Bartaman Patrika
অমৃতকথা
 

কেন্দ্র কতটা আন্তরিক

বাংলায় ভোটের বছর ২০২১। প্রথমবারের জন্য রাজ্যের কুর্সি দখল করতে অলআউট ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। রাজনীতির ময়দানে শাসক তৃণমূলসহ বিরোধীদের পিছনে ফেলতে বিজেপি’র শীর্ষনেতারা প্রত্যন্ত গ্রামের তস্য গরিব ঘরে গিয়ে লাঞ্চ খেয়ে ‘আমি তোমাদেরই লোক’ প্রমাণে মরিয়া হয়ে উঠছেন। কিন্তু এতে চিঁড়ে পুরোপুরি নাও ভিজতে পারে বুঝে এখন বাংলার মনীষীদের নিয়ে টানাটানি শুরু হয়েছে। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি’র মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া স্বনামধন্যদের প্রসঙ্গ তো রয়েইছে, মোদি-শাহের দৌলতে এখন বিস্মৃতির অতল থেকে উঠে আসছে এমন অনেক বরেণ্য বাঙালির নাম, যাঁরা প্রায় হারিয়ে যেতে বসেছিলেন! কিন্তু এখানেই না থেমে এবার নেতাজি’র ১২৫তম জন্মজয়ন্তীকে ‘পাখির চোখ’ করে বাঙালির আবেগকে ছুঁতে চাইছে মোদিবাহিনী। নেতাজিকে নিয়ে বছরভর অনুষ্ঠান করতে কেন্দ্র তৈরি করেছে ৮৫ জনের সুবিশাল কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কংগ্রেস নেতা অধীর চৌধুরী যেমন রয়েছেন, তেমনই মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলির মতো কৃতী বঙ্গ সন্তানেরাও কমিটিতে স্থান পেয়েছেন। এতে আপত্তির কিছু নেই। কিন্তু কমিটি নামক সন্তান প্রসবের পর সেই সন্তানের দেখভালের আর কোনও উদ্যোগ সেভাবে দেখা যাচ্ছে না কেন্দ্রের তরফে। অথচ ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী শুরু হতে হাতে এক সপ্তাহও সময় নেই। ফলে এই মহান দেশপ্রেমিককে প্রকৃত মর্যাদা দিতে বিজেপি সরকার কতটা আন্তরিক, আর কতটাই বা এসব ভোটের অঙ্কে সাজানো পরিকল্পনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ধৈর্যের বাঁধ ভাঙছে নেতাজি পরিবারের কোনও কোনও সদস্য সহ বহু বঙ্গবাসীর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নেতাজির নাতি চন্দ্রকুমার বসু তাঁদের পরামর্শ ও দাবির কথা জানিয়েছেন।
২৩ জানুয়ারি জাতীয় ছুটি এবং দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবিটি আজকের নয়। কিন্তু এখনও এ ব্যাপারে কেন্দ্র নীরব থাকায় হতাশ অনেকেই। যে মানুষটি সারাজীবন দেশমাতা ও দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেলেন, তাঁর অসামান্য বীরত্ব আত্মত্যাগের মূল্যায়ন কি প্রকৃত অর্থে করতে পেরেছে ভারত সরকার? প্রশ্নটি উঠছে। তা উঠছে এই কারণে যে, স্বাধীনতার পর এতগুলি বছর কেটে গেলেও তাঁর অন্তর্ধান রহস্য এখনও অনুদ্ঘাটিত। বারবার দাবি ওঠা সত্ত্বেও মোদি সরকার এখনও পর্যন্ত সরকারের হাতে থাকা যাবতীয় নথি প্রকাশ্যে আনেনি। এ ব্যাপারে সত্য উদ্‌ঘাটনে তাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবই প্রকট হচ্ছে। নেতাজি’র অন্তর্ধান রহস্য উদ্‌ঘাটন, জাতীয় ছুটি এবং দেশপ্রেম দিবসের ঘোষণা—মূল এই তিনটি দাবির ব্যাপারে উচ্চবাচ্য না করে বাংলার বিধানসভা ভোটের আগে নেতাজি নিয়ে বাঙালির আবেগকে বাড়তি মর্যাদা দিতে গেরুয়া শিবিরের নেতারা প্রায়ই সভা সমাবেশে তাঁর প্রসঙ্গ টেনে আনছেন। বুঝতে অসুবিধা হয় না তাঁদের এই নেতাজি স্মরণের পিছনেও রয়েছে ভোটের গোপন অঙ্ক। দেশজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫তম জন্মদিবস নিশ্চয়ই আড়ম্বরের সঙ্গেই পালিত হবে। বাংলাতেও তা পালনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন এবং কিছু কর্মসূচিও ঘোষিত হয়েছে ইতিমধ্যে। কেন্দ্রের তরফেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এক জাম্বো কমিটি গঠিত হয়েছে। প্রশ্ন হল, ওই বিশাল কমিটির যাঁরা সদস্য তাঁরা কি প্রত্যেকেই জানেন তিনি ওই কমিটির সদস্য? অথবা আর কারা কারা আছেন ওই কমিটিতে? বা বছরভর কর্মসূচির জন্য কত অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র? আশ্চর্যজনকভাবে অনেকেই রয়েছেন অন্ধকারে। বিস্ময়ের আরও বাকি। জন্মজয়ন্তী শুরুর সাতদিন আগেও অর্থাৎ শুক্রবার পর্যন্ত কমিটির একটি বৈঠকও হয়নি। কেন? এই তাহলে বছরভর কর্মসূচির গুরুত্ব! এত বড় কর্মকাণ্ড নিয়ে সরকার কীভাবে এগতে চাইছে সে ব্যাপারে কমিটির অনেক সদস্যই আছেন অন্ধকারে! এমনকী নেতাজিকে প্রকৃত সম্মান দিতে তাঁর পরিবারের সদস্যরা কী চান তাও জানতে চাওয়া হয়নি। মোদি জমানায় অনেক ঘটনার মতো এও এক বিস্ময়কর ঘটনা। আসলে উদ্দেশ্য আর আন্তরিকতার মধ্যে ফারাক থাকলেই এমনটা ঘটে।
বাঙালির হৃদয় জুড়ে থাকা দেশবরেণ্য এই মানুষটিকে সম্মান জানাতে হলে তাই সবার আগে সরকারের উচিত কূটনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করা। কেন্দ্রও জানে, ভারতের সাধারণ মানুষের কাছে বিশেষত যুবসমাজে নেতাজির গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। তাই ভোটের রাজনীতি ছেড়ে এবার অন্তত তাঁর অবদানের সঠিক মূল্যায়ন করাটা ভীষণ জরুরি।
17th  January, 2021
মন

