সঙ্গদোষের প্রভাব। এছাড়াও থাকবে অতিরিক্ত আবেগপ্রবণতা। এই তিনটি বৈশিষ্ট্যকেই অপরাধী তৈরির মূল ‘কারিগর’ বলে ধরে নেওয়া হতো। বেড়ে ওঠার পরিবেশ  ও বাড়ির পরিস্থতিকে এই প্রক্রিয়ায় অনুঘটক বলে ধরে নেওয়ার চল ছিল। তার সঙ্গে আর কিছু জড়িত বলে ভাবা হতো না।
তবে এই ধ্যানধারণা বর্তমানে আমূল পাল্টেছে। সমাজতাত্ত্বিক ব্যাখ্যার পাশে উঠে এসেছে বেশ কিছু গুরুতর বায়োলজিক্যাল কারণ। এর মধ্যে জিনের প্রভাব যেমন রয়েছে, তেমনই রয়েছে  গর্ভাবস্থায় থাকাকালীন মায়ের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রভাবও। আধুনিক অপরাধবিজ্ঞানের দাবি, কোনও মা যদি ধূমপায়ী বা মদ্যপায়ী হন বা অন্য কোনও মাদকের নেশা করেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে তাঁর সন্তানের মস্তিষ্কের ওজন স্বাভাবিক হয় না। এর সঙ্গে যদি জিনগত প্রভাব থাকে, তাহলে সেই সন্তানের অপরাধপ্রবণ হওয়ার ঝুঁকি বেশি। দেখা গিয়েছে, এসব রোগীর অর্বাইটো ফ্রন্টাল কর্টেক্স বা ওএফসি দুর্বল হয়। তাই তাঁরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এঁদের মস্তিষ্কের ডিএলপিএফসি অংশও দুর্বল হতে পারে। ফলে নীতিশিক্ষা গ্রহণের মানসিকতা কমে যায়। তাদের মনের মধ্যে সবসময় প্রতিশোধস্পৃহা, অল্পেই আহত হয়ে আঘাত করার প্রবণতা, অবাধ্যতা, দুর্বিনীতভাব ও অন্যের ক্ষতি করে বা তাকে মেরে ফেলে আনন্দ পায়। 

জিনের খেলা
নানা সমীক্ষায় দেখা গিয়েছে, মাও-এ (এমএও-এ) জিনের একটি বিশেষ টাইপ মানুষের শরীরে থাকলে তার অপরাধী হওয়ার ঝুঁকি বা‌঩ড়ে। তবে সে স্নেহ-ভালোবাসা ও ইতিবাচক পরিবেশে বড় হলে এই বিশেষ জিনের প্রভাব সে কাটিয়ে উঠতে পারে। আবার এই মাও-এ জিনেরই আর একটি টাইপের প্রকাশ কারও শরীরে অতিরিক্ত বেশি পরিমাণে থাকলে, সে যতই খারাপ পরিবেশে বড় হোক না কেন, অপরাধপ্রবণ হবে না। সুতরাং পরিবেশ ও জিন উভয়েই অপরাধী তৈরি করার নেপথ্যে ভূমিকা পালন করে। 

পরিবেশে  ভিলেন কারা
জিনগতভাবে অপরাধী হয়ে ওঠার ঝুঁকি রয়েছে, এমন কোনও ব্যক্তির বেড়ে ওঠার পরিবেশ তার জীবনে বড় ভূমিকা পালন করে। সেই পরিবেশে যদি এমন কিছু থাকে, যা তাকে মানসিকভাবে উত্যক্ত করে ভিতরের রিপুগুলিকে উসকে দেয়, তাহলে তারা অপরাধী তৈরি করার পথ আরও প্রশস্ত করে। যেমন— উপেক্ষা ও অবহেলা, শারীরিক ও মানসিক অত্যাচার, হিংসা ও অশান্তি দেখতে দেখতে বড় হওয়া, মদ্যপ বা মাদকাসক্ত বাবা-মা। এছাড়াও কিছু অসুখ অপরাধ করার দিকে ঠেলে দেয়। 
এছাড়া অ্যাটেনশন ডেফিসিট/ হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি), অপারেশনাল ডিফিয়্যান্ট ডিজঅর্ডার (ওডিডি), কনডাক্ট ডিজঅর্ডার (সিডি), সিজোফ্রেনিয়া এসব অসুখ থেকেও অপরাধী হওয়ার প্রবণতা বাড়ে। 

