Bartaman Patrika
 

থিয়েটার পাড়ার গপ্পো
ঝামেলা ফেরত দিলাম, ইতি ছবিদা

পারিবারিক আভিজাত্য সত্ত্বেও যুবকটি থিয়েটার পাড়ার সঙ্গে যুক্ত হয়ে কালক্রমে হয়ে উঠলেন সিনেমা ও থিয়েটারের এক অপ্রতিদ্বন্দ্বী নট। ছবি বিশ্বাসের কথা শোনালেন ড. শঙ্কর ঘোষ।

শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন সকলের শ্রদ্ধেয় ছবি বিশ্বাস মঞ্চে অভিনয় করতে পারেননি। অথচ একসময়ে নিয়মিত তিনি মঞ্চ কাঁপাতেন। তাঁর অমন সুন্দর চেহারা, পরিশীলিত বাচনভঙ্গি দর্শকদের আকর্ষণ করত। সেই সময়ে প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক দেবনারায়ণ গুপ্ত মনোজ বসুর কাহিনি অবলম্বনে ‘ডাকবাংলো’ নাটক মঞ্চস্থ করতে প্রয়াসী হয়েছেন। ‘স্টার থিয়েটারে’ (৭৯/৩/৪ বিধান সরণী)। চরিত্রের নাম বিশ্বেশ্বর। ইতিহাস চর্চায় নিমগ্ন-প্রাণ। আত্মভোলা এক মানুষ। চরিত্রটির রূপসজ্জা কেমন হবে তাই নিয়ে আলোচনা করলেন দেবনায়ারণ ছবি বিশ্বাসের সঙ্গে। আলোচনায় ঠিক হয় কাঁচা-পাকা পরচুল, বাঁধা দাড়ি গোঁফ এটাই হবে বিশ্বেশ্বরের রূপসজ্জা। মেকআপ ম্যান ডেকে উইগ, দাড়ি, গোঁফ তৈরি হয়ে এল। এসে গেল ফুল রিহার্সালের দিন। ছবি বিশ্বাস দেবনারায়ণ গুপ্তকে ডেকে বললেন, ‘দাড়ি আমি রাখতে পারছি না ভাই, বড্ড কষ্ট হচ্ছে।’ অগত্যা দেবনারায়ণ সম্মত হলেন, ‘দাড়িটা তবে বাদ দিন।’ ছবি বিশ্বাস দাড়িটা খুলে দেবনারায়ণ বাবুর হাতে তুলে দিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছবি বিশ্বাস। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অভিনীত হতে থাকল ‘ডাকবাংলো’ নাটকটি। ১৯৫৯ সালের ১২ মার্চ ‘ডাকবাংলো’ নাটকের অভিনয় শুরু হয়েছিল।
কয়েকদিন অভিনয়ের পর ছবি বিশ্বাস আবার ডাকলেন দেবনারায়ণ গুপ্তকে। পরিচালক ছুটে এলেন, ‘কী ব্যাপার ছবিদা? ডাকছেন?’
ছবি বিশ্বাস বললেন, ‘দেখ, উইগটা তো মাথায় রাখতে পারছি না, একে দেখ ব্লাড প্রেসার, তার ওপর ন’বছরের মধ্যে স্টেজে এসব মাথায় চাপাইনি। উইগ চাপানোর ঘণ্টাখানেকের মধ্যে মাথার ভেতর দপ দপ করতে আরম্ভ করে। তুমি যদি পারমিশান দাও, তবে উইগটা বাদ দিই।’ সেদিন ছিল রবিবার। পেশাদারি মঞ্চগুলিতে রবিবার ডাবল শো থাকে। দেবনারায়ণ বললেন, ‘আজ তো রবিবার। ডাবল শো। আপনি প্রথম শো’তে উইগ পরেই করুন। দ্বিতীয় শোতে উইগ খুলে ফেলবেন। মাথায় বরং হোয়াইট ইংক দিয়ে সাদা করে নেবেন।’ উইগটা অবশেষে বাদ গেল। রইল পরে শুধু গোঁফটি। স্পিরিট গাম ছবি বিশ্বাসের স্কিনে সহ্য হতো না। স্পিরিট গাম লাগালেই ঘা হয়ে যেত। শুকোপটি দিয়ে ছবি বিশ্বাসের গোঁফ আঁটা হতো। ছবি বিশ্বাস সেই সময়ে সিনে যাওয়ার আগে গোঁফটি লাগাতেন, সিন থেকে বেরিয়ে এসেই গোঁফটি খুলে ফেলতেন। গোঁফটি হাতে আটকে রাখতেন। অনেকদিন দেবনারায়ণ গুপ্ত তাঁকে সতর্ক করেছেন, ‘দাদা গোঁফ সাবধান।’ ছবি বিশ্বাস হেসে বলতেন, ‘নিশ্চয়ই, ও কী ভুল হবার জো আছে ভাই?’ তারপরেই সুকুমার রায়ের কবিতার দু’লাইন আবৃত্তি করে বলতেন; ‘গোঁফের আমি, গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা।’
