Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ভরসা যখন হোমিওপ্যাথি

হোমিওপ্যাথিতে পারিবারিক ঐতিহ্য বহন করে চলেছেন প্রবাদপ্রতিম চিকিৎসক পি ব্যানার্জির পৌত্রী ডাঃ ইশা ব্যানার্জি।

হোমিওপ্যাথি ঘিরে অনেক মিথ। কারও বিশ্বাস সব সারিয়ে তোলা সম্ভব এই চিকিৎসায়। আবার কেউ ভাবেন, এর মধ্যে বিজ্ঞানসম্মত কিছু নেই। ডাঃ প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ  ক্লিনিক (পিবিএইচআরসি)-এর বর্তমান ডিরেক্টর হোমিওপ্যাথি চিকিৎসক ইশা ব্যানার্জি। তাঁর দাদু ছিলেন ডাঃ প্রশান্ত ব্যানার্জি। প্রথমে দাদু ও পরে বাবা, দু’জনের কাছ থেকেই তিনি পেয়েছেন হাতেকলমে শিক্ষা। তারপর ২৩ বছর বয়স থেকে ইশা প্র্যাকটিস শুরু করেন। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে ঐতিহ্য হয়ে জড়িয়ে আছে তাঁর পরিবারের নামটি। সেই কথাটি মনে রেখে পথচলা শুরু করেন ইশা। প্রথমে ডাঃ প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ফাউন্ডেশন (পিবিএইচআরএফ)-এর ট্রাস্টি হন ২০১৯ সালে। আর ২০২২-এ ম্যানেজিং ট্রাস্টি। এখন ইশার পরিচালনায় পিবিএইচআরসি-তে দৈনিক ৪০০-৫০০ রোগীর চিকিৎসা করা হয়। এই রোগীদের কাছ থেকে কনসাল্টেশন ফি নেওয়া হয় না। স্বাস্থ্য পরিষেবা যাতে সহজে মানুষের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যেই কাজ এগতে আগ্রহী ইশা। এই উদ্যোগের অংশ হিসেবে সুন্দরবনের সোনাখালিতে পিবিএইচআরসি-র শাখা খুলেছে গত বছর। আরও বেশি মানুষ যাতে হোমিও চিকিৎসার সুযোগ নিয়ে উপকৃত হন, তার জন্য সবসময় সক্রিয় তিনি। ইতিমধ্যে বর্ধমান, কার্মাটাঁর, দুর্গাপুর, এবং কলকাতাতেও ২০টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে প্রান্তিক মানুষদের জন্য। এছাড়াও দরিদ্র ও  বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বার্ষিক দিন পালন করা হয় সংস্থার তরফে। 
ইশা বলেন, ‘বিষয়টাকে আমরা বিজ্ঞানসম্মত ভাবেই দেখি। সব কিছু সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমরা কখনও দিই না। কিন্তু হোমিওপ্যাথি ওষুধে রিলিফ হয় অনেকটাই। অ্যালোপ্যাথির সঙ্গে মিলেই আমরা কাজ করতে পারি। আমরা কোনও রোগীকে বলি না, যে শুধুই হোমিওপ্যাথি খান, প্রয়োজন পড়লেও অ্যালোপ্যাথি খাবেন না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরাও সেভাবে কাজ করি।’
হোমিওপ্যাথির প্রতি ভরসা কীভাবে অটুট রয়েছে মানুষের? ইশার বক্তব্য, ‘হোমিওপ্যাথির এমন অনেক গুণ আছে যা অ্যালোপ্যাথির নেই। যেমন আমাদের ওষুধে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। বলা ভালো এই ওষুধ আপনার কোনও ক্ষতি অন্তত করবে না। বরং রিলিফ-এর সন্ধান দেবে। অনেক রোগী জানতে চান, পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বা এতে কোনও ক্ষতি হবে কি না? সবচেয়ে বড় ক্ষতি যদি কিছু হয়, তাহলে বলার যে এটা হয়তো কোনও কাজই করবে না। তার বেশি কিছু হবে না। সেক্ষেত্রে আপনি রিলিফ পাবেন না। কিন্তু ক্ষতিও হবে না।’
