Bartaman Patrika
সম্পাদকীয়
 

ডিভিসি যখন দুঃখের কারণ 

দামোদর বাংলার একটি গুরুত্বপূর্ণ নদ। এর সঙ্গে রাঢ়বঙ্গের মানুষের জীবন-জীবিকা ইতিহাস কৃষ্টি ও ঐতিহ্যের এক ওতপ্রোত সম্পর্ক রয়ে গিয়েছে। আবার বর্ষাকালে তার ভয়াবহ রূপের ছবি এক প্রবাদে পরিণত হয়েছে। দামোদর যখন নির্মম হয়ে ওঠে তখন দু-কূলের বহু জনপদ বিপন্ন হয়ে পড়ে। ভেসে যায় ঘরবাড়ি, ফসলের খেত, বাগ-বাগিচা। বহু মানুষ এবং গবাদি পশুর সলিল সমাধি ঘটে। বাংলা নদীমাতৃক অঞ্চল। বিশেষ খ্যাতি তার সুজলা সুফলা চরিত্রের জন্য। বহু নদ-নদীর আশীর্বাদেই বাংলা এই উচ্চতায় অবস্থান করে। অর্থাৎ সব নদী এমন ভয়ানক খেয়ালি আচরণ করে না। সেদিক থেকে অনেকাংশে ব্যতিক্রম দামোদর। তাই দামোদরকেই বাংলার ‘দুঃখের নদ’ বলে মানুষ। দামোদরকে নিয়ে অনেক কাহিনিও প্রচলিত রয়েছে। তার মধ্যে বহুশ্রুত একটি কাহিনির কেন্দ্রে বিদ্যাসাগরের মাতৃভক্তি। যাই হোক, দামোদরের এই বিধ্বংসী রূপ থেকে মানুষের নিষ্কৃতির দাবি বহুকালের। মানুষের এই আর্তনাদ দেশের প্রথম সরকারকেও স্পর্শ করেছিল। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হিসেবেই গড়ে তোলা হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)—১৯৪৮ সালে একটি আইন তৈরির মাধ্যমে। এই প্রকল্প নির্মাণের প্রেরণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি। ডিভিসি নির্মাণের প্রধান কৃতিত্ব প্রাপ্য তিনজনের—প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহা। 
ডিভিসি নির্মাণের প্রথম উদ্দেশ্য ছিল বন্যানিয়ন্ত্রণ। তার সঙ্গে যোগ হয় সেচ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ উৎপাদন, বনসৃজনসহ পরিবেশ সংরক্ষণ—সর্বোপরি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের আর্থ-সামাজিক উন্নয়ন। ডিভিসি তৈরির পর দামোদর এবং তার একাধিক শাখা নদ-নদীর উপর কয়েকটি বাঁধ নির্মাণ করা হয়। যেমন—তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ও তেনুঘাট। নির্মাণ করা হয় মোট সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ডিভিসির এই সামগ্রিক কর্মকাণ্ড থেকে উপকৃত হয়ে থাকে পূর্ব ভারতের মূলত দুটি রাজ্য ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। বাংলার যে-সব অঞ্চল সবিশেষ উপকৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল—নিম্ন দামোদর উপত্যকার দুটি জেলা বর্ধমান (পূর্বতন) ও হুগলি। আংশিকভাবে উপকৃত হয় হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া। দুই রাজ্যের প্রায় ২৫ হাজার বর্গ কিমি এলাকার উপর ডিভিসির ইতিবাচক প্রভাব অস্বীকার করা যাবে না। কিন্তু ১৯৭৮ সালের বিধ্বংসী বন্যার পর থেকে বারবার ডিভিসির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। ২০০১ এবং ২০১৭ সালেও ১৯৭৮-এর ভয়াবহ স্মৃতি ফিরে আসে নিম্ন দামোদর অঞ্চলের মানুষের মনে। সংশ্লিষ্ট অঞ্চলে বন্যানিয়ন্ত্রণে ব্যর্থতার দায় অস্বীকার করতে পারে না ডিভিসি। বিশেষজ্ঞরা মনে করেন, ডিভিসির অধীন জলাধারগুলির নাব্যতা বা গভীরতা নষ্ট হয়ে গিয়েছে। নিয়মমতো সংস্কার হয় না, পলি নিষ্কাশন হয় না। এছাড়া দামোদর এবং তার শাখা নদীগুলির নাব্যতাও নষ্ট হয়ে গিয়েছে। বহু স্থানে নদ-নদীগুলি বস্তুত ‘চুরি’ হয়ে গিয়েছে। এর জন্য কিছু মানুষের সীমাহীন লোভ এবং আত্মঘাতী অবিবেচনাকেই দায়ী করা যায়। 
পশ্চিমবঙ্গ সরকারের তরফে গত কয়েক দশক যাবৎ অভিযোগ করা হয় যে, বর্ষাকালে ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার নিয়মকানুন মানা হয় না। অনেক সময়ই ডিভিসি কর্তৃপক্ষের খেয়াল-খুশি মতো বিপুল পরিমাণ জল ছেড়ে দেওয়া হয়। আগাম সতর্কবার্তা না-থাকায় বহু মানুষের পক্ষে নিরাপদ স্থানে সরে যাওয়া সম্ভব হয় না। ফলে তাঁরা টাকা-পয়সা, গহনা, জরুরি নথিপত্র পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে পারেন না। বস্তুত সর্বস্বান্তই হতে হয় হাজার হাজার মানুষকে। দুদিন আগে একই কাণ্ড ঘটেছে। অপূরণীয় ক্ষতি হয়েছে হাওড়া ও হুগলির জেলার বিস্তীর্ণ অঞ্চলের। দুর্গত অঞ্চল পরিদর্শন করার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল ‘ম্যান মেড বন্যা’-র কথা। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে ডিভিসি। কিন্তু এত বড় সর্বনাশের কারণ কী? তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তাদের কাছে নেই। দায় অস্বীকার করলেই পাপমুক্তি হয় না। রাজ্য সরকার সর্বাগ্রে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি বিষয়টির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণসহ দ্রুত প্রতিকার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়। এবার পালা কেন্দ্রীয় সরকারের। নিম্ন দামোদর অঞ্চলের মানুষকে এই বাৎসরিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করতে হবে। এজন্য দরকার মোদি সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং মান্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ। না-হলে ডিভিসি তার উদ্দেশ্য ও কার্যকারিতা অচিরেই হারিয়ে ফেলবে। বাংলার আর্থ-সামাজিক ক্ষেত্রের যে ক্ষতি হবে তা কিন্তু অপূরণীয়। দামোদর নদের পরিবর্তে ডিভিসি-ই রাঢ়বঙ্গের দুঃখের কারণ হিসেবে নিন্দিত হতে থাকবে।
04th  October, 2021
যোগীর অমানবিক সরকার

