Bartaman Patrika
সম্পাদকীয়
 

রাজ্যের উদ্যোগ স্বাগত 

এই বাংলার মানুষকে সুরাহা দিতে তাঁর আন্তরিক ইচ্ছায় কোনওদিন ছেদ পড়েনি। তিনি নিজেও বলেন, সাধ অনেক, কিন্তু সাধ্য কই। ঘটনাও তাই। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিটি ধাপেই রাজ্যগুলিকে প্রায়ই কেন্দ্রের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। এটা জলের মতো পরিষ্কার, মানুষের কোনও মৌলিক সমস্যার সমাধান এককভাবে কোনও রাজ্যের পক্ষে করা সম্ভব হয় না। এই চিরায়ত সত্যকে মেনেই নিজেদের রাজ্যের মানুষকে সুরাহা দিতে রাজ্যগুলি পরিকল্পনা করে। যেমনটা করেই চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরাহার ডালি নিয়ে তাঁর সরকার এখন পৌঁছে গিয়েছে মানুষের দুয়ারে। আম জনতার কষ্ট লাঘব করতে সীমাবদ্ধ ক্ষমতা নিয়েই এবার তাঁর সরকার ঘোষণা করেছে, সোমবার মধ্যরাত থেকেই জ্বালানি তেলে নিজেদের করের অংশ থেকে লিটারে এক টাকা ছাড় দেবে রাজ্য। এতে যে কোনও আমূল পরিবর্তন হবে, তা মনে করেন না রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি এমন অযৌক্তিক দাবিও করেননি। বলেছেন, যেভাবে পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে তাতে হয়তো এই এক টাকা কিছুই নয়। তবু বলতেই হয় জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্তের জীবনে যে ত্রাহি রব উঠেছে, তাকে সামান্য হলেও প্রশমিত করতে সুরাহার প্রলেপ দিয়ে মানবিক হওয়ার চেষ্টা করেছে মমতার সরকার। এখানেই অন্যদের সঙ্গে তাঁর সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা দিনের আলোর মতোই স্পষ্ট। বাংলার সরকারের এই উদ্যোগ স্বাগত।
উল্টোদিকে কেন্দ্র কী করছে? ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই। কেন্দ্রের ভূমিকাটা অনেকটা সেরকমই। লাগাতার মূল্যবৃদ্ধি। তা থেকে তারা সাধারণ মানুষকে রেহাই দিতে পারেনি। গোদের উপর বিষফোঁড়ার মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইন্ধন জুগিয়ে চলেছে মোদি সরকার। পেট্রল, ডিজেলের দাম নাগাড়ে ১২ দিন রেকর্ড বৃদ্ধির পর রবিবার থিতু হয়। তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। তেলের দাম বাড়লে পণ্য পরিবহণ খরচ বাড়ে। বাড়ে জিনিসপত্রের দাম। তা সত্ত্বেও কেন্দ্র জ্বালানি তেলের উপর যে কর নেয় তা কমানোর উদ্যোগ না নিয়ে নির্দয় আচরণই করেছে। যা অনভিপ্রেত। করের বোঝা কমানোর বদলে নির্লজ্জের মতো জিনিসপত্রের মূল্যবৃদ্ধির দায় পূর্বতন ইউপিএ সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও এক ধাপ এগিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের উপর শুল্ক কমালে রাজ্যগুলিও তাদের ভ্যাট কমাবে তার কী গ্যারান্টি আছে? তিনি এও বলেছেন, পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে রাশ টানতে হলে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই একযোগে সক্রিয় হতে হবে। সরাসরি না বললেও বক্তব্যেই স্পষ্ট, কেন্দ্র নিজে থেকে শুল্ক কমানোর রাস্তায় না হেঁটে রাজ্যগুলির উপর চাপ দিতে চাইছে। এভাবে রাজ্যের উপর চাপ বাড়ানোর কৌশলটি কাজে এল না মমতার সরকার লিটার প্রতি এক টাকা কর ছাড়ের মাস্টার স্ট্রোক দেওয়ায়। এবারই যে প্রথম বাংলার সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গি দেখা গেল তা কিন্তু নয়। এর আগেও ২০১৮ সালে যখন জ্বালানির দাম হু হু করে বাড়ছিল তখনও রাজ্য সরকারের এমন ভূমিকাই দেখা গিয়েছে। তাই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার এই প্রচেষ্টার সঙ্গে বিধানসভা ভোটের কোনও সম্পর্ক খোঁজাটাও মূখার্মি। তবে রাজ্যের প্রাপ্য কর থেকে ছাড় দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে মোদি সরকারকে কিছুটা চাপে ফেলল। মানুষের মনে প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় যে, এবার কি রাজ্যের দেখানো পথ অনুসরণ করে কেন্দ্র জ্বালানি তেলের উপর তার শুল্ক কমাবে? রাজ্যের এই সিদ্ধান্তটি কার্যত কেন্দ্রকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। পেট্রল, ডিজেলের উপর চাপানো করের সিংহভাগই কেন্দ্র সেস হিসেবে আদায় করে। এই সেস ব্যতিক্রমী কর ব্যবস্থা হওয়ায় রাজ্যগুলি এর পাওনা থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। এছাড়া জ্বালানি তেলের উপর শুল্ক কমানোর দাবি অনেক আগেই তুলেছিল বিরোধীরা। কেন্দ্র কর্ণপাত করেনি। তেলের উপর শুল্ক চাপিয়ে রাজকোষের ঘাটতি পূরণের যে ব্যবস্থা কেন্দ্রের বিজেপি সরকার করছে তাকে মুনাফা লাভের চেষ্টা বলেই মনে করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি তেলের দাম কমিয়ে প্রধানমন্ত্রীকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিয়েছেন।
মূল্যবৃদ্ধিতে রাশ টানতে হলে জ্বালানি তেলের দাম কমানোটা জরুরি। তাই বঙ্গে জ্বালানি তেলের দামে লিটারে এক টাকা ছাড়ের ঘোষণার পর সবার নজর এখন কেন্দ্রের দিকে। প্রশ্ন একটাই, কেন্দ্র কী করবে? রাজ্যের সিদ্ধান্ত বিপাকেই ফেলল কেন্দ্রকে। রাজ্য যে মানবিকতা দেখাল কেন্দ্র তা দেখাতে পারছে না কেন! 
23rd  February, 2021
অপব্যবহারের সুযোগ ষোলোআনা 