মনের দুটি ভাগ আছে। একটি চোর মন অর্থাৎ যে মন নিম্নগামী। অপরটি পুলিশ মন, যে চোর-মনকে সব সময় সতর্ক ক’রে দিচ্ছে। এরই নাম বিবেক। মনকে একাগ্র করতে গেলে এই বিবেককে সর্বদা কাজে লাগাতে হবে। ঠাকুরের পথে আসতে গেলে নানারকম বাধা আসবে। বিশদ

শক্তি

অনিঃশেষ সেই আনন্দ, অদম্য সেই শক্তি। সে এক অনন্ত সুখের আকর। ধারণার উচ্চতায়, সুপ্রাচীন জ্ঞানের প্রকাশে, অন্তর্দৃষ্টির গভীরতায়, ধ্যানতন্ময় প্রশান্তিতে, ভক্তির উচ্ছ্বাস ও উদ্দীপনায়, সাধকজীবনের কঠোরতায়, বাণীর মনোহারিত্বে তাঁর জীবনকে সমৃদ্ধ অধ্যাত্মজীবনের বিস্ময়কর উদাহরণ। বিশদ

23rd  January, 2021
ঈশ্বর

ঈশ্বরের স্বরূপ বোঝাতে ঠিক সেই রকম আমরা বলি “তিনি চৈতন্য-স্বরূপ; সচ্চিদানন্দ-স্বরূপ”—কত কি গালভরা শব্দ। যদি কেউ প্রশ্ন করে ‘সচ্চিদানন্দ বলতে কি বোঝ?’ তখন বড় জোর বলতে পারি ‘সৎ-চিৎ-আনন্দ’; কিন্তু তখনও যদি কেউ প্রশ্ন করেন ‘সৎ-চিৎ-আনন্দ মানেটা কি?’ বিশদ

22nd  January, 2021
বৌদ্ধ কাহাকে বলে ও তাঁহার গুরু কে?