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব ভারতের কৃষক শ্রেণি। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রতিবাদকে গুরুত্ব দিতে নারাজ সরকার। তাতেও হাল ছেড়ে দেননি কৃষকরা। তাঁরা এখনও লক্ষ্যে অবিচল। বিশদ

তৃতীয় চাহিদা 

রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মানব উন্নয়ন সূচকও চালু হয়। একটি দেশের উন্নয়নের মাপকাঠি স্থির করাই ছিল এই সূচকের উদ্দেশ্য। এইচডিআইতে এটাই জোর দিয়ে বলা হল যে, শুধু আর্থিক উন্নতিই একটি দেশের উন্নয়নের সব নয়।
বিশদ

21st  October, 2021
ভারতের সতর্ক পদক্ষেপ জরুরি

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের এটা চতুর্থ দফা। বাংলাদেশের জাতির পিতা প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৯৬ সালে প্রথম সে-দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামি লিগ সুপ্রিমো হাসিনা পাঁচ বৎসরাধিকাল ওই দায়িত্ব পালন করার পর বিরোধী আসনে গিয়ে বসেন। বিশদ

20th  October, 2021
অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশদ

19th  October, 2021
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
লক্ষ্য হারাচ্ছে সামাজিক মাধ্যম 

কাঠগড়ায় দুটি সংস্থা। ফেসবুক এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস। একটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অন্যটি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন। চরিত্রগতভাবে দুটিকেই যথেষ্ট নিরীহ নির্বিরোধ ভেবে নেওয়া যায়। বিশদ

08th  October, 2021
উৎসবকালে অবাঞ্ছিত বিপর্যয় 

স্বাধীনতার অব্যবহিত পরেই ভারত সরকার তৈরি করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে ডিভিসি। এজন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন তিনজন—তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রীদ্বয় যথাক্রমে বিধানচন্দ্র রায় ও শ্রীকৃষ্ণ সিনহা।
বিশদ

07th  October, 2021
ভয়াবহ পেট্রপণ্য নীতি

ভারতে জ্বালানি থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ২০১৪ সালের দ্বিগুণ হয়ে গিয়েছে। মোদির জমানার অর্থনীতির এটাই অনন্য অবদান! পেট্রল, ডিজেল, কেরোসিন ও গ্যাসের দামে একটা সময় পর্যন্ত কিছুটা ওঠানামা ছিল। কিন্তু ২০২১ সালের প্রথমার্ধে কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট মিটে যেতেই প্রাকৃতিক জ্বালানির দামে আর কোনও আগল নেই।
বিশদ

06th  October, 2021
এ কি পরিকল্পিত হত্যাকাণ্ড?

