Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

বিষের নাম
মাইক্রোপ্লাস্টি ক

লিখেছেন কলকাতা মেডিক্যাল কলেজের রেডিওডায়াগনসিস বিভাগের চিকিৎসক ডাঃ পৃথ্বীজিৎ চক্রবর্তী

‘স্লিপার হিট’ ফিল্ম কাকে বলে জানেন? যে সমস্ত ছবি অনেকদিন পরও লোকে দেখতে থাকে, অথচ যখন সেটি মুক্তি পেয়েছিল তখন এতটা খ্যাতি পায়নি বা মুক্তির সপ্তাহে অমুক বনাম তমুক-এর বক্স অফিস আয়ের শিরোনামে যে ছবির নাম শুনতে পাওয়া যায়নি। প্লাস্টিক দূষণকে এক অর্থে পরিবেশ দূষণ ও মানব সভ্যতার শত্রুদের মধ্যে অন্যতম ‘স্লিপার হিট’ বলা চলে। দীর্ঘদিন ধরেই প্লাস্টিকের ক্ষতিকর দিকের কথা শুনে আসছি, একটা জেনারেশন তো রচনা লিখে বড় হয়ে গেল প্লাস্টিককে নিয়ে, কিন্তু প্লাস্টিক দূষণ প্রতিহত করা গেল কই? এখন চতুর্দিকে মাইক্রোপ্লাস্টিকের কথা বেশ খানিকটা শোনা যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক কোনও বিশেষ ধরনের প্লাস্টিক নয়, বরং যে কোনও প্লাস্টিক কণা বা ফ্রাগমেন্ট যার আকার ৫ মিলিমিটারের কম। মাইক্রোপ্লাস্টিক কথাটি প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের সমুদ্র জীববিজ্ঞানী রিচার্ড টমসন প্রথম প্রচলন করেন ২০০৪ সালে।
মাইক্রোপ্লাস্টিক নিয়ে বেশি চিন্তার কারণ কী? কারণ এরা অনেকটা ছোট হওয়ায় খালি চোখে ভালো করে দেখা যায় না, তাই খাবার বা পানীয়ের সঙ্গে মিশে গেলেও বুঝতে সমস্যা হয়; তাছাড়া প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার সময় বড় প্লাস্টিক সরানো হলেও এগুলি পুরোপুরি সরানো গেল কি না সেটা বোঝাও কঠিন। কোথা থেকে আসে এই মাইক্রোপ্লাস্টিক? উৎস অনেক হলেও প্রধানত টেক্সটাইল শিল্প ও প্রসাধনী শিল্প থেকেই মূল ভাগটা আসে। পরিবেশে প্রবেশ করার সময়ই যেগুলি ৫ মিলিমিটার-এর কম আকারের ছিল সেগুলিকে প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক বলে; আর দীর্ঘদিন ধরে বড় প্লাস্টিক ক্ষয় পেয়েও ছোট আকার নেয়, এদের সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক বলে। আকার এক মাইক্রোমিটারের কম হলে তাকে আবার ‘ন্যানো প্লাস্টিক’ বলে। আকার যাই হোক, মূল সমস্যাটা হল মাইক্রোপ্লাস্টিক ফাইবার নিয়ে। কৃত্রিম পলিমার হওয়ায় এগুলির ক্ষয়-এর হার অন্যান্য জৈব পদার্থের তুলনায় অনেক অনেক কম। কিন্তু জীবজগতের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল ক্ষয়। পুরনো জিনিসের ক্ষয় ক্রমে নতুন গড়তে সাহায্য করে। কিন্তু ক্ষয়িষ্ণু এই পরিবর্তনশীল বাস্তুতন্ত্রের মাঝে প্লাস্টিক ঢুকে গিয়েই যত ঝামেলা। অনেকভাবেই এই ক্ষতি হয়। মাইক্রোপ্লাস্টিক বর্জ্য প্রধানত জমতে থাকে জলাশয়গুলিতে। ক্রমে তা নদীর মাধ্যমে সমুদ্রে বাহিত হয়। অনেক শিল্পজাত বর্জ্য তো আবার কৃত্রিম খাল ও নদীনালার মাধ্যমে সমুদ্রে পড়ে। এতে সবথেকে বেশি