‘ডাকবাংলো’ নাটকের শততম অভিনয় রজনী অতিক্রান্ত হয়েছে। একদিন দেবনারায়ণবাবু উইংস-এর ধারে এসে দেখেন ছবি বিশ্বাস স্টেজে পার্ট করে চলেছেন কিন্তু গোঁফটি হাতে আটকানো আছে। সিনটি শেষ হলে দেবনারায়ণবাবু ছবি বিশ্বাসকে জিজ্ঞাসা করলেন, ‘দাদা আপনার গোঁফ?’ ছবি বিশ্বাস তৎক্ষণাৎ গোঁফে হাত দিলেন। তারপর নিজের হাতের দিকে চেয়ে দেখেলেন গোঁফটি হাতেই রয়েছে। আঁটা হয়নি। অবাক হয়ে বললেন, ‘এবার কী হবে?’ দেবনারায়ণবাবু বললেন, ‘কী আর হবে? পরের সিনে গোঁফটা এঁটে নেবেন।’ ছবি বিশ্বাস বললেন, ‘দর্শকেরা কী মনে করবে?’ দেবনারায়ণ আশ্বস্ত করে বললেন, ‘মনে করলে সিনেই মনে করত। এতক্ষণে দর্শকদের মধ্যে থেকে গুঞ্জন শোনা যেত। তা যখন হয়নি, তাতে এটাই প্রমাণিত যে দর্শকেরা ছবি বিশ্বাসের অভিনয়টাই দেখতে এসেছেন, মেকআপ দেখতে আসেননি।’
ছবি বিশ্বাস বললেন, ‘বলছিস? তা’হলে এক কাজ কর ভাই, পরের দিন থেকে গোঁফটাও বাদ দিয়ে দে।’
দেবনারায়ণ বললেন, ‘তাই হবে। দরকার নেই ঝামেলার।’
সেদিনের মতো অভিনয় শেষ হলে ছবি বিশ্বাসের ঘরের ড্রেসার কাগজের একটা মোড়ক দেবনারায়ণ গুপ্তের হাতে তুলে দিলেন আর বললেন, ‘ছবিবাবু এটা পাঠিয়েছেন।’ খুলে দেবনারায়ণবাবু দেখলেন, ‘বিশ্বেশ্বরের গোঁফ। আর তার সঙ্গে এক টুকরে কাগজে, ভুরু, পেনসিল দিয়ে ছবি বিশ্বাসের লেখা; ‘ঝামেলা ফেরত দিলাম, প্রাপ্তি সংবাদ দিস। ইতি—তোর ছবিদা।’ এই হলেন ছবি বিশ্বাস। এই ‘স্টার থিয়েটারের পর পর নাটকগুলিতে তিনি অভিনয় করলেন। সেই তালিকায় আছে পরমারাধ্য শ্রীশ্রী রামকৃষ্ণ, শ্রেয়সী নাটকগুলি। মারা যাওয়ার সময়েও তিনি স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। সেটি সুবোধ ঘোষের লেখা ‘শ্রেয়সী’ উপন্যাসের নাট্যরূপ। তারও নির্দেশক ছিলেন দেবনারায়ণ গুপ্ত। ১৯৬০ সালের ১১ আগস্ট ‘শ্রেয়সী’র প্রথম অভিনয়, নায়িকা যদিও সাবিত্রী চট্টোপাধ্যায়, তবে এই নাটকেই প্রথম অভিনয় করতে এলেন লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তীর বাবার চরিত্রে ছিলেন ছবি বিশ্বাস। চরিত্রের নাম সাধন চৌধুরী।
শিশির কুমার ভাদুড়ির কাছে অভিনয় শিক্ষালাভের সুযোগ ছবি বিশ্বাসের কোনওদিন ঘটেনি। তবে নিজেকে তিনি শিশির কুমারের একলব্য শিষ্যরূপে উল্লেখ করতেন। শ্রীরঙ্গম মঞ্চে (পরে যেটির নাম হয় বিশ্বরূপা থিয়েটার, যার ঠিকানা ২বি, রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, কলিকাতা-৬) শিশির কুমারের দুর্দিনে প্রায় বিনা পারিশ্রমিকে সেখানে অভিনয় করবার জন্য এগিয়ে এসেছিলেন ছবি বিশ্বাস, অন্যত্র মোটা টাকার প্রস্তাব ছেড়ে দিয়ে। এই মঞ্চেই শিশিরকুমারের সঙ্গে ‘আলমগির’ নাটকে ‘রাজ সিংহ’ চরিত্রে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। ‘সঙ্গীত নাটক আকাদেমি’ তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান দেয়, ১৯৫৯ সালে। কলকাতার বিভিন্ন পেশাদারি মঞ্চেও একটানা ১৯৩৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত অভিনয় করেন। স্বাস্থ্যের কারণে মঞ্চাভিনয় থেকে তিনি বিরত থাকেন। পরে আবার স্টার থিয়েটারে যোগ দেন ১৯৫৯ সালে ‘ডাকবাংলো’ নাটকের মধ্য দিয়ে। ‘দুই পুরুষ’ নাটকে নুটুবিহারী তাঁর এক স্মরণীয় নাট্যাভিনয়। সপরিবারে দেশের বাড়িতে যাবার পথে এক মোটর দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় (১৯৬২ সালের ১১ জুন)। পরে স্টার থিয়েটারে এক স্মরণ সন্ধ্যায় ‘দুই পুরুষ’-এর লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর শ্রদ্ধাঞ্জলিতে অকপটে স্বীকার করেছিলেন যে তিনি ছবি বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে আসেননি শুধু, এসেছেন নুটুবিহারীকে শ্রদ্ধা জানাতে। লেখকের দৃষ্টিতে তাঁর সৃষ্ট চরিত্র ও শিল্পী একাকার হয়ে গেছেন।
17th  August, 2019
রঙরূপের ৫০ পূর্ণ 