তাঁদের ক্লিনিকে প্রচুর রোগী আসেন। কোনও বিজ্ঞাপন নয়, মানুষের মুখে মুখেই প্রচারের সুবাদে। অনেকরকম মেডিক্যাল কেস রয়েছে যেখানে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। মহিলাদের পিসিওডি (পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ), অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার ইত্যাদি নানা সমস্যায় অনেক ক্ষেত্রেই যেখানে জটিলতা অস্ত্রোপচার অবধি গড়ায় না, সেখানে হোমিও ওষুধে রোগ নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব। ইশা বলছেন, এই যুগের জনে জনে যে সমস্যা হচ্ছে, তা হল ফ্যাটি লিভার। হোমিওপ্যাথিতে এর জন্য খুব ভালো ওষুধ রয়েছে। বাঙালিদের চিরকালীন সমস্যা গ্যাস, বদহজম, গ্যাসট্রাইটিস। এতেও খুব কাজ দেয় হোমিওপ্যাথি।
এই চিকিৎসায় অনেক বেশি সময় লাগে, এই অভিযোগও তো করেন কেউ কেউ? ইশা বলেন, ‘আমার এটা মনে হয় না, কারণ রোগের পরিস্থিতির উপরে বিষয়টা নির্ভর করে। খুব সিরিয়াস কোনও রোগ, অনেক দিন ধরে ভুগছেন, এমন যদি কিছু হয় তাহলে সেটা যেতে সময় তো লাগবেই। মাথাব্যথা, সর্দি কাশি জ্বর ইত্যাদি বরং অনেক দ্রুত সেরে যায় হোমিওপ্যাথি করালে। কোথাও ব্যথা পেলে, অ্যালার্জি থাকলে বাচ্চাদের জন্য হোমিওপ্যাথি খুব ভালো। অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে হোমিওপ্যাথি। অ্যালার্জির ক্ষেত্রে দু’তিন মাসে সর্দি কাশি লাগার ধাতটাই অনেক কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে কারণ রোগের একেবারে মূল পর্যন্ত পৌঁছে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়।’ 
টানা চিকিৎসার পর রোগ কমে গেল। কিন্তু আবার বছর কয়েক পরে ফিরে এল, এমন কী হয়? ‘রোগের উপরেই সেটা নির্ভর করে। যেমন পাইলস বা অর্শের সমস্যা। এতে অপারেশন করার কথাই বলেন ডাক্তারবাবুরা। কিন্তু তাঁরা এটাও বলেন যে পাইলস ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি।’ ইশার কথায়, ‘অর্শের ক্ষেত্রে আবার হোমিওপ্যাথি করালে এই রোগের প্রকোপ অনেকটা কমানো যায়। ওষুধ নিয়মিত খেলে ফিরে আসার সম্ভাবনাও কমে।’ 
এই চিকিৎসায় আগ্রহ কি পরিবারের কারণেই? ‘আমার দাদু এবং বাবা যখন চিকিৎসা করতেন, আমি সেখানে বসতাম। আট বছর বয়স থেকে দেখেছি তাঁদের চিকিৎসা পদ্ধতি। সেকেন্ডহ্যান্ড জ্ঞান তাই ভালোই পেয়েছি বলা চলে! অভিজ্ঞতালব্ধ চিকিৎসা পদ্ধতি অনেক কাজে দেয়। দাদু বলতেন, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে কম। সার্জারি করেও অনেক কিছু আবার ফিরে আসে।’
সুন্দরবনে এখন কাজ করছে পিবিএইচআরসি। ইশা জানালেন, সেখানে সেবাই লক্ষ্য। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে তাঁরও জ্ঞান বাড়ছে। ওখানকার মানুষের গা-হাত পা ব্যথা একটা বড় সমস্যা। আমাদের ওষুধ ভালো কাজ করছে ওই রোগীদের উপরে। আগে ওই এলাকার বাসিন্দারা অনেক বেশি পেনকিলার খেতেন। এখন কিন্তু তাঁদের আর পেনকিলার লাগছে না। আর পেনকিলার খেতে খেতে ওদের বয়সকালে কিডনির সমস্যা হতো। সেটাই কমানোর চেষ্টা করছি আমরা।’   
অন্বেষা দত্ত
23rd  November, 2024
শিশু মিথ্যে বলে? কীভাবে সামলাবেন
 