বৌদ্ধধর্ম যত লোকে মানে, এত লোকে আর-কোনো ধর্ম মানে না। চীনের প্রায় সমস্ত লোকই বৌদ্ধ। জাপান, কোরিয়া, মাঞ্চুরিয়া, মঙ্গোলিয়া এবং সাইবিরিয়ার অধিকাংশ লোকই বৌদ্ধ। তিব্বতের সব লোক বৌদ্ধ। ভুটান, সিকিম, রামপুরবুসায়রের সব লোক বৌদ্ধ। নেপালের অর্ধেকেরও বেশি বৌদ্ধ। বিশদ

21st  January, 2021
জ্ঞান

বীণার সৌন্দর্যে বা উহা বাজাইবার নৈপুণ্যে শ্রোতাদের আনন্দ উৎপাদনমাত্র হইতে পারে। ঐ সকল দ্বারা সাম্রাজ্য লাভ হয় না। বহু পুণ্যকর্ম এবং বীরত্বাদি অনেক সদ্‌গুণ থাকিলে তবে সাম্রাজ্যলাভ সম্ভব হয়। ব্রহ্মানুভূতিও এইরূপ বহু সাধনার ফলে মেলে। তাহা হাসিয়া খেলিয়া পাওয়া যায় না। বিশদ

20th  January, 2021
ভাব

রামকৃষ্ণ বলিতেন যে, ভাবের ঘরে চুরি না করিয়া অর্থাৎ যদ্যপি কেহ অকপটভাবে পরিহাসের নিমিত্ত ও ভগবানের নাম উল্লেখ করে, তাহারও ভগবান লাভ হয়। ভাব-সমন্বয় দ্বারা আমরা এই বুঝিলাম যে, সকলের ভাবই এক অদ্বিতীয় ভাবময়ের, তাহা কাহারও ব্যক্তিগত নহে। বিশদ

19th  January, 2021
মরমিয়াবাদ

ভগবান্‌ ভালবাসার ধন। তাঁহাকে শুদ্ধ ভালবাসা দ্বারা পাওয়া যায়—এই মতবাদকেই সাধারণত মরমিয়াবাদ বলে। এই বাদ পৃথিবীর বিভিন্ন ধর্মেই দৃষ্ট হয়। ইহাতেই বুঝা যায় ইহা মানবীয়। খ্রীষ্টানধর্মে এই বাদের নাম মিষ্টিসিজম্‌। ইসলামে এই মতের নাম সুফীমত। বিশদ

18th  January, 2021
হরিনাম

হরিনাম বলিতে ঠিক কোন্‌ নামটি বুঝায়? সকল শাস্ত্রেই হরিনামের মাহাত্ম্য বর্ণিত আছে। মহাপ্রভু “হরের্নাম হরের্নাম হরের্নাম” তিনবার বলিয়াছেন। কিন্তু ‘হরি’ পদে ঠিক কোন্‌ নামটি লক্ষণীয়, তাহা আমি জানিতে চাই। বিশদ

17th  January, 2021
চেতনা

মিথ্যার এই আবরণকে ভাঙবার জন্য ঔপনিষদী ধারায় কোনো কৃত্রিম উপায়ের আশ্রয় নিতে বলা হয়নি। প্রকৃতির স্বাভাবিক ধারায় চেতনার আকুঞ্চন-প্রসারণ, গুটিয়ে আনা ও ছড়িয়ে পড়ার দিকে দৃষ্টি রেখেই এই আবরণ মুক্ত করার প্রয়াস দেখতে পাই উপনিষদে। বিশদ

16th  January, 2021
শ্রীরামকৃষ্ণ-সন্ন্যাসী ও গৃহীর আদর্শ

প্রতাপের ভাইএর কথা উঠল। তিনি ঠাকুরের কাছে থাকতে চাইলে ঠাকুর তাঁকে তিরস্কার ক’রে স্ত্রীপুত্রের দায়িত্ব পালন করতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এ রকম প্রতাপ হাজরাকেও ঠাকুর ভর্ৎসনা করেছিলেন মা ও স্ত্রীপুত্রের প্রতি কর্তব্যের অবহেলার জন্য। বিশদ

