Bartaman Patrika
সম্পাদকীয়
 

তৃতীয় চাহিদা 

রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মানব উন্নয়ন সূচকও চালু হয়। একটি দেশের উন্নয়নের মাপকাঠি স্থির করাই ছিল এই সূচকের উদ্দেশ্য। এইচডিআইতে এটাই জোর দিয়ে বলা হল যে, শুধু আর্থিক উন্নতিই একটি দেশের উন্নয়নের সব নয়। দেশের সমস্ত মানুষ এবং তাদের সার্বিক সক্ষমতার নিরিখেই একটি দেশের প্রকৃত উন্নয়নের মূল্যায়ন হওয়া কাম্য। সেটাই হওয়া উচিত উন্নয়ন পরিমাপের চূড়ান্ত মানদণ্ড। একটি দেশ কোন প্রকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয় বা এই বিষয়ে সেই দেশের জাতীয় নীতি কী—সেটা  এইচডিআইয়ের কাছে বিশেষভাবে বিবেচ্য। এই দৃষ্টিকোণ থেকে একই পরিমাণ মাথাপিছু আয়ের দুটি দেশের এইচডিআই অনেকখানি আলাদা হতে পারে। এতে সরকারি নীতির অগ্রাধিকার সম্পর্কিত বৈপরীত্য ধরা পড়ে। মানব উন্নয়নের মূল মাত্রায় গড়পড়তা অর্জন কতখানি হয়েছে, তারই একটি সংক্ষিপ্ত পরিমাপ হল এই সূচক। এখানে সবচেয়ে গুরুত্ব স্বীকার করা হয়েছে একটি দীর্ঘ ও সুস্থ জীবনের, যা চেতনাসম্পন্ন এবং উন্নত জীবনযাত্রাকে সূচিত করে। জীবনযাত্রার এই মানের জন্য আবশ্যক ধরা হয়েছে মানুষের আয়ু, সুস্বাস্থ্য, পুষ্টিকর খাদ্যগ্রহণ, ভদ্রস্থ আয়, স্কুলশিক্ষা, জীবনের নিরাপত্তা, ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্যহীনতা প্রভৃতি বিষয়কে। আরও সহজ করে বলা হয়, এই সূচকের লক্ষ্য হল—ক্ষুধার জ্বালা, দারিদ্র, জাতি-বর্ণ-অঞ্চল-লিঙ্গ বৈষম্যমুক্ত, শিক্ষিত ও চেতনাসম্পন্ন সমাজ নির্মাণ। যে সমাজের প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক ও মানবাধিকার পূর্ণমাত্রায় ভোগ করে নিজেকে সুখী ভাবতে পারে। 
বেঁচে থাকার জন্য আমাদের দেশ চিরকাল ন্যূনতম তিনটি চাহিদা পূরণের কথা বলেছে: রোটি কাপড়া আউর মকান; বাংলায় খাদ্য, বস্ত্র, বাসস্থান। মানব উন্নয়ন সূচক যে ধরনের সমাজ গঠনের প্রেরণা জোগাচ্ছে, তা এই ন্যূনতম চাহিদাকে ছাপিয়ে অনেকখানি। খাবার প্রথম প্রয়োজন ক্ষুধানিবৃত্তির জন্য। পুষ্টির প্রসঙ্গটি আসে উদরপূর্তির পরে। বস্ত্র প্রথম প্রয়োজন লজ্জা নিবারণের জন্য। নরনারীর দৈহিক সৌন্দর্যবর্ধন এবং ফ্যাশনের প্রসঙ্গটিও তেমনি পরবর্তী ধাপ। খাদ্য ও বস্ত্রের পরবর্তী চাহিদাটিই হল গৃহের। বন্যজীবন থেকে মানুষের যখন সামাজিকজীবনে উত্তরণ হল তখন গৃহের চাহিদাটি আর তৃতীয় চাহিদা রইল না, তিনটি মিলিত হয়েই যেন একটি চাহিদা হয়ে গেল। কেননা, খাবার তৈরি করতে একটি রান্নাঘর জরুরি। শুধু বস্ত্রে সম্ভ্রম