বেশি আগের কথা নয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে তখন হাসপাতালে ভর্তি। তাঁর হাসপাতালে যাবার দিনগুলিতে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠত সেই খবর, ‘তিনি আর নেই।’ এই গুজব মিথ্যা প্রমাণ হতেও বেশি সময় লাগত না। ‘ভারতরত্ন’ রাষ্ট্রপতি অবশ্য একদিন সত্যি করেই ইহজগৎ ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আরও শত সহস্র উদাহরণের মতো এই ঘটনাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকটি।  
বিশদ

বিজেপির বাতিল তত্ত্ব 

ইঞ্জিন। শব্দটি যন্ত্রসভ্যতার সমবয়সি। অর্থাৎ যথেষ্ট পুরনো। বহু ব্যবহারে অনেক জিনিস মানুষের কালচারের অঙ্গ হয়ে যায়। তবু একসময় জীর্ণ মনে হয় তাকে। তখন তাকে নিয়ে বাড়তি কৌতূহল আর অবশিষ্ট থাকে না। অপরিচয়ের ভীতি যেমন থাকে, তেমনি স্বাভাবিক হল অতি পরিচয়ের অবজ্ঞা।  
বিশদ

26th  February, 2021
বাংলা আজও অগ্রণী 

জীবনের ধারণের ন্যূনতম চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এটা মানব সভ্যতার একেবারে গোড়ার ধারণা। তারপর কয়েক হাজার বছর, বহু বহু পথ পেরিয়ে এসেছে মানুষ। এই দীর্ঘ যাত্রাপথ মানুষের সংজ্ঞা এবং মানব জীবনের অর্থ বারবার বদলে দিয়েছে। 
বিশদ

25th  February, 2021
কেন্দ্রের অন্যায় অ্যাডভেঞ্চার 

ভারতে জিএসটি হল একটি পরোক্ষ কর (ইনডাইরেক্ট ট্যাক্স) বা উপভোগ কর (কনজামপশন ট্যাক্স)। পণ্য ও পরিষেবা সরবরাহ বা বিক্রির সময় সরকার ক্রেতার কাছ থেকে এটি আদায় করে থাকে। জিএসটি হল সেই ধরনের কর যা সর্বার্থসাধক (কমপ্রিহেনসিভ), বহুস্তরীয় (মাল্টিস্টেজড) এবং গন্তব্যভিত্তিক (ডেস্টিনেশন-বেসড)। রাজ্যগুলির গুটিকয়েক নিজস্ব কর বাদে দেশের প্রায় সমস্ত অপ্রত্যক্ষ করকে জিএসটির বন্ধনীতে আনা হয়েছে, তাই এটিকে কমপ্রিহেনসিভ আখ্যা দেওয়া হয়েছে। 
বিশদ

24th  February, 2021
উপযুক্ত ও দ্রুত তদন্ত হোক 

ঠিক তিন বছর আগের ঘটনা। দত্তক নেওয়ার নামে বিদেশে শিশু বিক্রি ও পাচার করার অভিযোগ ওঠে জলপাইগুড়ির একটি বেসরকারি হোমের বিরুদ্ধে। ওই ঘটনায় জড়িয়ে যায় বিজেপির রাজ্য মহিলা মোর্চার এক নেত্রীর নাম। 
বিশদ

22nd  February, 2021
সরকারি মঞ্চে রাজনীতি! 