শৌর্যর স্কুলে আজ গার্জেন কল হয়ছিল। সেখান থেকে ফেরা ইস্তক মা-বাবার কাছে বকুনি খেয়েই যাচ্ছে বেচারা! স্কুলে ভুল বা দোষ করে ফেললে আন্টিদের কাছে মিথ্যে বলছে সে। বাড়িতেও কারণে অকারণে মিথ্যে বলে ফেলছে মাঝেমধ্যেই। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ওর মা-বাবার।  বিশদ

23rd  November, 2024
‘বাড়িতে বিয়ের কথা চলছে নাকি?’  প্রশ্ন করে নিন্দার মুখে ভারতীয় সংস্থা

‘বয়স কত? বিয়ে করার পরিকল্পনা চলছে নাকি?’ নিছক আড্ডাছলে দুই বন্ধু বা সহকর্মীর করা প্রশ্ন নয়। বরং এই প্রশ্নের মুখোমুখি হতে হল চাকরির ইন্টারভিউয়ে। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় তরুণী জাহ্নবী জৈন। বিশদ

23rd  November, 2024
হঠাৎ দেখা

তাঁরা দু’জনেই স্পেশাল। দু’জনেরই নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সকলকে ছাড়িয়ে একজনের মাথা আকাশে উঁকি মারে। তিনি রুমেসা গেলিগো। বিশ্বের সবথেকে লম্বা মহিলা। অন্যজন যেন মাটির সঙ্গে কথা বলেন। জ্যোতি আমগে, বিশ্বের সবথেকে বেঁটে মহিলা। বিশদ

23rd  November, 2024
নারীচালিত প্রকল্প প্লাস্টিক ব্যাঙ্ক

প্লাস্টিক বর্জন এখন সারা পৃথিবী জুড়েই এক বড় প্রকল্প। ক্রমশ তার বিভিন্ন উপায় তৈরি করা হচ্ছে। প্লাস্টিক বর্জন জোরদার করতে এক অভিনব প্রয়াস নিয়েছে হৃষীকেশ পুরসভা। ‘প্লাস্টিক ব্যাঙ্ক’ চালু হয়েছে এই তীর্থক্ষেত্রে। এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, আজও ভারতবাসী তীর্থের টানে এক জায়গা থেকে অন্যত্র যান। বিশদ

23rd  November, 2024
পরিবেশ রক্ষা নিয়ে কারও মাথাব্যথা নেই

‘সবুজের বড়ই দৈন্য, ইট পাথরের জঙ্গলে হারিয়েছে সে হরিৎ তরুণ বর্ণ!’ বিশ্ব উষ্ণায়নের ইঙ্গিত আগেই পেয়েছি, কিন্তু তার গভীরে প্রবেশ করার মাথাব্যথা নেই কারও। শহর উইকেন্ডে বলে গ্ৰামে চলো। শহরকে ভালোবেসে বসবাসের উপযুক্ত করে তোলার ইচ্ছে বা তাগিদ  শহরবাসীর নেই। ‘
বিশদ

16th  November, 2024
শিকারি নূরজাহান

মোগল ইতিহাসের অনেকটা অংশ জুড়ে রয়েছে জাহাঙ্গির আর নূরজাহানের কাহিনি। বিলাসী সম্রাট জাহাঙ্গীর প্রথম জীবনে আকবরের হারেমের নর্তকী আনারকলিকে ভালোবেসে নির্বাসিত হয়েছিলেন লাহোরে। ইতিহাস বলছে, সেখানেই মির্জা গিয়াস বেগের কন্যা মেহেরুন্নিসার প্রেমে পড়েন যুবরাজ সেলিম। আকবর সেই প্রেমকে মান্যতা দেননি।
বিশদ