রক্ষা হয় না। মানুষের জন্য দেওয়ালের আড়াল অনুভূত হল। খেয়ে-পরে যে মানুষ বড় হচ্ছে তার সুস্থতা ও নিরাপত্তার জন্য গৃহ আবশ্যক গণ্য হল। স্বভাবতই মানব উন্নয়ন সূচক আলাদা করে গৃহের উল্লেখ না করে, বিষয়টি সুস্থ-সুখী জীবনের অন্তর্গত ধরে নিল। সূচকে কোন দেশের কোন র‌্যাঙ্ক দেওয়া হবে সেটা স্থির করার জন্য, ইউএনডিপি ওইসঙ্গে দেখে নিতে চাইল সরকারগুলির এই সংক্রান্ত নীতি। কোন সরকার উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান বা র‌্যাঙ্ক (৯৪) যথেষ্ট খারাপ ছিল। সেটা আরও নেমে গিয়েছে (১০১)। অবনমন এমন হয়েছে যে প্রতিবেশীদের কাছেও মাথা হেঁট হয়ে গিয়েছে। ভারতের চেয়ে ঢের এগিয়ে রয়েছে মায়ানমার (৭১), বাংলাদেশ (৭৬), নেপাল (৭৬) এবং পাকিস্তানও (৯২)! 
এই ক্ষুধার্ত ভারতের মধ্যেও ‘অন্য এক ভারত’ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খাদ্যসাথী এবং দুয়ারে রেশন কর্মসূচির কল্যাণে বাংলার মানুষকে এখন আর খিদের যন্ত্রণা টের পেতে হয় না। এখানে নানাবিধ কর্মসূচি রূপায়ণের মাধ্যমে কৃষি, গ্রাম, নারী প্রভৃতি ক্ষেত্রের মানুষের আয় বৃদ্ধির নিরলস প্রয়াস জারি রয়েছে। স্বাস্থ্যসাথীর মাধ্যমে চালু রয়েছে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা দানের ব্যবস্থা। এই রাজ্য সরকারের কাছে সমানভাবে গুরুত্ব পেয়েছে গরিব মানুষের গৃহের সমস্যা। ২০১৬-১৭ সালে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা। ৩৪ লক্ষ গৃহ নির্মাণের লক্ষ্য স্থির করে ইতিমধ্যেই ২৮ লক্ষ বাড়ি মমতার প্রশাসন নির্মাণ করেছে। বাদবাকি বাড়িও দ্রুত নির্মাণের লক্ষ্যে এগচ্ছে এই সরকার। উন্নয়নে মমতার সকারের এই অগ্রাধিকার বোধই এক দশকে সারাভারতে বাংলাকে আলাদাভাবে চিনে নিতে সাহায্য করে। একথা অত্যুক্তি নয় যে, উন্নয়নের সংজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্পষ্টতই পাল্টে দিয়েছে। এই প্রশ্নে তাঁর লক্ষ্য গরিব মানুষ এবং পিছিয়ে পড়া অঞ্চলগুলি। ব্যাপারটা রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি এবং মানব উন্নয়ন সূচকের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। বাংলায় এই উন্নয়ন-দৃষ্টিকোণ গৃহীত না-হলে আন্তর্জাতিক মানদণ্ডে ভারতের ছবিটা আরও অনুজ্জ্বল হতোই। অন্য রাজ্যগুলিও এই ‘সিঙ্গল ইঞ্জিন’ সরকারের নীতি অনুসরণ করলে আগামী দিনে ভারতের মুখরক্ষা হবে। এটা খুব জরুরি। মোদি সরকারের সৌজন্যে মুখরক্ষাই ভারতবাসীর কাছে আজকের সর্ববৃহৎ চ্যালেঞ্জ!
21st  October, 2021
যোগীর অমানবিক সরকার