পঞ্চাশ বছর পূর্ণ করে একান্নে পা রাখল নাট্যদল রঙরূপ। শারদোৎসবের প্রাক্কালে এই উপলক্ষে তারা আয়জোন করেছিল দুই দিনব্যাপী এক উৎসবের। পয়লা ও দোসরা অক্টোবর, এই দুই দিন বাাংলা অ্যকাডেমি ও অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও নাটক।  
বিশদ

05th  October, 2019
সমীর সেন-উৎপল রায় যুগলবন্দি সাথীহারা ভালোবাসা 

ফেসবুক-হোয়াটস অ্যাপ-ইনস্টাগ্রামের হড়পা বান যতই আছড়ে পড়ুক না কেন, বঙ্গ জীবনের অঙ্গে পরম্পরা ঐতিহ্যকে মান্যতা দিতে এখনও অভাব হয়নি আন্তরিকতার। তার নমুনা মিলবে বিশ্বভারতী অপেরার ১৪২৬ সনের নয়া পালাগান ‘সাথী হারা ভালোবাসা’য়। নিবেদনে শুভজিৎ সেন। 
বিশদ

05th  October, 2019
বীরত্ব ও আত্মবলিদানের গল্প 

সম্প্রতি গিরিশ মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতাটি নাট্যাঙ্গিকে মঞ্চস্থ করল হাওড়া শিল্পী সংঘ। নাটকে অবশ্য শিশুর বীরত্বর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মেজরের এক মর্মস্পর্শী কাহিনী মিশিয়ে পরিবেশন করা হয়। বিষয়টি অন্যরকম এবং হৃদয়বিদারক সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 
বিশদ