ক্ষতি হয় জলজ প্রাণীদের। তারা খাবার মনে করে এগুলি খেতে যাকে, তাদের শরীরে এগুলি জমতে থাকে। এতে জলের ইকোসিস্টেম তো নষ্ট হয়ই, পরন্তু যেসব জলজ প্রাণীকে মানুষ খাদ্য হিসাবে ভক্ষণ করে, তাদের মাধ্যমে মানবদেহে এগুলি আবার জমতে থাকে। এছাড়া সমুদ্রের উপর বা অন্যান্য জলাশয়ের উপর ভাসমান প্লাস্টিক জলের অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে থাকে। এতেও জলজ প্রাণীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু প্রাণীরাই নয়। মাইক্রোপ্লাস্টিক মাটিতে জমে মাটিকে দুর্বল করে দেয়। ফলে সমুদ্রের তলদেশের মাটি দুর্বল হতে থাকে, যার সুদূরপ্রসারী ফল ক্রমবর্ধমান নানারকম ঘূর্ণিঝড় এবং সুনামির মতো ঘটনা। ২০১৪-এর সমীক্ষা অনুযায়ী, ৯৩০০০-২৩৬০০০ মেট্রিক টন মাইক্রোপ্লাস্টিক জমে আছে পৃথিবীর বিভিন্ন মহাসাগরের তলদেশে। ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাক’ বা উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ভাসমান যে বর্জ্যস্তূপ, তার ‘আনুমানিক’ প্রায় ৩০ শতাংশই মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি। আর এই ‘আনুমানিক’ শব্দটাই এখানে সবথেকে ভয়ঙ্কর। এর মানে মাইক্রোপ্লাস্টিক পরিবেশকে কতটা ক্ষতি করছে তা জানার জন্য আরও তথ্য প্রয়োজন, অর্থাৎ পুরোটা আমরা জানি না। অর্থাৎ যা জানি তা হতে পারে ‘হিমশৈলের চূড়া’ মাত্র। উপরের ওজন থেকে বিষয়টা পরিষ্কার না হবারই কথা। অনেকেই হয়তো জানেন সিডিসি-এর সমীক্ষা বলে, ধূমপায়ীদের আয়ু গড়ে অ-ধূমপায়ীদের চেয়ে ১০ বছর কম। কিন্তু প্লাস্টিকের প্রভাব নিয়ে এত বৃহদাকারে সমীক্ষা এখনও হয়নি। যেটুকু তথ্য মিলেছে তা এরকম—মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক শরীরের বিভিন্ন জায়গায় জমতে পারে, প্রধানত এন্ডোক্রিন সিস্টেম বা হরমোন তন্ত্রের বারোটা বাজিয়ে দেয়। ফলে ডায়াবেটিস, থাইরয়েড, বন্ধ্যত্ব, লিভার ও কিডনির সমস্যা, হার্টের সমস্যা সবই হবে। চোখ, মস্তিষ্কের নানা রোগ, বাদ নেই কোনও অঙ্গই। এ তো গেল ক্রনিক রোগ। আছে ক্যান্সারের আশঙ্কাও। ভিনাইল ক্লোরাইড প্রমাণিত কারসিনোজেন, যা একটি প্লাস্টিকজাত দ্রব্য। আর সবথেকে খারাপ ব্যাপার হল, ধূমপান তো লোকে জেনেবুঝে করেন। যিনি খান তার ক্ষতি হয়। কিন্তু প্লাস্টিক থেকে ক্ষতি হয় সার্বিক। এমনকী আমার আপনার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও মুক্তি নেই এই বিষ থেকে। এই যেমন প্লাস্টিকের বোতলের পানীয় জল। অনেকেই শুনেছেন দীর্ঘদিনের পুরনো প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত না। কিন্তু জানেন কি ২০১৮ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সমীক্ষায় দেখা যায়, ৯০ শতাংশ পানীয় জলের নতুন বোতলেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক ফাইবার। একটি