Bartaman Patrika
হ য ব র ল
 

জওহরলাল নেহরুর ছেলেবেলা 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার পণ্ডিত জওহরলাল নেহরু। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 

‘‘...মধ্যরাত্রে, যখন জগৎ নিদ্রায় মগ্ন, ভারত জাগবে জীবন ও স্বাধীনতায়—।’’ এই কথাগুলো বলেছিলেন জওহরলাল নেহরু ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্টের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কনস্টিটুয়েন্ট অ্যাসেমব্লির সভায়। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন ১৪ নভেম্বর। এই দিনটি সর্বসম্মতিতে ‘শিশুদিবস’ হিসেবে পালিত হয় ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পর থেকে। কারণ, জওহরলাল নেহরু যেমন ভালোবাসতেন শিশুদের, তেমনি শিশুরাও তাঁকে নিজেদের আপনজন জ্ঞান করত। আজ তোমাদের শোনাব সেই মানুষটির কথা, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও শিশুদের কাছে ছিলেন তাদের পরমপ্রিয় ‘চাচা নেহরু’।
জওহরলাল নেহরুর বাবা ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী মতিলাল নেহরু। মায়ের নাম স্বরূপরাণী। ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার ফলে বহুবার মতিলালকে বন্দিজীবন যাপন করতে হয়েছে। ১৮৯৮ সালের ১৪ নভেম্বর জওহরলাল এই এলাহাবাদ শহরেই জন্মগ্রহণ করেন। তাঁর দুই বোন বিজয়লক্ষ্মী ও কৃষ্ণা। ‘আনন্দভবন’ নামক এক বিশাল বাড়িতে থাকতেন তাঁরা। বাড়িতেই মিস্টার ব্রুকস্‌ না঩মে একজন অতি সুযোগ্য ইংরেজ শিক্ষকের হাতে জওহরলাল ও তাঁর বোনদের শিক্ষার ভার তুলে দেন মতিলাল। তাই ছোটবেলা থেকেই ইংরেজি লেখায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন জওহরলাল। পাশাপাশি হিন্দি ও সংস্কৃত ভাষাও শেখেন। বাড়িতে বাল্যশিক্ষার শেষে জওহরলাল বিলেতের সেরা বিদ্যালয় ‘হ্যারো’ স্কুলে ভর্তি হলেন ১৯০৫ সালে। এখানকার পড়া কৃতিত্বের সঙ্গে শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ট্রিনিটি কলেজ’ থেকে তিনি কুড়ি বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন। বিজ্ঞানে একই সঙ্গে তিনটি বিষয়ে অনার্স (ট্রাইপস্‌) ঩পেয়েছিলেন তিনি। এরপর জওহরলাল কেমব্রিজে ব্যারিস্টারি পড়েন এবং ভারতে ফিরে নিজেকে একজন আইনজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯১৬ সালে তাঁর বিয়ে হয় কমলা কাউলের সঙ্গে। তাঁদের একমাত্র সন্তান হলেন ইন্দিরা, যিনি পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
বিলেত যাবার আগের বছর যদিও জওহরলাল বাবা মতিলালের সঙ্গে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে যোগ দিয়েছিলেন, কিন্তু তখনও পর্যন্ত তাঁর মধ্যে স্বাদেশিক চেতনার কিছুমাত্র বিকাশ ঘটেনি। ছোটবেলা থেকেই তিনি অ্যানি বেসান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ১৯১৭ সালে যখন ব্রিটিশ সরকার বিশিষ্ট সমাজতান্ত্রিক অ্যানি বেসান্তকে নিপীড়ন করেন, তখন জওহরলাল নেহরু সর্বপ্রথম তীব্র প্রতিবাদ করেন। এইভাবেই রাজনীতির আঙিনায় তাঁর পা পড়ে। ঠিক এই সময়েই ঘটে যায় ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’। ভারতের রাজনীতিতে প্রবল আলোড়ন ওঠে। বিক্ষুব্ধ জওহরলাল, মতিলাল নেহরু প্রতিষ্ঠিত ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকার কর্ণধার হিসেবে এইসব ঘটনার বিরুদ্ধে জ্বালাময়ী ভাষায় প্রতিবাদ করেন। শুরু হয় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। এবার জওহরলাল মন থেকে সায় দেন এই আন্দোলনকে। এবং গান্ধীজিকেই অনুসরণ করবেন স্থির করে ফেলেন। ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা দণ্ড ভোগ করেন তিনি। এর আগে উত্তরপ্রদেশের কৃষকদের নিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে প্রথম দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার সুযোগও পান তিনি। ১৯২০ সালে এলাহাবাদ কংগ্রেস কমিটির সহসভাপতি হন। ১৯২৩ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পাদক ও ১৯২৯ সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। জওহরলাল জীবনে বহুবার কারাবাস করেছেন। তাঁর বিখ্যাত বই “An Autobiography” তিনি কারাগারে বসেই রচনা করেছিলেন যা প্রকাশিত হয়েছিল ১৯৩৬ সালে। ১৯২৩ সালে তিনি এলাহাবাদ পৌরসভার সভাপতি নির্বাচিত হন। জনস্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিভাগে গড়ে তোলেন নিয়মশৃঙ্খলা। জওহরলালের জীবনে এরপর পরপর আসে মৃত্যুশোক। বাবা, স্ত্রী এবং মা মারা যান। এর ফলে তিনি আরও বেশি করে দেশের সেবায় নিজেকে জড়িয়ে ফেলেন।
১৯৪২ সালের ঐতিহাসিক আগস্ট বিপ্লব শুরু হবার আগেই আবারও ব্রিটিশ সরকার কারারুদ্ধ করল তাঁকে। কিন্তু তিনি দমেননি। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের পতাকা তাঁর হাতেই উত্তোলিত হয়েছিল।
ব্যক্তিজীবনে অত্যন্ত রুচিবান এবং একজন সুলেখক ছিলেন তিনি। তাঁর বিখ্যাত বইগুলির অন্যতম হল— ‘দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া’, ‘লেটারস্‌ ফ্রম এ ফাদার টু হিজ ডটার’, ‘গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি’, ‘সোভিয়েত রাশিয়া, চায়না, স্পেন অ্যান্ড দ্য ওয়ার’, প্রভৃতি। মানবতা, ধর্মনিরপেক্ষতা, অনুভূতিপ্রবণতা, চিন্তাশীলতা এই সমস্ত ক্ষেত্রেই মহাত্মা গান্ধীর পরেই দেশের অন্যতম বরেণ্য নেতা হলেন তিনি। গান্ধীজির প্রভাবে তাঁর পরিবার ভোগবিলাসের জীবন ত্যাগ করেছিলেন। তখন থেকেই জওহরলাল খাদির তৈরি কাপড় পরতেন। গান্ধীজির প্রভাবে তিনি ভগবত গীতাপাঠ ও যোগব্যায়ামের অভ্যাস শুরু করেন।
আগে ২০ নভেম্বর পালিত হতো ‘শিশুদিবস’ হিসেবে। কিন্তু ১৯৬৪ সালের ২৭ মে জওহরলাল নেহরুর মৃত্যুর পর শিশুদের ভবিষ্যতের জন্য তাঁর অবদানের কথা মনে রেখে তাঁর জন্মদিনের দিন পালিত হয়ে আসছে ‘শিশুদিবস’। তাঁর সময়েই দেশে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। তেমনি সুচিকিৎসার কথা মাথায় রেখে ‘আইএমএস’-এর সূচনা করেছিলেন তিনিই। ‘আইআইটি’ও তাঁর উর্বর মস্তিষ্কের ফসল। এছাড়া ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’ তৈরি করার সিদ্ধান্তও তাঁরই। তিনি চাইতেন বিজ্ঞান ও প্রযুক্তি যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যাতে আগামীদিনে আরও উন্নত হয় মানুষের প্রতিদিনের জীবন।
‘আজ আমরা যেভাবে শিশুদের বড় করব, কাল সেভাবে এরা দেশ চালাবে’— বলেছিলেন জওহরলাল, কারণ, তিনি জানতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ। প্রতি বছর ১৪ নভেম্বর যখনই আসবে, আজকের শিশুরা তাঁকে স্মরণ করতে করতে মনে মনে নিশ্চয়ই শপথ করবে তাদের ‘চাচা নেহরু’র এই ভাবনাকে ভাবীকালের শিশুদের কাছে পৌঁছে দেবার।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
10th  November, 2019
বিনয় বাদল দীনেশ 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বিনয়, বাদল ও দীনেশ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