দিনটা প্রতিবছর একবার আসে। ১ জানুয়ারি। ওইদিন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই থেকে বাঙালির পালাপার্বণে কল্পতরু উৎসব স্থায়ী জায়গা করে নিয়েছে। কিন্তু এই ঘোর কলিকালে নরেন্দ্র মোদি, অমিত শাহ, পীযূষ গোয়েলরা ভোট এলেই ‘রামকৃষ্ণ’ সেজে কল্পতরু হয়ে ওঠেন!  
বিশদ

21st  February, 2021
দ্বিচারিতা

ভোটের রাজনীতিতে একটি কথা বারবারই ঘুরে ফিরে আসছে। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে নাকি ‘উন্নতি’র দাবি জোরালো হবে। বিজেপির দাবি ‘ডবল ইঞ্জিন’ই একমাত্র পারে উন্নয়ন আনতে। বিশদ

20th  February, 2021
জবাব দিল পাঞ্জাব

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। গত বছরের ৯ আগস্ট লোকসভায় কৃষি বিল পেশ করা হয়। সেদিনই আপত্তি জানায় বিরোধীরা। এমনকী এনডিএ শরিকদেরও একাংশ বিলের বিরোধিতা করে। বিশদ

19th  February, 2021
অন্নদাতাদের প্রতি সম্মানের নীতি 

কোভিডের ধাক্কাটা ভারতীয় অর্থনীতির উপর পড়েছে সরাসরি। মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) সর্বকালের ভিতরে সর্বনিম্ন হয়েছিল চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২০)। মাইনাস ২৪ পার্সেন্ট। কোভিডের প্রথম দিকে বেকারত্বের হার হু হু করে বেড়ে গিয়েছিল। বিশদ

18th  February, 2021
সিএএ: একটা মতলবের নাম

হাথিকে দাঁত দিখানে কে আউর খানে কে আউর। প্রবাদটা হিন্দি ভাষার হলেও অর্থটা বাংলাভাষীদেরও কাছেও পরিষ্কার। আক্ষরিক অর্থ হল, হাতির দুই সেট দাঁত। এক সেট দিয়ে সে চিবোয় ও খায়। অন্য একটা সেট থাকে তার মুখের বাইরে, সেটা শুধু দেখানোর জন্য। বিশদ

17th  February, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

রবিবার ছিল প্রেমের দিন। ভালোবাসার দিন। আপনজনকে ‘উপহার’ দেওয়ার দিন। সরকারের সবচেয়ে আপনজন হল জনতা জনার্দন। কারণ গণতান্ত্রিক দেশে জনগণই ভোটের মাধ্যমে ঠিক করে দেয় কারা সরকার চালাবে। কেন্দ্রে এখন জনগণের ভোটে নির্বাচিত বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিশদ

16th  February, 2021
রেকর্ড বঞ্চনার শিকার বাংলা

বিশিষ্ট চিন্তাবিদ এস ওয়াজেদ আলি তাঁর ‘ভারতবর্ষ’ রচনায় লিখেছিলেন, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাঁর এই উক্তিটি নিখাদ প্রশংসাসূচক, যা বহু ব্যবহারে একটি প্রবাদবাক্যে পরিণত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, ওয়াজেদ আলি সাহেবের কথাটি এখন ইতিবাচক অর্থে ক্বচিৎ ব্যবহৃত হয়। বিশদ

15th  February, 2021
‘খেলায়’ গোহারা বামেরা

গত বৃহস্পতিবার বিকালে ঘোষণার সময়েই বোঝা গিয়েছিল খেলার ফলাফলটা কী হবে। হলও তাই। শুক্রবার সকাল ৬টা থেকে ‘খেলা হবে’ বলে বন্‌ধ সমর্থক বাম-কংগ্রেস একযোগে পথে নেমেছিল। তাদের হাতে বহু জায়গায় ঝান্ডার নীচে বড় বড় ডান্ডা ছিল। বিশদ

14th  February, 2021
খুড়োর কল

প্রত্যাশার পারদ চড়ছিল। হল পর্বতের মূষিক প্রসব! পূরণ হল না মতুয়া সম্প্রদায়ের স্বপ্ন। ভোটের ঝুলি ভরানোর উদ্দেশ্যে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ককে টার্গেট করে বৃহস্পতিবার গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন মোদি সরকারের সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। বিশদ