যখন অসুখ দায়ী
অ্যাটেনশন ডেফিসিট/ হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি): পড়াশোনায় অমনোযোগের সঙ্গে অতিরিক্ত অ্যাক্টিভ (সক্রিয়) এবং অতি আবেগের মতো লক্ষণ কিছু শিশুর মধ্যে দেখা যায়।  সমস্যাগুলি এডিএইচডি রোগে আক্রান্তর উপসর্গ হতে পারে। এসব শিশু বেশিরভাগ সময় ঝুঁকিপূর্ণ আচরণ করে। চট করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। যেহেতু রাগ, ক্ষোভ, দ্বেষ সবই একধরনের আবেগ, তাই এদের মধ্যে অপরাধী হয়ে ওঠার শঙ্কা থেকে যায়। 
অপারেশনাল ডিফিয়্যান্ট ডিজঅর্ডার (ওডিডি): যেসব শিশুর এই সমস্যা আছে তারা প্রায়ই তাদের বাবা -মা, বন্ধু বা বাইরের কোনও ব্যক্তির প্রতি আক্রমণাত্মক এবং অসহযোগী মনোভাব পোষণ করে। প্রায়ই তাদের আচরণের কারণে তাদের চ্যালেঞ্জের কারণ হয়ে ওঠে। তাদের বৃদ্ধিও অন্যদের তুলনায় কম। 
কনডাক্ট ডিজঅর্ডার (সিডি): শিশু অথবা বয়ঃসন্ধিকালের কিশোর-কিশোরীর মধ্যে যখন প্রায় নিয়মিত মারাত্মক রকমের আচরণগত সমস্যা দেখা দেয়, তখনই চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় তাকে কনডাক্ট ডিজঅর্ডার বলে। এই সমস্যায় বাড়ির সদস্য-সহ পোষ্যরাও শিশুটির দ্বারা অত্যাচারিত হতে পারে। খুব হিংস্র হয়। সামাজিক বেঁধে দেওয়া নিয়ম মানতে চায় না।
সিজোফ্রেনিয়া: প্রাথমিক পর্যায়ে সিজোফ্রেনিয়ার চিকিত্সা না করানো হলে তা ক্রনিক সমস্যা হয়ে উঠতে পারে। কোনও অভিজ্ঞতার ফলে অত্যধিক মানসিক চাপ থেকে এই রোগ হতে পারে বলে  মনে করা হয়। এ ছাড়াও বংশগত কারণ, মস্তিষ্কে রাসায়নিকের ভারসাম্যের অভাব, অনেক সময় ভয়াবহ ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে সিজোফ্রেনিয়া। রোগাক্রান্তদের কল্পমনে ভেসে ওঠে কারও অবয়ব বা কণ্ঠস্বর। তাঁরা হ্যালুজিনেট করতে থাকেন কারও চেহারা বা কণ্ঠস্বর। তাদের কেউ যেন হয় তাকে ভয় দেখাচ্ছে, নয়তো আঘাত করছে। রোগী মনে করে সবসময়ই তাঁকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। এমনকী, নিজের মানুষদেরও শত্রু ভাবতে পারে সে। রোগী কী করছেন, কেন করছেন কিছুই তাঁদের নিয়ন্ত্রণে থাকে না। এঁরা প্রায়ই ভায়োলেন্ট বা হিংস্র হয়ে উঠতে পারেন। এছাড়া কোনও ব্যক্তি নেশাগ্রস্ত হলে, বৌদ্ধিক সমস্যায় আক্রান্ত হলেও অপরাধপ্রবণ হওয়ার ঝুঁকি বাড়ে। একজন অপরাধীর মনের হদিশ লুকিয়ে থাকে এসব নানা ফ্যাক্টরের মধ্যেই। শুধুই জিন বা একা পরিবেশ কোনও অপরাধপ্রবণতাকে উসকে দিতে পারে না। বরং জিন ও পরিবেশ দুই মিলিয়ে অপরাধীর মনের ভিত তৈরি করে। 
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
19th  September, 2024
এত খাটছেন, তবু ওজন কমছে না! এসব ভুল করছেন না তো?

