মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
শীতকাল মানেই নস্টালজিয়ার বাহারি উদযাপন। অতীত স্মৃতিকে সঙ্গী করে নতুন বছরে নতুনের অঙ্গীকার। সঙ্গে উৎসবেরও মরশুম। মানে নিত্যনতুন স্টাইল স্টেটমেন্টে নিজেকে সাজিয়ে নেওয়া। সকলের নজরে নিজেকে একটু আলাদা করে দেখানোর জন্য ইন্দো-ফ্যাশন স্টাইল স্টেটমেন্ট একবার দেখে নিতে পারেন। শাড়ি, চুড়িদার কিংবা কুর্তি পরেও অনায়াসেই আপনি স্টাইলিশ লুক বজায় রাখতে পারবেন। শুধু ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গী হিসেবে রাখুন ওয়েস্টার্ন লং কোট। ঠান্ডা যেমন কাবু হবে, তেমনই বজায় থাকবে স্টাইল স্টেটমেন্ট।
রকমারি লং কোটে ফ্যাশন
শীতে লেয়ারিং লং কোটের বিশেষ জনপ্রিয়তা। মাল্টিকালার্ড চেকস অথবা সলিড কালো, বাদামি বা ধূসর রঙের কোট বেছে নিতে পারেন পছন্দের শাড়ি, চুড়িদার কিংবা কুর্তির সঙ্গে।
স্ট্রাইপড কলার ট্রেঞ্চ কোট
লং কোটের সম্ভার নিয়ে আলোচনা করলে মনে আসে ট্রেঞ্চ কোটের কথা। এই ট্রেঞ্চ কোট সম্পূর্ণ পশ্চিমি পোশাক হলেও হাল আমলে তা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গেও যোগ্য জুড়িদারের ভূমিকা পালন করছে। এই ধরনের ট্রেঞ্চ কোটের মূল সৌন্দর্য রয়েছে কোটের কলারে। শীতকালীন পার্টিতে আপনি অনায়াসেই এই কোট পরতে পারেন আপনার পছন্দের চুড়িদার বা কুর্তির সঙ্গে। সেক্ষেত্রে চুড়িদারের সঙ্গে ওড়না নেওয়ার প্রয়োজন নেই, একটা স্মার্ট অভিজাত লুক তৈরি করতে বেছে নিতে পারেন এই কোট। এখন অবশ্য ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের কথা মাথায় রেখে এমব্রয়ডারি করা স্ট্রাইপড কলার ট্রেঞ্চ কোটও বাজারে এসে গিয়েছে। এই ধরনের কোট বিয়ে বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানেও পরতে পারেন।
সলিড কালার ট্রেঞ্চ কোট
ইন্ডিয়ান কিংবা ওয়েস্টার্ন যে কোনও পোশাকের সঙ্গে আপনি রাখতে পারেন একরঙা কিংবা সলিড কালারের ট্রেঞ্চ কোট। সলিড কালারের মধ্যে কালো, বাদামি, চেরি রেড, অলিভ বিশেষ আকর্ষণীয়। এই ধরনের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিন শিফন কিংবা সফট সিল্কের শাড়ি। শাড়ির সঙ্গে ট্রেঞ্চ কোট পরতে চাইলে শাড়ির আঁচল প্রথমে সুন্দর করে প্লিট করে নেবেন কিংবা প্লিটেড শাড়ি পরতে পছন্দ না করলে আপনি শাড়ির আঁচলটি গলার পাশ দিয়ে ঘুরিয়েও পরতে পারেন। সলিড কালারের ট্রেঞ্চ কোটের সঙ্গে শাড়ি পরতে চাইলে জমকালো কিংবা একটু ভারী কোমরবন্ধনী বা লেদার বেল্ট ব্যবহার করুন।