বিশেষ ব্র্যান্ডে তো ১ লিটার জলে ১০ হাজার মাইক্রোফাইবার পাওয়া গেছে! মনে রাখতে হবে, এই সমীক্ষা মাত্র ৯টি দেশে করা, যার বেশিরভাগই উন্নত দেশ। উন্নয়নশীল দেশগুলিতে অবস্থা নিশ্চয় আরও ভালো হবে এটা আশা করা যায় না। শুধু মাটিতে এবং দেহে জমতে থাকাই নয়; সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল-এর নতুন রিপোর্ট বলছে প্লাস্টিক শিল্প হচ্ছে বর্তমানে গ্রিন হাউস গ্যাসের (যা গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী) দ্বিতীয় বৃহত্তম উৎস এবং দ্রুততম প্রসারণশীল উৎস। অবস্থাটা সহজেই অনুমেয়।
১৯৫০ সাল নাগাদ যখন বিজ্ঞানীরা প্রথম মনে করলেন প্লাস্টিক থেকে পরিবেশের সমস্যা হতে পারে, তার পরে আজ অবধি প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেড়েছে ৫০ শতাংশ। ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী আগামী মাত্র পাঁচ বছরেই তা আরও ২৫ শতাংশ বাড়বে।
এই যখন অবস্থা, কীভাবে এর সমাধান করা যায়? প্রথম কথা, প্লাস্টিক সত্যিই আমাদের অনেক কাজে লাগে, যা বলে শেষ করা যাবে না। প্রথম কাজ হল এই প্রত্যেকটি ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প খোঁজা যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণায় ব্যস্ত। বর্তমানে ভারতে ৫০ মাইক্রোনের কম মোটা প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। শোনা যাচ্ছে কেরল সরকার আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে অনেক রকম প্লাস্টিকের উৎপাদন নিষিদ্ধ করতে চলেছে। যা অত্যন্ত আশাপ্রদ পদক্ষেপ। এছাড়া দেখা গেছে আধুনিক বর্জ্য নির্মূলকরণ কেন্দ্রগুলি পরিবেশ থেকে প্রায় ৯৯ শতাংশ প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলতে সক্ষম, যদিও উন্নয়নশীল দেশগুলিতে এদের সাফল্য আরও বাড়াতে হবে। এছাড়া ‘পুনর্ব্যবহার’ বা রিসাইক্লিং তো একটি পরিচিত পদক্ষেপ। কিন্তু আমরা সাধারণ মানুষ কী কী করতে পারি? দৈনন্দিন জীবনে অনেক ছোট পদক্ষেপই আপনি নিতে পারেন। কাচের বা স্বাস্থ্যবিধি সংক্রান্ত শংসাপ্রাপ্ত ধাতব পাত্রে জল খান, প্লাস্টিকের কাপ-এর বদলে মাটির ভাঁড় বা কাগজের পাত্র ব্যবহার করুন, চট বা কাপড়ের ব্যাগ বেশি ব্যবহার করুন। সবাই মিলে চেষ্টা করলে প্লাস্টিকজাত বর্জ্যও কম তৈরি হবে, সমস্যাগুলিও নিয়ন্ত্রণ করা সহজ হবে।
এখনই পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত বড় ধরনের ঘটনা কিন্তু পৃথিবীতে ঘটবেই, বিজ্ঞানীরা নিশ্চিত। সবার ইতিবাচক অংশগ্রহণ ছাড়া এ সমস্যার নিরাময় সম্ভব নয়। স্বাস্থ্যও আপনার, পরিবেশও আপনার। ‘করতে হবে’ থেকে ‘করছি’-তে না উপস্থাপন করলে হয়তো মানবসভ্যতার কফিনে শেষ ‘মাইক্রো’ পেরেকটি কোনও যুদ্ধ বা বহিরাগত উল্কা নয়, সবার অন্তরালে থেকে এই ‘মাইক্রোপ্লাস্টিক’ই পুঁতে ফেলবে!
 