15th  January, 2021
আত্মস্থীকরণ

বস্তু জগতের, ভাব জগতের, আত্মিক জগতের বিভিন্ন সত্তাকে মানুষ আত্মসাৎ বা আত্মস্থীকরণ করতে চায়। এ চাওয়াটা সে জেনেও করে, না জেনেও করে। যখন সে আত্মিক জগতে কোন কিছুকে আত্মসাৎ বা আত্মস্থীকরণ করতে চায়, তখন সেই আত্মসাৎ বা আত্মস্থীকরণের প্রক্রিয়াতেই তার আত্মা, তার নিবৃত্ত্যাত্মক গতি ধীরে ধীরে নিজেকেই খুইয়ে ফেলে। বিশদ

14th  January, 2021
গঙ্গামাহাত্ম্য

গুরু—বৎস! প্রায়শ্চিত্ত তত্ত্বে যেরূপ গঙ্গামাহাত্ম্য বর্ণিত আছে তাহা বলিতেছি শ্রবণ কর।
শিষ্য—দেব! গঙ্গামাহাত্ম্য শ্রবণ বা পাঠ করিলে কি হয়? বিশদ

13th  January, 2021
শিক্ষা

সত্য যেন সত্যেরই মতো ভাস্বর থাকে, এটিই ছিল এই আচার্যের ইচ্ছা। কোন রকম নতি বা আপসের বালাই নেই; কোন পুরোহিত, কোন ক্ষমতাপন্ন লোক, কোন রাজার তোষামোদ করবারও আবশ্যক নেই। বিশদ

12th  January, 2021
ভগবদ্‌গীতা ও মহাপ্রভু

শ্রীমদ্ভগবদ্‌গীতা উপনিষদসমূহের নির্যাস স্বরূপ। আচার্যগণ বলেন গীতা উপনিষদ্‌-গাভীর দুগ্ধ। উপনিষদের তত্ত্ব গীতাতেও রহিয়াছে সহজভাবে। তা ছাড়া গীতার নিজস্ব বার্তাও আছে। বিশদ

11th  January, 2021
 প্রত্যক্ষানুভূতিই ধর্ম্ম
 
​​​​​​​

ভক্তের পক্ষে এই সকল শুল্ক বিষয় জানার প্রয়োজন, কেবল নিজ ইচ্ছাশক্তিকে দৃঢ় করা মাত্র। এতদ্ব্যতীত উহাদের আর কোন উপযোগিতা নাই। কারণ তিনি এমন এক পথে বিচরণ করিতেছেন, যাহা শীঘ্রই তাঁহাকে যুক্তির কুহেলিকাময় ও অশান্তিপ্রদ রাজ্যের সীমা ছাড়াইয়া প্রত্যক্ষানুভূতির রাজ্যে লইয়া যাইবে; তিনি শীঘ্রই ঈশ্বরকৃপায় এমন এক অবস্থায় উপনীত হন, যেখানে পাণ্ডিত্যাভিমানিগণের প্রিয় অক্ষম যুক্তি অনেক পশ্চাতে পড়িয়া থাকে, আর বুদ্ধির সাহায্যে অন্ধকারে বৃথান্বেষণের স্থানে প্রত্যক্ষানুভূতির উজ্জ্বল দিবালোকের প্রকাশ হয়। বিশদ

10th  January, 2021
চৈতন্যাব্দ, প্রাক্‌চৈতন্যাব্দ আর চৈতন্যোত্তর

বাঙ্গালীর বিরাট্‌ পণ্ডিত ও সংসার ত্যাগী শ্রীকৃষ্ণচৈতন্যদেবকে বলা হয় বাংলা ভাষার প্রাণদাতা। মঙ্গল কাব্যের স্তর হইতে বাংলা ভাষা যে উন্নত সাহিত্যের ভূমিতে উন্নীত হয়েছিল তার কারণ চৈতন্যদেব, তাঁহার জীবনীকারগণ ও তাঁর প্রভাবে প্রভাবান্বিত পদ-পদাবলী লেখকগণ। ইহা ঐতিহাসিক সত্য, শুধু আমাদের ভক্তের উচ্ছ্বাস নয়। বিশদ

09th  January, 2021
একনজরে
শনিবার দিনে দুপুরে কালিয়াচকের সুজাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুটের চেষ্টা চলে। ছুটি থাকায় দুষ্কৃতীরা ওই ব্যাঙ্ক লুটের চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত তাদের ছক বানচাল ...