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব ভারতের কৃষক শ্রেণি। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রতিবাদকে গুরুত্ব দিতে নারাজ সরকার। তাতেও হাল ছেড়ে দেননি কৃষকরা। তাঁরা এখনও লক্ষ্যে অবিচল। বিশদ

ভারতের সতর্ক পদক্ষেপ জরুরি

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের এটা চতুর্থ দফা। বাংলাদেশের জাতির পিতা প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৯৬ সালে প্রথম সে-দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামি লিগ সুপ্রিমো হাসিনা পাঁচ বৎসরাধিকাল ওই দায়িত্ব পালন করার পর বিরোধী আসনে গিয়ে বসেন। বিশদ

20th  October, 2021
অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশদ

19th  October, 2021
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
লক্ষ্য হারাচ্ছে সামাজিক মাধ্যম 

কাঠগড়ায় দুটি সংস্থা। ফেসবুক এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস। একটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অন্যটি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন। চরিত্রগতভাবে দুটিকেই যথেষ্ট নিরীহ নির্বিরোধ ভেবে নেওয়া যায়। বিশদ

08th  October, 2021
উৎসবকালে অবাঞ্ছিত বিপর্যয় 

স্বাধীনতার অব্যবহিত পরেই ভারত সরকার তৈরি করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে ডিভিসি। এজন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন তিনজন—তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীদ্বয় যথাক্রমে বিধানচন্দ্র রায় ও শ্রীকৃষ্ণ সিনহা।
বিশদ

07th  October, 2021
ভয়াবহ পেট্রপণ্য নীতি

ভারতে জ্বালানি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ২০১৪ সালের দ্বিগুণ হয়ে গিয়েছে। মোদির জমানার অর্থনীতির এটাই অনন্য অবদান! পেট্রল, ডিজেল, কেরোসিন ও গ্যাসের দামে একটা সময় পর্যন্ত কিছুটা ওঠানামা ছিল। কিন্তু ২০২১ সালের প্রথমার্ধে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট মিটে যেতেই প্রাকৃতিক জ্বালানির দামে আর কোনও আগল নেই।
বিশদ

06th  October, 2021
এ কি পরিকল্পিত হত্যাকাণ্ড?

দুই বিঘা জমি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘...বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ।’ রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরের খেরির চিত্রনাট্যও যেন হুবহু এক। দেশজুড়ে কৃষক বিক্ষোভ ‘শায়েস্তা’ করতে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। বিশদ

05th  October, 2021
ডিভিসি যখন দুঃখের কারণ 

দামোদর বাংলার একটি গুরুত্বপূর্ণ নদ। এর সঙ্গে রাঢ়বঙ্গের মানুষের জীবন-জীবিকা ইতিহাস কৃষ্টি ও ঐতিহ্যের এক ওতপ্রোত সম্পর্ক রয়ে গিয়েছে। আবার বর্ষাকালে তার ভয়াবহ রূপের ছবি এক প্রবাদে পরিণত হয়েছে।
বিশদ

04th  October, 2021
জোড়া সাফল্য

ম্যাজিকই বটে। আর এই ম্যাজিকই করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় সব ক্ষেত্রে বঞ্চনা, ষড়যন্ত্র করে বাংলার সরকারকে হেয় প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা করলেও মমতা-ম্যাজিকের গুণগান শুনিয়েছে অর্থনীতির পরিসংখ্যান। বলা ভালো, মাথাপিছু আয় বৃদ্ধিতে যে বাংলা সেরা তা বলতে বাধ্য হয়েছে। বিশদ