05th  October, 2019
থিয়েলাভার্সের দুটি নাটক 

থিয়েলার্ভাস প্রযোজিত দুটি ভিন্নধর্মী নাটক ‘অনার্যবারতা ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় কর্মশালা ভিত্তিক ‘গাজনাচরের বাজনা’ মঞ্চস্থ হল গিরিশ মঞ্চে। সময়, কাল ও নিয়তি— এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে সকলের ভাগ্য। এরাই নির্ধারণ করে প্রত্যেকের গন্তব্য।  
বিশদ

05th  October, 2019
পেশাদারিত্ব না এলে ভালো থিয়েটার হবে না 

...বলতেন প্রয়াত নট ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়। গত ৩০ সেপ্টেম্বর ছিল তাঁর ৮৬তম জন্মদিন। সেই উপলক্ষে তাঁকে স্মরণ করলেন তাঁর শিষ্য প্রকাশ ভট্টাচার্য। 
বিশদ

05th  October, 2019
দুটি চেয়ার কেন? 

অগ্রজকে কীভাবে সম্মান জানাতে হয় তা শিখেছিলেন বিভাস চক্রবর্তীর থেকেই। তাঁর আসন্ন জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রকাশ ভট্টাচার্য।  বিশদ

21st  September, 2019
চণ্ডীতলা প্রম্পটারের কলাকেন্দ্র 

হুগলি জেলার বরিজাহাটি অঞ্চলে নাটকের দল চণ্ডীতলা প্রম্পটারের নিজস্ব উদ্যোগে নির্মিত হয়েছে একটি নাট্যগৃহ ‘কলাকেন্দ্র’-র। আদতে এটি একটি মুক্তমঞ্চ। গত ৮ সেপ্টম্বর নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু এটির উদ্বোধন করেন। 
বিশদ

21st  September, 2019
নট চিন্ময় রায় 

‘চিন্ময় রায় কিন্তু নাটকেরও মানুষ ছিলেন’— মনে করিয়ে দিয়েছেন বিভাস চক্রবর্তী। আসলে ব্যবসায়িক সিনেমায় কমেডিয়ান হিসেবে চিন্ময় রায়ের নামডাকের আড়ালে তাঁর নাটকের সত্তা ঢাকা পড়ে গিয়েছিল। নান্দীকারের সদস্য হিসেবে শুরু করেছিলেন অভিনয় জীবন। পরে ১৯ জন মিলে সে দল ছেড়ে গড়ে তোলেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। 
বিশদ

21st  September, 2019
বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে ভ্রান্তিবিলাস 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বাংলার নবজাগরণের একেবারে উপরের সারিতে রয়েছে। বাংলা ভাষা ও সমাজ সংস্কারের কাজ ছাড়াও তিনি বেশকিছু সুখপাঠ্য গল্প, উপন্যাস লিখেছিলেন। তারই একটি ভ্রান্তিবিলাস। শেক্সপিয়রের লেখা ‘কমেডি অব এররস’ অবলম্বনে কাহিনীটি লিখেছিলেন বিদ্যাসাগর। 
বিশদ

21st  September, 2019
নতুন নাটক আজীর 

মহাশ্বেতা দেবীর লেখা গল্প ‘আজীর’ অবলম্বনে ‘নব বারাকপুর কোরাস থিয়েটার’ নির্মাণ করেছে তাদের নতুন নাটক ‘আজীর’। এ গল্প হল সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতার এক জ্বলন্ত দলিল।  
বিশদ

21st  September, 2019
আশুতোষ মুখোপাধ্যায় স্মারক নাট্যোৎসব 

সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ আগতপ্রায়। সেই উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে কালীঘাটের যোগেশ মাইম অ্যাকাডেমি মঞ্চে। 
বিশদ

21st  September, 2019
তাপসদাকে আজ
বড় প্রয়োজন ছিল

তাঁকে বলা হত আলোর জাদুকর। আলোকশিল্পী হিসেবে বিশ্বজোড়া তাঁর খ্যাতি। গত ১১ সেপ্টেম্বর ছিল সেই প্রয়াত তাপস সেনের জন্মদিন। তাঁকে কাছ থেকে দেখার সুবাদে স্মৃতিচারণ করলেন প্রকাশ ভট্টাচার্য। বিশদ

14th  September, 2019
বাংলা থিয়েটার
এখন কাগুজে বাঘ

 আজকের বাংলা থিয়েটারে ব্যস্ততম অভিনেতার নাম প্রসেনজিৎ বর্ধন। তাঁর সঙ্গে কথোপকথনে শুভঙ্কর গুহ। বিশদ