12th  December, 2019
সবেতেই মাইক্রোপ্লাস্টিক? 

দাঁত মাজার টুথপেস্ট, গালে মাখার ক্রিম, জলের বোতল, টি ব্যাগ, বেবি ওয়াইপস, হ্যান্ড ওয়াইপস, পাতলা কফি কাপ, শ্যাম্পু, স্ক্র্যাব, মেকআপ এই সবই আমাদের দৈনন্দিন জীবনযাপনের তালিকাভুক্ত। অথচ দিনযাপনের এই ছোট্ট ছোট্ট উপাদানগুলিই আমাদের তিলে তিলে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর শারীরিক সমস্যার দিকে! 
বিশদ

12th  December, 2019
ছোটদের জন্য হিমালয়ার উদ্যোগ 

এখনও ক্লেফট লিপ বা জন্মগত ঠৌঁটের ত্রুটির সমস্যায় ভোগে এদেশের বহু বাচ্চা। দুঃস্থ পরিবারের শিশুর অভিভাবকের সামান্য অপারেশন করানোর সামর্থ্যও থাকে না। এই সমস্যার কথা মাথায় রেখে হিমালয়া সংস্থার তরফে শুরু করা হয়েছে ‘মুসকান’ নামে বিশেষ একটি প্রকল্প।
বিশদ

12th  December, 2019
টাইপ ১ ডায়াবেটিস সচেতনতায় 

ভারতে প্রতি বছর টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত বাচ্চার সংখ্যা বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে রোগটি নিয়ে জনমানসে সচেতনতা গড়ে ওঠেনি। তাই বাচ্চার প্রচণ্ড জলতেষ্টা, দ্রুত ওজন কমার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় বাচ্চাকে ইনসুলিন দিতে হয়। 
বিশদ

12th  December, 2019
ফাঙ্গাল ইনফেকশন থেকে
বাঁচবেন কীভাবে?

 কিছুদিন আগে পর্যন্ত আমরা ভাবতাম, ত্বকের ছত্রাক সংক্রমণ গ্রীষ্মকালে ও বর্ষাকালে বেশি হয়। তারপরে শারদীয়া পুজোর সময় নিজের থেকেই অধিকাংশ ত্বকের ছত্রাক সংক্রমণ সেরে যাবে। ওষুধ দেওয়ার একেবারে দরকার হবে না তা নয়, কিন্তু আমাদের ধারণা ছিল ছত্রাক সংক্রমণ সারানো আদৌ কঠিন নয়।
বিশদ

05th  December, 2019
 হোমিওপ্যাথিতে সারান
ফিসার-ফিসচুলা

 ফিসচুলা: ফিসচুলা হল মলদ্বারের বাইরের ত্বক থেকে মলদ্বারের ভিতর পর্যন্ত একটি নালীপথের সৃষ্টি হওয়া। এর পূর্বশর্ত হল মলদ্বারের পাশে ফোঁড়া হওয়ার ইতিহাস।
ফিসার: ফিসারের ক্ষেত্রে শক্ত পায়খানার কারণে মলদ্বার চিরে গিয়ে যন্ত্রণার হয়। মলদ্বারে জ্বালা করে।
বিশদ

05th  December, 2019
 সিনি’র স্বাস্থ্য উদ্যোগ

  ২০১৭ সালে মানুষের মধ্যে কাজ করার জন্য এইচসিএল গ্র্যান্ট পুরস্কার পেয়েছিল চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি)। এই গ্র্যান্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গের তিনটি ব্লক— জলপাইগুড়ির নাগরাকাটা, মুর্শিদাবাদের সুতি ১ এবং দক্ষিণ ২৪ পরগনার ফলতায় কাজ শুরু করে সংস্থা।
বিশদ