প্রতিদিন নিয়ম করে জিমে যান। প্রয়োজন মতো কার্ডিওভাস্কুলার, স্ট্রেংথ ট্রেনিং সব করেন। তবু মাসের শেষে ওজন ঝরার কাঙ্ক্ষিত সীমা ছুঁতেই পারছেন না। হয়তো লক্ষ্য তৈরি করেছেন, মাসে ৪ কজি ঝরাবেন, দেখা যাচ্ছে, সেই লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রয়েছেন। ওয়ার্কআউট ডায়েট কোনও কাজে আসছে না।
বিশদ

21st  September, 2024
আলু কখন উপকারী 

দাম যা-ই হোক, আলু ছাড়া আমাদের চলেই না। আবার আলুর রয়েছে নানা স্বাস্থ্যগুণ। বিশদ

19th  September, 2024
রক্তের ক্যান্সার জয়, অসম্ভব নয়!

গত ১৫ সেপ্টেম্বর ছিল বিশ্ব লিম্ফোমা দিবস। লিম্ফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্নধর্মী গ্রুপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই প্রতি বছর পালিত হয় এই বিশেষ দিনটি। বিশদ

19th  September, 2024
ডুয়াল পার্সোনালিটি হয় কেন

দ্বৈত সত্তা! কাদের থাকে, কেন হয়? এ থেকে বেরিয়ে আসার উপায়ই বা কী? জানালেন মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী। বিশদ

12th  September, 2024
হার্ট ও কোলেস্টেরলের সমস্যায় রোজ কটা ডিম খাবেন?

পরামর্শে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র। বিশদ

12th  September, 2024
অন্ধত্বের চিকিৎসায় স্কুল উদ্বোধন

এই রাজ্যে প্রায় ১.৬৬ শতাংশ জনসংখ্যা অন্ধত্বে আক্রান্ত। এমতাবস্থায় এই রাজ্যে উদ্বোধন হল শঙ্কর নেত্রালয়া এলিট স্কুল অফ অপটোমেট্রি (এসএনইএসও)-এর। বিশদ

12th  September, 2024
আর জি কর কাণ্ডের প্রতিবাদে হোমিওপ্যাথিক ফোরাম

সম্প্রতি অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক ফোরাম। প্রায়৭০০ জনেরও বেশি চিকিৎসক মিছিলে অংশ নিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের দলমত নির্বিশেষ হোমিওপ্যাথিক চিকিৎসকরা  শিয়ালদহ থেকে মানিকতলা পর্যন্ত রাজপথ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে হাঁটলেন। বিশদ

12th  September, 2024
বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের জন্মদিন পালন

বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে এন কাঞ্জিলালের ১১৬ তম জন্মদিন পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। বিশদ

12th  September, 2024
তফাত শুধু শিরদাঁড়ায়!

প্রতিটি সমস্যাই আসলে জীবনের শিক্ষা!’— একথা আমরা পড়েছি পাঠ্যবইয়ে। সোমা বন্দ্যোপাধ্যায় সেকথা উপলব্ধি করেছেন নিজের জীবন দিয়ে। একদা চলচ্ছক্তিহীন মেয়েটি মেরুদণ্ড শক্ত করে উঠে দাঁড়িয়েছেন নিজের পায়ে। দাঁড় করিয়েছেন ব্যবসা। আরও এক লড়াকু মেয়ের সঙ্গে পরিচয় করালেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

08th  September, 2024
পথ্যে অক্ষত যৌবন!

পরামর্শে নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান শতভিষা বসু।  বিশদ

08th  September, 2024
রাগের মিটার! 

স্ট্রেস ও টেনশন থেকে রাগ হলেও কেউ কেউ সেই পরিবেশে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন। কেউ আবার অল্পেই মাথা গরম! আপনি ঠিক কোন দলে? রাগ, স্ট্রেস এগুলো আপনার মনকে কতটা নিয়ন্ত্রণ করে? আমরা দিলাম প্রশ্নমালা। নীচে থাকবে সম্ভাব্য কিছু উত্তর। সব উত্তরের জন্য নির্দিষ্ট কিছু মান আছে। মনে মনে সৎ থেকে মিলিয়ে নিন আপনার উত্তরের নম্বর কী হল। তারপর দেখে নিন আপনার রিপোর্ট কার্ড!
বিশদ