গ্রামের অর্থনীতিকে উন্নত করতে মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে উলুবেড়িয়া ১ নং ব্লকের হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েতের গদাইপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। ...

প্রত্যর্পণ এড়াতে নানারকম ছল করছেন প্রায় ন’হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলার মূল অভিযুক্ত বিজয় মালিয়া। গত অক্টোবরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন, একটি গোপন ...

প্রথমে ভাবা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের টিকাকরণেই রাজ্যে দেওয়া হবে কোভ্যাকসিন। শনিবার আইসিএমআর শীর্ষকর্তাদের সঙ্গে রাজ্যের বিশেষজ্ঞ কমিটির জরুরি বৈঠকে কেন্দ্রীয় কর্তারা রাজ্যকে জানিয়ে দিলেন দ্রুত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের পঠনপাঠনে আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। বিশেষত সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে যোগ প্রবল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় শিশুকন্যা দিবস
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০ - ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৫২ - তৎকালীন বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু
১৯৬৫ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন  চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু
১৯৮৭ - উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেরে জন্ম
১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিংয়ের মৃত্যু
২০১১ - হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন জোশীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২২ টাকা ৭৩.৯৩ টাকা
পাউন্ড ৯৮.৫১ টাকা ১০১.৯৯ টাকা
ইউরো ৮৭.৩৯ টাকা ৯০.৫৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2021

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী ৪১/৩১ রাত্রি ১০/৫৮। রোহিণী নক্ষত্র ৪৪/৭ রাত্রি ১২/১। সূর্যোদয় ৬/২২/১১, সূর্যাস্ত ৫/১৫/২০। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৬/৫৯ গতে ৮/৪৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ১/৩৭ মধ্যে। রাত্রি ৬/৭ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ১২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১০ মাঘ ১৪২৭, রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, একাদশী রাত্রি ৯/৫০। রোহিণী নক্ষত্র রাত্রি ১১/২৯। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১ মধ্যে ও ১২/৫৮ গতে ১/৪২ মধ্যে এবং রাত্রি ৬/১৭ গতে ৭/৮ মধ্যে ও ১২/১৭ গতে ৩/৪২ মধ্যে। বারবেলা ১০/২৯ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৯ গতে ৩/৮ মধ্যে। 
১০ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হার্টে ব্লক পাওয়া গেল অরূপ রায়ের
সমবায় মন্ত্রী অরূপ রায়ের হার্টে ব্লক পাওয়া গেল। আজ প্রথমে ...বিশদ

07:18:00 PM

কালীঘাটে বস্তাভর্তি পোড়া টাকা উদ্ধার
কালীঘাটের মুখার্জিঘাটে উদ্ধার হল বস্তাভর্তি পোড়া টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ...বিশদ

04:29:00 PM

সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যের একাধিক স্টেশনে হাই অ্যালার্ট
মাঝে কেবলমাত্র কালকের দিনটি। এরপরই সাধারণতন্ত্র দিবস। তার আগে জঙ্গি ...বিশদ

04:05:00 PM

লালুপ্রসাদের দ্রুত আরোগ্য কামনা মমতার 
অসুস্থ লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা বাংলার মুখ্যমন্ত্রীর। আজ বিহারের ...বিশদ

03:32:00 PM

২৬ জানুয়ারির দুপুর পর্যন্ত স্টেশন সংলগ্ন পার্কিং লট বন্ধ, জানাল দিল্লি মেট্রো
সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার কথা মাথায় রেখে আগামীকাল সকাল থেকে ২৬ ...বিশদ

03:03:15 PM

মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে: অভিষেক 

02:52:00 PM