13th  February, 2021
বিনামূল্যে ভ্যাকসিন: অধিকার

অর্থনীতির পণ্ডিতদের হিসেবে, লকডাউনের সময় ভারতীয় অর্থনীতিতে দৈনিক ক্ষতির পরিমাণ ছিল কমবেশি ৩২ হাজার কোটি টাকা। আমরা জানি, করোনার কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন।
বিশদ

12th  February, 2021
বিশিষ্ট খেলাপিদের সম্ভ্রম রক্ষা  

ব্যাঙ্কে আমরা টাকা জমা রাখি। তার জন্য ব্যাঙ্ক আমাদের কিছু সুদ দেয়। তেমনি ব্যক্তিগত কিংবা শিল্প-ব্যবসার প্রয়োজনে বহু মানুষ ও প্রতিষ্ঠান ব্যাঙ্কের কাছে ঋণ চায়। আবেদনকারীর যোগ্যতা বিচার করে নির্দিষ্ট সুদের হারে ব্যাঙ্ক তাদের ঋণ দেয়। বিশদ

11th  February, 2021
একনজরে
পিচ নিয়ে অভিযোগ-অনুযোগ ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটমহলে। তবে জো রুটদের পিঠ বাঁচানোর জন্য তা যথেষ্ট নয়। উপ-মহাদেশের পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখেও নিজেদের দলের এমন হতশ্রী পারফরম্যান্স মেনে নিতে পারছেন না জেফ্রি বয়কট, নাসের হুসেন, মাইকেল ভনের মতো প্রাক্তন ইংরেজ ...

আগামী কাল রবিবার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি ও তৃণমূল বিরোধী শিবিরের ব্রিগেড সমাবেশ। উদ্যোক্তাদের দাবি মোতাবেক বাম, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির আইএসএফের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ...

বিধানসভা চত্বরে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। শুক্রবার হিমাচল প্রদেশের পাঁচ কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিপিন পারমার। চলতি বাজেট অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তাঁরা সাসপেন্ড থাকবেন।  ...

করোনার জেরে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলা এখনও চালু হয়নি। তবে মাস দুয়েক ধরে জেলার গ্রামীণ এলাকায় ফুটবল, ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু, ক্রীড়া সংস্থার প্রতিযোগিতা নিয়ে ক্রীড়া প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২- ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম
১৯০৮- লেখিকা লীলা মজুমদারের জন্ম
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
১৯৩৬- চিত্র পরিচালক মনমোহন দেশাইয়ের জন্ম
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৭৯ টাকা ৭৪.৫০ টাকা
পাউন্ড ১০০.৮৫ টাকা ১০৪.৩৪ টাকা
ইউরো ৮৭.৬৮ টাকা ৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ ফাল্গুন ১৪২৭, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১। পূর্ণিমা ১৯/১৯ দিবা ১/৪৭। মঘা নক্ষত্র ১৩/৬ দিবা ১১/১৮। সূর্যোদয় ৬/৩/৩৯, সূর্যাস্ত ৫/৩৫/২১। অমৃতযোগ দিবা ৯/৫৬ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৮/৩ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/১৫ গতে ১/৫৫ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২৪ মধ্যে। বারবেলা ৭/৩০ মধ্যে পুনঃ ১/১৬ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৪/৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৯ মধ্যে পুনঃ ৪/২৯ গতে উদয়াবধি।  
১৪ ফাল্গুন ১৪২৭, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১। পূর্ণিমা দিবা ২/১১। মঘা নক্ষত্র দিবা ১১/৫২। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৫/৩৫। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১১ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩২ মধ্যে ও ১/১৬ গতে ২/৪২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৩৫ মধ্যে। কালরাত্রি ৭/৯ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৫ মধ্যে।  
১৪ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল: ইস্ট বেঙ্গলকে ৬-৫ গোলে হারাল ওড়িশা এফসি 

09:33:05 PM

আইএসএল: ওড়িশা ৬-ইস্ট বেঙ্গল ৪ (৭৬ মিনিট) 

09:12:26 PM

আইএসএল: ওড়িশা ৪-ইস্ট বেঙ্গল ৩ (৬৫ মিনিট) 

09:01:02 PM

আইএসএল: ওড়িশা ৩-ইস্ট বেঙ্গল ৩ (৫৯ মিনিট) 

08:54:54 PM

আইএসএল: ওড়িশা ৩-ইস্ট বেঙ্গল ২ (৫১ মিনিট) 

08:47:54 PM

আইএসএল: ওড়িশা ১-ইস্ট বেঙ্গল ২ (হাফটাইম) 

08:33:00 PM