08th  September, 2024
টেনশন মেজাজ স্ট্রেস: প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন

অন্যের তুলনায় কতটা ভালো বা খারাপ আছি, সেভাবে নিজেকে দেখি না, জানালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিশদ

08th  September, 2024
টেনশন মেজাজ স্ট্রেস দূর করতে নিজের সঙ্গে সময় কাটান

টেনশনে মিউজিক থেরাপি অনবদ্য, নিজের অভিজ্ঞতার কথা জানালেন ইমন চক্রবর্তী। বিশদ

08th  September, 2024
রাগ কী, তা ভুলে গিয়েছি

মন দিন ধ্যানে। স্ট্রেস, টেনশন, ক্ষোভ সরিয়ে ভালো থাকার পরামর্শে সাহেব চট্টোপাধ্যায়। বিশদ

08th  September, 2024
একনজরে
প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে জলপাইগুড়ি শহরে দিনবাজার এলাকায় করলা নদীর পাড়ে রোজই পোড়ানো হচ্ছে থার্মোকল। ফলে ধোঁয়ায় ঢাকছে আকাশ। ছড়াচ্ছে দূষণ। ...

হামাসের পাশাপাশি হিজবুল্লার সঙ্গেও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। সোমবার লেবাননে হিজবুল্লার এক হাজারের বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালাল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫৬ জনের। ...

গড়ের মাঠে পরিচিত প্রবাদ, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা যায় না। অর্থাৎ দলে ভালো মানের ফুটবলার না থাকলে কোচের সাফল্য পাওয়া মুশকিল। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে, সুস্বাদু রান্নার জন্য দক্ষ শেফ প্রয়োজন। না হলে দামী মশলা ঢেলেও বিরিয়ানি ...

ঘরের মেয়ের নৃশংস পরিণতিতে ক্ষোভে ফুঁসছিল সোদপুর। সমাজ মাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল। নিত্যদিন আন্দোলনে অবরুদ্ধ হচ্ছিল বি টি রোডের ট্রাফিক মোড়। ঝিমিয়ে পড়েছিল পুজোর বাজার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চশিক্ষা বা গবেষণায় সাফল্য ও সুনাম প্রাপ্তি। অর্থভাগ্য শুভ। ব্যবসা ও পেশায় লক্ষ্মীলাভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস
১৮৪৬: সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৬: বিশিষ্ট ইতালীয় ফুটবলার পাওলো রোসির জন্ম

23rd  September, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা ৮৪.৩৭ টাকা
পাউন্ড ১০৯.৪৩ টাকা ১১৩.০২ টাকা
ইউরো ৯১.৬৩ টাকা ৯৪.৮৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ আশ্বিন, ১৪৩১, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪। সপ্তমী ১৭/৫৫ দিবা ১২/৩৯। মৃগশিরা নক্ষত্র ৪১/৩ রাত্রি ৯/৫৪। সূর্যোদয় ৫/২৯/২৮, সূর্যাস্ত ৫/২৭/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৫২ মধ্যে। বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে। কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে। 
৭ আশ্বিন, ১৪৩১, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪। সপ্তমী সন্ধ্যা ৬/২। মৃগশিরা নক্ষত্র রাত্রি ৩/৫০। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে এবং ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪১ মধ্যে। বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে ও ১/০ গতে ২/৩০ মধ্যে। কালরাত্রি ৭/০ গতে ৮/৩০ মধ্যে। 
২০ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হরিয়ানার সোনিপতে আগামী কাল জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

12:55:16 AM

প্রধানমন্ত্রীর মার্কিন সফরের পরেই তাঁকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

12:11:52 AM

উদয়পুরে সেনা আধিকারিকদের সাহায্যে ধরা পড়ল দুটি নেকড়ে

11:36:00 PM

লেবাননে হামলা ইজরায়েলের, মৃতের সংখ্যা বেড়ে ৫৫৮, জখম ১৮০০

10:45:44 PM

বিহারের ভাগলপুরে বন্যা কবলিত এলাকায় গঙ্গায় তলিয়ে গেল বাড়ি

10:24:00 PM

দিল্লিতে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের অভিযোগ, মৃত্যু হাসপাতালে

09:31:00 PM