03rd  October, 2021
দামের ছ্যাঁকা

শরৎকাল। আশ্বিন মাস, এই ইট-কাঠ-পাথরের জঙ্গলে অবরুদ্ধ শহরে বসেও অবচেতন মনে শিউলি ফুলের গন্ধ অনুভব করা। পুজোর ঢাকে কাঠি পড়তে আর ঠিক দশদিন। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব শুরুর আগের এই সময়টায় নস্টালজিয়া আর ইচ্ছেপূরণের স্বপ্নে  বিভোর হয়ে দিনগুলো কেটে যাওয়ার কথা ছিল। বিশদ

02nd  October, 2021
একনজরে
লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে দীপাবলি পালন করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন লন্ডনের মেয়র সাদিক খান। ওই দিন ট্রাফালগারে ভারতীয় শিল্পকলা এবং কারুশিল্পর প্রদর্শনী করা হবে। পাশাপাশি থাকবে নিরামিষ খাবারের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।  ...

১০০ কোটির ভ্যাকসিনেসন! ভারতের ক্ষেত্রে এটা অবশ্যই একটা মাইলস্টোন। ডবল ডোজই শুধু নয়, প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া সম্ভব। জানিয়েছেন সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর ...

মালদহের রতুয়া-১ ব্লকের লখড়ি গোলাঘাটে বুধবার রাতে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গেল বাঁশের সাঁকো। দু’দিনের টানা বৃষ্টির জেরে মহানন্দা নদীর জল ফুলে-ফেঁপে উঠেছে। ...

শক্তিগড়ে দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পূর্ব বর্ধমান জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায় বাধা থাকলেও অগ্রগতি হবে। আর্থিক যোগ শুভ। ব্যয় বাড়বে। সম্পত্তি নিয়ে শরিকি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু
১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম
২০০৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের মৃত্যু
২০০৮: চন্দ্রায়ন-১-এর সূচনা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.০৭ টাকা ৭৫.৭৯ টাকা
পাউন্ড ১০১.৮১ টাকা ১০৫.৩৫ টাকা
ইউরো ৮৫.৮১ টাকা ৮৮.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া ৪৭/৬ রাত্রি ১২/৩০।  ভরণী নক্ষত্র ৩৩/১০ রাত্রি ৬/৫৬। সূর্যোদয় ৫/৩৯/৪৪, সূর্যাস্ত ৫/২/৪২। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৮ মধ্যে পুনঃ ৩/৫৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
৪ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া রাত্রি ১০/৩৯। ভরণী নক্ষত্র রাত্রি  ৬/২৭। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৪।  অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪১ মধ্যে। বারবেলা ৮/৩১ গতে ১১/২২ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
১৫ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভারত-ইংল্যান্ড পরিত্যক্ত টেস্টটি নতুন বছরেই
ভারত-ইংল্যান্ড সিরিজের পরিত্যক্ত পঞ্চম টেস্টটি নতুন বছরে অনুষ্ঠিত হবে। আজ, ...বিশদ

06:26:11 PM

রাজ্যে আরও ২টি নতুন পুরসভা
রাজ্যে বাড়ল আরও দুটি পুরসভা। ময়নাগুড়ি ও  ফালাকাটা। এই দুই ...বিশদ

06:19:53 PM

গড়িয়াহাটের জোড়া খুন কাণ্ডে গ্রেপ্তার আরও ২
গড়িয়াহাটের জোড়া খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হল। ...বিশদ

05:35:14 PM

ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ: রাজ্যের ৫ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
কুমায়ন রেঞ্জে ট্রেকিং করতে গিয়ে গাইড সহ নিখোঁজ রাজ্যের পর্যটকদের ...বিশদ

05:29:21 PM

চেতলা বস্তিতে আগুন, জখম ২ শিশুসহ ৪
ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার চেতলার বস্তিতে।  একটি ঝুপড়ি বাড়িতেই ...বিশদ

02:31:00 PM

ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর
ত্রিপুরায় তৃণমূলের উপর আবারও হামলার অভিযোগ। শুক্রবার ত্রিপুরায় নতুন কর্মসূচি ...বিশদ

02:29:03 PM