05th  December, 2019
দৃষ্টি শক্তি হ্রাসে কলকাতা পঞ্চম

কয়েকদিন আগেই চলে গেল বিশ্ব দৃষ্টি দিবস। অথচ দৃষ্টিশক্তির হাল নিয়ে দেশের মানুষ কতটা ওয়াকিবহাল? সিগনিফাই নামে সংস্থার করা এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
বিশদ

05th  December, 2019
বিপদ যখন
স্ক্র্যাব টাইফাস 

রোগ লক্ষণ
 রোগীর প্রবল জ্বর আসবে।
 গাঁটে গাঁটে খুব ব্যথা হবে প্রবল।
 কাশি হতে পারে।  বিশদ

28th  November, 2019
অজানা টাইফাস দুশ্চিন্তার টাইফাস 

গোড়ার কথা
ওরিয়েনশিয়া সুসুগামুশি নামক ব্যাকটেরিয়ার কারণে মানুষ স্ক্র্যাব টাইফাস রোগটিতে আক্রান্ত হন। এই অসুখটি সম্পূর্ণভাবে একটি অ্যাকিউট ইনফেকশন। ট্রম্বিকিউলিড নামক এক লার্ভার (চিগার) কামড় থেকে এই ব্যাকটেরিয়াটি শরীরে প্রবেশ করে। এই লার্ভাটিই এই রোগটির বাহক।  
বিশদ

28th  November, 2019
ডায়াবেটিসে হাঁটুন 

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জিডি হাসপাতাল এবং ডায়াবেটিস ইনস্টিটিউটের পক্ষ থেকে ‘হাঁটো বাংলা হাঁটো’ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হল। সেই উপলক্ষ্যে সংস্থার থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান এবং সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, এন্ডোক্রিনোলজির প্রধান ডাঃ শুভঙ্কর চৌধুরী, অর্থোপেডিক সার্জারির প্রধান ডাঃ চন্দ্রচূড় ভট্টাচার্য, অপথ্যালমোলজির প্রধান ডাঃ সিদ্ধার্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা।  
বিশদ

28th  November, 2019
সুভাষ মুখোপাধ্যায়ের মরণোত্তর মুকুট 

সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছিল পশ্চিমবঙ্গ শাখার ইন্ডিয়ান সোসাইটি অব অ্যাসিস্টেড রিপ্রোডাকশন সোসাইটির সম্মেলন। উক্ত সম্মেলনে প্রকশিত হল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে লেখা উপর লেখা বই ‘মরণোত্তর মুকুট’। বইটি লিখেছেন ডাঃ সাধনকুমার দে এবং সুনীত মুখোপাধ্যায়।  
বিশদ

28th  November, 2019
পিএমপিএআই-এর সম্মেলন 

নন রেজিস্টার্ড চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ প্র্যকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পিএমপিএআই)-এর উদ্যোগে গত ১৮ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ রাজ্য সম্মেলন এবং কর্মশালা। 
বিশদ

28th  November, 2019
অসুখের নাম গচার 

উত্তরাধিকারসূত্রে পাওয়া ৪০ রকম বা তার বেশি বিপাক প্রক্রিয়ার বিশৃঙ্খলাকে একত্রে বলা হয় লাইসোসামাল স্টোরেজ ডিসঅর্ডার। এই রোগে দেহের লাইসোসোমাল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এবং ছোটখাট অঙ্গ বা অর্গানেলের মধ্যে জীবাণু জমতে থাকে। বিপাক প্রক্রিয়ার ত্রুটির জন্যই গচার ডিজিজ হয়। আসলে এটি হল গ্লুকোসেরেব্রোসিডেজ নামে একটি এনজাইমের ঘাটতি। 
বিশদ

28th  November, 2019
স্বাস্থ্যরক্ষায় পদযাত্রা 

সম্প্রতি চলে গেল বিশ্ব ডায়াবেটিস দিবস। ওই দিবস সম্পর্কে জনমানসে সচেতনতা গড়ে তুলতে দুর্গাপুর শ্রী রামকৃষ্ণ সেবা মিশনের অধীনস্থ সুগম ক্লিনিক নামে সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ।  
বিশদ

28th  November, 2019
একনজরে
সংবাদদাতা, পূর্বস্থলী: পূর্বস্থলীর বাঁশদহ বিলেও এবার পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়েছে। ওই বিলের দক্ষিণ-পূর্ব দিকে কচুরিপানার উপর পরিযায়ী পাখিদের বিচরণ করতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চার থেকে পাঁচটি প্রজাতির পরিযায়ী পাখি এখানে এসেছে।  ...