14th  September, 2019
বাবলীর বাবা কি শুধু পথের কাঁটা
আকাশবাণী’র ‘কালো মেয়ের রাঙা চরণ

 জন মনোরঞ্জনে জনতার আদালতে চৌখস পালা নিয়ে হাজির হচ্ছে সোনার বাংলা যাত্রা সংস্থা। সঞ্জীব দলুই ও সঞ্জীব ভট্টাচার্য প্রযোজিত এই অপেরার পালার নাম ‘বাবা কি শুধু পথের কাঁটা’। নামটাই জানান দিচ্ছে বর্তমান সমাজ সংসার আর সিস্টেমকে ঘিরে অত্যন্ত বাস্তবমুখী এই পালা। বিশদ

14th  September, 2019

Pages: 12345



আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক কষ্ট। দূর ভ্রমণের সুযোগ। অর্থ প্রাপ্তির যোগ। যে কোনও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪০- ‘দি বিটলস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গায়ক জন লেননের জন্ম
১৯৪৫- সারোদবাদক আমজাদ আলি খানের জন্ম
১৯৪৫- অভিনেত্রী সুমিতা সান্যালের জন্ম
১৯৬৭- কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব চে গেভারার মৃত্যু
২০১৫- সংগীত পরিচালক রবীন্দ্র জৈনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  October, 2019

দিন পঞ্জিকা

১৮ আশ্বিন ১৪২৬, ৫ অক্টোবর ২০১৯, শনিবার, সপ্তমী ১০/৪৫ দিবা ৯/৫১। মূলা ১৯/২৪ দিবা ১/১৮। সূ উ ৫/৩২/৪৫, অ ৫/১৭/৫৫, অমৃতযোগ দিবা ৬/২০ মধ্যে পুনঃ ৭/৭ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/১৭ মধ্যে, বারবেলা ৭/০ মধ্যে পুনঃ ১২/৫৪ গতে ২/২৩ মধ্যে পুনঃ ৩/৫১ গতে অস্তাবধি, কালরাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। 
১৭ আশ্বিন ১৪২৬, ৫ অক্টোবর ২০১৯, শনিবার, সপ্তমী ২১/২৭/৩৯ দিবা ২/৮/০। মূলা ৩১/৪৭/১২ রাত্রি ৬/১৫/৪৯, সূ উ ৫/৩২/৫৬, অ ৫/১৯/৩৬, অমৃতযোগ দিবা ৬/২৩ মধ্যে ও ৭/৯ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৬ গতে ২/৫০ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/১৮ মধ্যে এবং রাত্রি ১২/৩৭ গতে ২/১৭ মধ্যে, বারবেলা ১২/৫৪/৩৬ গতে ২/২২/৫৫ মধ্যে, কালবেলা ৭/১/১৬ মধ্যে ও ৩/৫১/১৬ গতে ৫/১৯/৩৬ মধ্যে, কালরাত্রি ৬/৫১/১৬ মধ্যে ও ৪/১/১৬ গতে ৫/৩৩/১৮ মধ্যে। 
মোসলেম: ৫ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: অর্থ প্রাপ্তির যোগ। বৃষ: প্রেম-প্রণয়ে অগ্রগতি। মিথুন: গুরুজনের শরীর সম্পর্কে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
১৯৪০- ‘দি বিটলস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গায়ক জন লেননের জন্ম১৯৪৫-  সারোদবাদক ...বিশদ

07:03:20 PM

এবছর রসায়নে নোবেল পাচ্ছেন জন বি গুডএনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো 

03:42:41 PM

মালদহের বৈষ্ণবনগরে নৌকাডুবি, মৃত ৩ 
ঠাকুর দেখতে যাওয়ার সময় নৌকাডুবি। ঘটনাটি ঘটে মালদহের বৈষ্ণবনগর থানার ...বিশদ

03:18:19 PM

৫ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র, উপকৃত হবেন ৫০ লক্ষ কর্মী ও ৬২ লক্ষ পেনশনভোগী 

02:30:04 PM

ফলতার রামনগরে বিসর্জনের বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ, জখম ২ শ্রমিক 

01:20:11 PM