08th  December, 2019
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইতিহাস।এবার মাধ্যমিকের জন্য প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি ভালো করে পড়ো। পরামর্শে মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুর-এর ইতিহাসের শিক্ষিকা তপতী নায়েক।
 
বিশদ

08th  December, 2019
লাশঘর এবং দুটি পিপে
দেবল দেববর্মা 

ওকালতি পরীক্ষায় পাশ করার পর কোর্ট চত্বরে বছরখানেক ঘোরাঘুরি করে তেমন ফললাভ হয়নি। শেষ পর্যন্ত একটা পরীক্ষা দিয়ে মুন্সেফের চাকরি পেলাম। অল্প কিছুদিন শিক্ষানবিশীর পর আমাকে পাঠানো হল বাঁকুড়ায় থার্ড মুন্সেফের পদে। ছোটখাট একটা কোয়ার্টার ছিল আমার। পরে শুনলাম ওটা নাকি থার্ড মুন্সেফের জন্যই নির্দিষ্ট, কোর্টের একজন পিওনই আমার দেখভাল করত।  
বিশদ

08th  December, 2019
‘চিন্তার জগৎকে বড় করে পৃথিবীটা বদলে দিন...’ 

আর্নল্ড শোয়ার্জেনেগারকে পৃথিবী চেনে ‘টার্মিনেটর’ হিসেবে। তিনি একজন অভিনেতা, পেশাদার বডিবিল্ডার। রাজনীতিও করেছেন। ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এসব পরিচয় ছাপিয়েও তরুণদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী বক্তা। সম্প্রতি স্পিকোলা ডটকম-এ প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে দেওয়া তাঁর এক বক্তৃতা। সেই বক্তৃতা তোমাদের জন্য তুলে দিলেন মৃণালকান্তি দাস। 
বিশদ

24th  November, 2019
সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন
করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার 

আজ তোমাদের একটা ভালো খবর দিই। তোমরা যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের কথা মাথায় রেখে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইনস্টিটিউট অব ফিজিক্যাল কালচার। আগামী ১৫ ডিসেম্বর সংস্থার নির্দিষ্ট জায়গায় এই বিশেষ প্রতিযোগিতাটি হবে। 
বিশদ

24th  November, 2019
মার্কশিট

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি।
  বিশদ

24th  November, 2019
নোলকপুরের গোলকরাজা
প্রদীপ আচার্য

নোলকপুরের রাজার কান্না আর থামছে না। দিনরাত ভেউ ভেউ করে কেঁদেই চলেছে। ঘুম থেকে উঠেই রাজা কাঁদতে শুরু করে। আবার কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। তারই ফাঁকে ব্রেকফাস্টে গোটা দুয়েক আস্ত চিকেন রোস্ট, দিস্তা দিস্তা বাটার টোস্ট, কাটলেট, ওমলেট ভরপেট খাচ্ছে। 
বিশদ

24th  November, 2019
গোলাপি বিপ্লবের সন্ধিক্ষণে ইডেন

ছোট্টবন্ধুরা! তোমরা যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো, বা যারা ক্রিকেটের খোঁজখবর একটু আধটু রাখো, তারা নিশ্চয়ই ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ হওয়ার খবর জানো। ভারত তাদের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলতে নামছে ২২ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। 
বিশদ

17th  November, 2019
অরণ্যে অ্যাডভেঞ্চার

গা ছমছমে গহিন অরণ্য। দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের গর্জন। পথে বন্য পশুর ভয়। কোথাও ভয়ঙ্কর নদী পেরতে হবে। এমনই কয়েকটি অরণ্যের কথা তোমাদের শুনিয়েছেন সায়ন নস্কর। 
বিশদ

17th  November, 2019
ছোটদের রান্নাঘর 

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন দ্য পার্কিং লট রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সুমিত রঘুবংশী। 
বিশদ

10th  November, 2019
ছোটদের ভালোবাসতেন চাচা নেহেরু 

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শিশুদের কাছে তিনি চাচা নেহরু হিসেবে বেশি জনপ্রিয়। নেহরু ছোটদের খুব ভালোবাসতেন বলে তাঁর জন্মদিনটি অর্থাৎ ১৪ নভেম্বর দেশজুড়ে শিশুদিবস পালিত হয়। প্রিয় চাচা নেহরুকে নিয়ে লিখেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

10th  November, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।
 
বিশদ

03rd  November, 2019
সে কি সত্যি হবে! 
আয়ূষী বন্দ্যোপাধ্যায়

পাইন আর দেওদার গাছের মধ্যে পাখির বাসা থাকে কি না তা ঠিক জানা নেই, তবে এক মিষ্টি পাখির কূজন কানে ভেসে আসে রোজই। গতকাল রাতে অমন ঝড়, বৃষ্টি, দম্ভোলি হয়েছে কে বলবে? ভোরের প্রভাকরের প্রকীর্ণ আভা যেন দুর্যোগকে নিশ্চিহ্ন করেছে। ঈশ্বরের দেশে সবই তো তাঁর লীলাখেলা, সেখানে যে নেই কোনও মোহ, মায়া, মাৎসর্য। শুধুই আছে মনকে দয়ার্দ্র করে তোলার পরিপূর্ণ রসদ। 
বিশদ