ওয়াশিংটন, ১৩ ডিসেম্বর (পিটিআই): ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ইতিমধ্যেই অসমে তিনজনের প্রাণ গিয়েছে। অসম ছাড়াও দেশের নানা রাজ্যে সাধারণ মানুষ ওই আইনের বিরোধিতায় রাস্তায় নেমে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপর ফের চাপ বাড়াল আমেরিকা।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর মাসে এলআইসি’র পলিসি বিক্রির হার বাড়ল। দেশে ১০০টি পলিসি বিক্রি পিছু ৮৪টিই এলআইসি’র। নভেম্বর মাসে এলআইসি’র মার্কেট শেয়ার বৃদ্ধি বোঝাতে গিয়ে এমনটাই জানালেন সংস্থার পূর্বাঞ্চলীয় জোনাল ম্যানেজার দীনেশ ভগত। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার শুধুমাত্র ২০১৯ সালেই ৪৫০ কোটি টাকা খরচ করেছে। শহর ও গ্রামাঞ্চলে এর মোকাবিলায় বিশেষজ্ঞ নিয়োগ করা থেকে পরিকাঠামোগত ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের অধিক পরিশ্রম করতে হবে। অন্যথায় পরীক্ষার ফল ভালো হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম
১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরি ম্যাজিস্ট্রেট স্টিভেনসকে হত্যা করেন
১৯৩৪: পরিচালক শ্যাম বেনেগালের জন্ম
১৯৫৩: ভারতীয় টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজের জন্ম
১৯৫৭: হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে প্রথম চালু হল বৈদ্যুতিক ট্রেন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৬/২৯ দিবা ৮/৪৭। পুনর্বসু ৫৭/৮ শেষরাত্রি ৫/৩। সূ উ ৬/১১/৫৯, অ ৪/৪৯/৫৩, অমৃতযোগ দিবা ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৩৬ গতে ৯/৪৪ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৫ গতে অস্তাবধি। রাত্রি ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, বারবেলা ৭/৩২ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, কালরাত্রি ৬/৩০ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। 
২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৮/৪৯/১৯ দিবা ৯/৪৫/২৯। আর্দ্রা ২/৫১/২২ দিবা ৭/২২/১৮, সূ উ ৬/১৩/৪৫, অ ৪/৫০/১০, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ৯/৫২ মধ্যে ও ১২/২ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ১২/৫৯ গতে ২/৪৬ মধ্যে, কালবেলা ৭/৩৩/১৮ মধ্যে ও ৩/৩০/৩৭ গতে ৪/৫০/১০ মধ্যে, কালরাত্রি ৬/৩০/৩৭ মধ্যে ও ৪/৩৩/১৮ গতে ৬/১৪/২৯ মধ্যে। 
১৬ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। বৃষ: ব্যবসায় যুক্ত হলে মন্দ হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ...বিশদ

07:03:20 PM

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। তার মধ্যেই ...বিশদ

06:19:00 PM

বাতিল কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস 
আজিমগঞ্জ ফারাক্কা এলাকায় আইন শৃঙ্খলার অবনতির জেরে রাধিকাপুর থেকে কলকাতাগামী ...বিশদ

06:16:33 PM

মালদহের সুজাপুর, কালিয়াচক সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ 

06:16:17 PM

বাতিল ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস 
বাতিল করা হল নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস। রানিনগর (জলপাইগুড়ি) ...বিশদ

06:12:50 PM