দুই বিঘা জমি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘...বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ।’ রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরের খেরির চিত্রনাট্যও যেন হুবহু এক। দেশজুড়ে কৃষক বিক্ষোভ ‘শায়েস্তা’ করতে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। বিশদ

05th  October, 2021
জোড়া সাফল্য

ম্যাজিকই বটে। আর এই ম্যাজিকই করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রায় সব ক্ষেত্রে বঞ্চনা, ষড়যন্ত্র করে বাংলার সরকারকে হেয় প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা করলেও মমতা-ম্যাজিকের গুণগান শুনিয়েছে অর্থনীতির পরিসংখ্যান। বলা ভালো, মাথাপিছু আয় বৃদ্ধিতে যে বাংলা সেরা তা বলতে বাধ্য হয়েছে। বিশদ

03rd  October, 2021
দামের ছ্যাঁকা

শরৎকাল। আশ্বিন মাস, এই ইট-কাঠ-পাথরের জঙ্গলে অবরুদ্ধ শহরে বসেও অবচেতন মনে শিউলি ফুলের গন্ধ অনুভব করা। পুজোর ঢাকে কাঠি পড়তে আর ঠিক দশদিন। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব শুরুর আগের এই সময়টায় নস্টালজিয়া আর ইচ্ছেপূরণের স্বপ্নে  বিভোর হয়ে দিনগুলো কেটে যাওয়ার কথা ছিল। বিশদ

02nd  October, 2021
একনজরে
শনিবার শুরু হচ্ছে রাজ্য ব্রিজ চ্যা঩ম্পিয়নশিপ। প্রথমে খেলা হবে পেয়ার্স বিভাগে। টিম ইভেন্ট ১২-১৪ নভেম্বর। প্রতিযোগিতার স্পনসর শ্রী সিমেন্ট। প্রতিটি বিভাগেই পুরস্কৃত হবেন প্রথম দশজন। ...

লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে দীপাবলি পালন করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন লন্ডনের মেয়র সাদিক খান। ওই দিন ট্রাফালগারে ভারতীয় শিল্পকলা এবং কারুশিল্পর প্রদর্শনী করা হবে। পাশাপাশি থাকবে নিরামিষ খাবারের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।  ...

শহরে মেগা স্পোর্টস টাউনশিপ গড়ছে মার্লিন গ্রুপ। পূর্ব ভারতে এই প্রথম কোনও আবাসন নির্মাতা সংস্থা এমন থিম ভিত্তিক প্রকল্প গড়ছে বলে দাবি করেছে তারা। টাউনশিপ ...

শক্তিগড়ে দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পূর্ব বর্ধমান জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায় বাধা থাকলেও অগ্রগতি হবে। আর্থিক যোগ শুভ। ব্যয় বাড়বে। সম্পত্তি নিয়ে শরিকি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু
১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম
২০০৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের মৃত্যু
২০০৮: চন্দ্রায়ন-১-এর সূচনা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.০৭ টাকা ৭৫.৭৯ টাকা
পাউন্ড ১০১.৮১ টাকা ১০৫.৩৫ টাকা
ইউরো ৮৫.৮১ টাকা ৮৮.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া ৪৭/৬ রাত্রি ১২/৩০।  ভরণী নক্ষত্র ৩৩/১০ রাত্রি ৬/৫৬। সূর্যোদয় ৫/৩৯/৪৪, সূর্যাস্ত ৫/২/৪২। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩২ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৮ মধ্যে পুনঃ ৩/৫৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
৪ কার্তিক, ১৪২৮, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১। দ্বিতীয়া রাত্রি ১০/৩৯। ভরণী নক্ষত্র রাত্রি  ৬/২৭। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৪।  অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪১ মধ্যে। বারবেলা ৮/৩১ গতে ১১/২২ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
১৫ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভারত-ইংল্যান্ড পরিত্যক্ত টেস্টটি নতুন বছরেই
ভারত-ইংল্যান্ড সিরিজের পরিত্যক্ত পঞ্চম টেস্টটি নতুন বছরে অনুষ্ঠিত হবে। আজ, ...বিশদ

06:26:11 PM

রাজ্যে আরও ২টি নতুন পুরসভা
রাজ্যে বাড়ল আরও দুটি পুরসভা। ময়নাগুড়ি ও  ফালাকাটা। এই দুই ...বিশদ

06:19:53 PM

গড়িয়াহাটের জোড়া খুন কাণ্ডে গ্রেপ্তার আরও ২
গড়িয়াহাটের জোড়া খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হল। ...বিশদ

05:35:14 PM

ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ: রাজ্যের ৫ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
কুমায়ন রেঞ্জে ট্রেকিং করতে গিয়ে গাইড সহ নিখোঁজ রাজ্যের পর্যটকদের ...বিশদ

05:29:21 PM

চেতলা বস্তিতে আগুন, জখম ২ শিশুসহ ৪
ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার চেতলার বস্তিতে।  একটি ঝুপড়ি বাড়িতেই ...বিশদ

02:31:00 PM

ত্রিপুরায় সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর
ত্রিপুরায় তৃণমূলের উপর আবারও হামলার অভিযোগ। শুক্রবার ত্রিপুরায় নতুন কর্মসূচি ...বিশদ

02:29:03 PM