03rd  November, 2019
পুজোর ছুটি 

পুজোর ছুটিতে কে কী করবে তার পরিকল্পনা অনেক আগেই সেরে ফেলে ছোটরা। সেই তালিকায় ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব, মামার বাড়ি যাওয়া, বেড়ানো, গল্পের বই পড়া, খেলাধুলো সবই থাকে। এবারের পুজোর ছুটি কার কেমন কাটাল তোমাদের শোনাচ্ছে বৈঁচি বিহারীলাল মুখার্জি’স ফ্রি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা। 
বিশদ

03rd  November, 2019
একনজরে
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের সই ও লেটারহেড জাল করে ভুয়ো নার্সিং স্কুল খুলে প্রতারণা ব্যবসা চালানো হচ্ছে বলে কিছুদিন আগেই অভিযোগ করা হয়েছিল বিধাননগর উত্তর থানায়। এবার রানিগঞ্জ থানায়ও একই অভিযোগ জানিয়ে অবিলম্বে লোক ঠকানোর এই ব্যবসা ...

 বিশ্বজিৎ দাস, কলকাতা: ছ’ঘণ্টার জায়গায় চারদিন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই অবস্থা হচ্ছে ডেঙ্গু কবলিত কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে। কিছুদিন আগেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিতে সরকারি হাসপাতালগুলির ঢিলেমি ...

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (পিটিআই): নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সংসদের বাইরে আরও সরব কংগ্রেস। দলের দুই অন্যতম প্রধান মুখ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল সাইটে এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁদের দু’জনের মতে, গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে কেন্দ্র।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মানসিক অস্থিরতার জন্য পঠন-পাঠনে আগ্রহ কমবে। কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। ব্যবসায় যুক্ত হলে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম
১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম
১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম
১৯৪২: সঙ্গীত পরিচালক আনন্দ শংকরের জন্ম
১৯৬১: অভিনেতা তুলসী চক্রবর্তীর মৃত্যু
১৯৬৯: ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দের জন্ম
২০০৪: সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর মৃত্যু
২০১২: সেতারশিল্পী রবিশঙ্করের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪২ টাকা ৭২.৫৪ টাকা
পাউন্ড ৯১.১৯ টাকা ৯৫.৫৯ টাকা
ইউরো ৭৬.৭৫ টাকা ৮০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,২৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১২/৩ দিবা ১০/৫৯। রোহিণী অহোরাত্র। সূ উ ৬/১০/১৮, অ ৪/৪৯/০, অমৃতযোগ দিবা ৬/৫২ মধ্যে পুনঃ ৭/৩৫ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৩৩ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/২২ গতে ৩/৩০ মধ্যে, বারবেলা ৮/৫০ গতে ১০/১০ মধ্যে পুনঃ ১১/৩০ গতে ১২/৫০ মধ্যে, কালরাত্রি ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে।
২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, চতুর্দশী ১১/৩৯/৪১ দিবা ১০/৫১/২৭। কৃত্তিকা ০/৪১/৪৪ প্রাতঃ ৬/২৮/১৭, সূ উ ৬/১১/৩৫, অ ৪/১/১৭, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৮/৩২ মধ্যে ও ১০/৩৩ গতে ১২/৪০ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৬/৪১ মধ্যে ও ৮/২৯ গতে ৩/৩৯ মধ্যে, কালবেলা ৮/৫১/২ গতে ১০/১০/৪৫ মধ্যে, কালরাত্রি ২/৫১/২ গতে ৪/৩১/১৯ মধ্যে।
১৩ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের যোগাযোগ থেকে উপকৃত হবেন। বৃষ: কর্মসূত্রে স্থান পরিবর্তন হতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২২: অভিনেতা দিলীপকুমারের জন্ম১৯২৪: সাহিত্যিক সমরেশ বসুর জন্ম১৯৩৫: প্রাক্তন রাষ্ট্রপতি ...বিশদ

07:03:20 PM

তৃতীয় টি-২০: ৬৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ভারতের 

10:43:00 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ১৪১/৬ (১৫ ওভার) 

10:23:54 PM

তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৯৭/৪ (১০ ওভার)

09:54:00 PM

 তৃতীয় টি-২০: ওয়েস্ট ইন্ডিজ ৪১/৩ (৬ ওভার)

09:34:43 PM