ফ্লোরাল লং কোট
ট্রেঞ্চ কোটের পাশাপাশি এখন ফ্লোরাল লং কোটও ফ্যাশনের হিট লিস্টে নিজেদের জায়গা করে নিয়েছে। নানা নকশা করা এই লং কোট একদিকে যেমন ঠান্ডা প্রতিরোধে সক্ষম, তেমনই অন্যদিকে এদের রকমারি ডিজাইন নিঃসন্দেহে ফ্যাশনপ্রেমী মানুষের মনে আলাদা জায়গা দখল করেছে। এ-লাইন কাটে তৈরি এই ধরনের ফ্লোরাল লং কোট অনায়াসেই আপনি চুড়িদার, লং কুর্তির সঙ্গে বেছে নিতে পারেন। স্মার্টনেস কোশেন্ট কয়েক ধাপ বাড়িয়ে তুলতে চাইলে ব্যবহার করতে পারেন নকশাকাটা বেল্ট বা কোমরবন্ধনী।
ভেলভেট লং কোট
বিয়ের মরশুমে এই ধরনের লং কোট অনায়াসেই চিরাচরিত শাড়ি-শালের যুগলবন্দিকে টক্কর দিতে পারে। রকমারি ডিজাইন এবং রঙের এই ভেলভেট লং কোট শাড়ির সঙ্গে পরতে পারেন। বিয়েবাড়ি কিংবা পার্টির মরশুমে এমন ছকভাঙা স্টাইল আপনাকে আর পাঁচজনের থেকে আলাদা করবে। ভেলভেট লং জ্যাকেট বা কোট চুড়িদার বা লং কুর্তির সঙ্গেও পরতে পারেন। সেক্ষেত্রে স্কার্ফ বা ওড়না নিতে হবে না।
কাশ্মীরি কোট
আজকাল ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশনের তালিকায় নজর কাড়ছে কাশ্মীরি কাজের উপর নকশা কাটা কোটও। মাঝারি ঝুলের এই কাশ্মীরি কোট শাড়ি বা চুড়িদারের সঙ্গে পরতে পারেন। তবে, শাড়ি নির্বাচনে অবশ্যই রং এবং ফ্যাব্রিকের ব্যাপারে সচেতন হোন। অতিরিক্ত জমকালো বা গাঢ় রঙের শাড়ি এই ধরনের কোটের সঙ্গে একেবারেই মানানসই নয়। সুতির শাড়ি কিংবা হালকা সুতোর কাজ করা শিফন, সিল্ক অথবা লখনউ স্টিচের উপর কাজ করা হালকা রঙা শাড়ির সঙ্গে কাশ্মীরি কোট ব্যবহার করতে পারেন।
কটন প্রিন্টেড লং কোট
আজকাল কটন প্রিন্টেড লং কোটও বেশ নজরকাড়া। আজরাখ, ডাবু, বাটিক, ওয়ারলির রকমারি প্রিন্টেড লং কোট একরঙা সুতি বা লিনেনের শাড়ির সঙ্গে পরতে পারেন। শীতকালীন পিকনিক, সকালের অনুষ্ঠান বা গেট-টুগেদার পার্টিতে এই স্টাইল স্টেটমেন্ট বেছে নিতে পারেন।
কাঁথা স্টিচড লং কোট
কাঁথা স্টিচের রকমারি লং কোট একদিকে যেমন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানানসই, তেমনই প্রাচ্য-পাশ্চাত্য যুগপৎ সমীকরণেও এই লং কোট নজর কাড়ে। আভিজাত্য বজায় রেখে পশ্চিমী ছোঁয়ায় তৈরি এই লং কোট নির্দ্বিধায় পরতে পারেন শাড়ি, চুড়িদার বা কুর্তির সঙ্গে। এক্ষেত্রে আঁচল প্লিট রাখাই ভালো।
মডেল : ডোনা ভৌমিক মেকআপ : পম্পা মজুমদার ছবি : রাহুল দেব মল্লিক