16th  November, 2024
আটলান্টিকে কঠিন রোয়িং চ্যালেঞ্জ

যা কিছু কঠিন, তার প্রতি কিছু মানুষের এক অদম্য আকর্ষণ থাকে। দাঁড় বেয়ে (রোয়িং) আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাওয়ার সেই কঠিন স্বপ্নই এখন দেখছেন চারজন মহিলা। ইংল্যান্ডের বাসিন্দা ডেবরা কোপে এবং তাঁর তিন বন্ধু কঠিন সেই রোয়িং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।
বিশদ

16th  November, 2024
হাসতে পারে যে রোবট!

বন্ধুদের আড্ডায় বা সহকর্মীদের ভিড়ে এমন একটা মজার কথা বললেন, যা শুনে আদৌ কেউ হাসল না! উল্টে ‘ধুর, কীসব বাজে জোক, হাসিই পেল না’ বলে উঠল লোকজন। একটু দুঃখ পেলেন। আপনার বন্ধু বা সহকর্মীরা এই দুঃখ দিলেও দেবে না রোবট! আপনার মজার কথায় বা সম্বোধনের উত্তরে হেসে উঠবে রোবট। 
বিশদ

16th  November, 2024
মহিলাদের জন্য উদ্যোগ

ত্রিপুরা এবং মিজোরামের মহিলা উদ্যোগপতিদের ক্ষমতায়নে যৌথভাবে এগিয়ে এসেছে কলকাতার আমেরিকান সেন্টার এবং স্বেচ্ছাসেবী সংগঠন কনট্যাক্ট বেস। এই সূত্রে গত ১৩-১৪ নভেম্বর আয়োজিত হয়েছিল ‘অ্যাকাডেমি ফর উওম্যান অন্ত্রোপ্রোনর্স’।
বিশদ

16th  November, 2024
নিজের সম্পদে মেয়েদের অধিকার

আইনি পরিভাষায় ‘স্ত্রীধন’ আসলে কী? মেয়েরা কীভাবে এর অধিকার পাবেন? জানালেন আইনজীবী রুমানিয়া বাগচী ঘোষ। বিশদ

09th  November, 2024
ঋতু পরিবর্তনে শিশুর যত্ন

শীত আসার আগে থেকেই শিশুদের ঠান্ডা লাগা, জ্বর, কাশি, গলা ব্যথা, হাঁপানি, কানের সংক্রমণ ইত্যাদি বাড়ে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার হওয়া দরকার। রইল শিশুরোগ বিশেষজ্ঞর পরামর্শ।  বিশদ

09th  November, 2024
মহিলাচালিত ব্যবসায় কী ধরনের চ্যালেঞ্জ  

মহিলাদের মালিকানায় ব্যবসা এখন নতুন কিছু নয়। দেশের বহু রাজ্যে মহিলারা পড়াশোনার পর চাকরি না খুঁজে ঋণ নিয়ে ব্যবসা করছেন। কিন্তু একটি ক্ষুদ্র সঞ্চয় পরামর্শদাতা গোষ্ঠী, একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও জেপি মরগ্যানের সমীক্ষায় জানা গিয়েছে এইসব ব্যবসার গোড়াতেই রয়েছে কিছু গলদ। বিশদ

09th  November, 2024
মধ্যপ্রদেশে শুরু রাজ্যের প্রথম মহিলাচালিত কাফে

মধ্যপ্রদেশে শুরু হল প্রথম মহিলা পরিচালিত হ্যান্ডলুম কাফে। সৌজন্যে মধ্যপ্রদেশ ট্যুরিজম। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে, মধ্যপ্রদেশ পর্যটন বোর্ড প্রাণপুরে রাজ্যের প্রথম কারুশিল্প-ভিত্তিক এই কাফেটি চালু করল। অশোকনগর জেলার চান্দেরি থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রাণপুর। বিশদ

09th  November, 2024
বাল্যবিবাহ রোধে আলোচনা জীবিকা সোসাইটির

সমাজ যতই এগিয়ে যাক, এখনও বাল্যবিবাহ এক অভিশাপ। এই কুপ্রথা রোধে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। শুধু তাই নয়, নারীর অধিকার, নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের  লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছে দীর্ঘদিন ।  বিশদ

09th  November, 2024
একনজরে
বাংলাদেশে নির্বাচন কি আসন্ন? কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের দাবি তুলে আসছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এরইমধ্যে  রবিবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশের নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে এদিন শপথবাক্য পাঠ করেন মুখ্য নির্বাচন কমিশনার ...

প্রায় দেড় মাস আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছিলেন ৭৯ মৎস্যজীবী। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ...

গত তিন বছরে এরাজ্যে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ২৫ শতাংশ বেড়েছে। বুধবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন রাজ্যে অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি। ...

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে তৎপরতার অভাব নিয়ে দায় ঠেলাঠেলি ইংলিশবাজার পুরসভা এবং মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের। এই চাপানউতোরের মধ্যেই মালদহ জেলায় পরিবেশ দূষণ ও নিকাশি সমস্যা আরও বাড়িয়ে দেদার চলছে পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৩: জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন
১৮৮০: ফরাসী বিজ্ঞানী লাভরান কর্তৃক ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার
১৮৯৮: পরিচালক দেবকী কুমার বসুর জন্ম
১৯২৫: বিশিষ্ট মৃৎশিল্পী যদুনাথ পালের মৃত্যু
১৯২৫: বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের জন্ম
১৯৩৩: কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৪: বিশিষ্ট যাত্রা পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯৫২: পাকিস্তানের রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের জন্ম
১৯৬৬: অভিনেত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলির জন্ম
১৯৭৮: অভিনেত্রী রাখী সাওয়ান্তের জন্ম
১৯৮১: সুরকার রাইচাঁদ বড়ালের মৃত্যু
১৯৮৩: মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জন্ম
২০০৪: রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়
২০১৬: কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর মৃত্যু
২০২০: ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
24th  November, 2024

দিন পঞ্জিকা

৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী ৪৭/৩৫ রাত্রি ১/২। উত্তর ফাল্গুনী নক্ষত্র ৪৮/৩০ রাত্রি ১/২৪। সূর্যোদয় ৫/৫৯/৫৫, সূর্যাস্ত ৪/৪৭/২২। অমৃতযোগ দিবা ৭/২৬ ম঩ধ্যে পুনঃ ৮/৫৩ গতে ১১/৩ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ১০/৫৭ মধ্যে পুনঃ ২/২৯ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৭/২১ গতে ৮/৪২ মধ্যে পুনঃ ২/৫ গতে ৩/২৭ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৪ মধ্যে। 
৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী রাত্রি ১/৫০। উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি ৩/২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/৬ গতে ১১/১২ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ১১/৭ মধ্যে ও ২/৪২ গতে ৩/৩৫ মধ্যে। কালবেলা ৭/২৩ গতে ৮/৪৩ মধ্যে ও ২/৬ গতে ৩/২৬ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৫ মধ্যে। 
২২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২৫: শেষ হল মেগা নিলাম, বিক্রি হলেন ১৮২ জন ক্রিকেটার, মোট খরচ হল ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা

01:10:54 AM

নদীয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে পথদুর্ঘটনায় এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, পুলিসের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ

10:53:00 PM

আইপিএল ২০২৫-র মেগা নিলাম পর্ব শেষ হল

10:40:00 PM

মোহিত রাথিকে ৩০ লক্ষ টাকায় কিনল আরসিবি

10:39:00 PM

ভিগনেশ পুথুরকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই

10:38:00 PM

অশোক শর্মাকে ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান

10:38:00 PM