Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

জেলায় জোটকে ঘায়েল করতে ২০ বছর আগে কংয়ের পুস্তিকাই অস্ত্র শাসকদলের

অভিষেক পাল, বহরমপুর; ১৯৭৭ সাল থেকে ২০০৪। দীর্ঘ প্রায় সাতাশ বছরে সিপিএমের হাতে কংগ্রেস কর্মীদের খুনের ইতিহাস তুলে ধরে জোটপ্রার্থী অধীর চৌধুরীকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। হাতে গরম প্রমাণ কংগ্রেসেরই প্রকাশিত একটি পুস্তিকা। 
সালটা ২০০৪। জেলায় সিপিএমের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে গিয়ে ওই পুস্তিকা প্রকাশ করেছিল কংগ্রেস। সেটাই এখন তৃণমূলের কাছে মোক্ষম অস্ত্র। পুস্তিকার মুখবন্ধে লেখা হয়েছিল—‘কংগ্রেস দল ও তার নেতা অধীর চৌধুরীকে খুনি বলে অপপ্রচার করে সিপিএম। কিন্তু মুর্শিদাবাদ জেলায় ঘাতক সিপিএম বাহিনীর হাতে ২৭ বছরে নৃসংশভাবে শহিদ হয়ে যাওয়া কংগ্রেস কর্মীদের তালিকা কী প্রমাণ করে? সন্ত্রাস, খুন, ঘাতক বাহিনীর জন্ম দেয় ওরাই।’ পুস্তিকা প্রকাশের ২০ বছর পর সিপিএম সম্পর্কে কংগ্রেসের এই অবস্থান তুলে ধরে তৃণমূল বলতে শুরু করেছে, ‘খুনোখুনি করা দু’টি দল এবার জোট বেঁধেছে।’ সেই সঙ্গে বাম ও কংগ্রেসের  শহিদ পরিবারের কাছে গিয়ে মন বোঝারও চেষ্টা করছে তারা। স্বাভাবিক কারণেই জোট নিয়ে খানিক বিড়ম্বনায় পড়েছে সিপিএম ও কংগ্রেস। 
জানা গিয়েছে, পুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ৩০। প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে সিপিএমের সন্ত্রাসের কাহিনি। ১৯৭৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত মুর্শিদাবাদে সিপিএমের হাত খুন হওয়া ৫৯৩ জনের তালিকাও। সেখানে মৃতের নাম, বাবার নাম, গ্রাম ও থানার নামের পাশাপাশি কোন সালে খুন হয়েছেন তা উল্লেখ রয়েছে। ২০০৪ সালের পরেও জেলায় রাজনৈতিক খুনোখুনি হয়েছে। তবে ২০১১ সালে পালাবদলের পরে পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে। গত কয়েক বছরে এই জেলায় কংগ্রেসের মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে তৃণমূল। গত কয়েকটি নির্বাচনে এই জেলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং বামেদের সংঘর্ষ ও খুনোখুনির ঘটনা ঘটেছে। তবে আগের তুলনায় জেলায় রাজনৈতিক খুনোখুনি কমেছে বলেই দাবি প্রশাসনের। 
পুস্তিকার তথ্য বলছে, ডোমকলে ৭৭ জন কংগ্রেসের নেতা-কর্মী সিপিএমের হাতে খুন হয়েছেন। লালগোলায় ৪৯ জন, বেলডাঙায় ৩৪ জন, নবগ্রামে ২১ জন, ভগবানগোলায় ৩২ জন, সালারে ২৩ জন, ভরতপুরে ১০ জন খড়গ্রামে ৩৮ জন, লালবাগে ৮ জন, বড়ঞাতে ৩৭ জন, সূতিতে ১৯ জন, কান্দিতে ১ জন, সামশেরগঞ্জে তিন জন, সাগরদিঘিতে ২৪ জন, ফরাক্কায় ১৭ জন, রেজিনগরে একজন, ইসলামপুরে ৩৫ জন, হরিহরপাড়ায় ৫০ জন, রানিতলায় ৩৩ জন, নওদায় ৩২ জন, দৌলতাবাদে ২৩ জন এবং বহরমপুরে ২৫ জন খুন হয়েছেন। এই তথ্য এবার নির্বাচনী প্রচারে জোটকে ঘায়েল করতে যথেষ্ট কার্যকর দাওয়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল। 
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান বলেন, ‘আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি থাকাকালীন দেখেছি, কীভাবে সিপিএমের হাতে কংগ্রেসিরা অত্যাচারিত হয়েছেন। কংগ্রেসের নেতারা নিজেদের স্বার্থের জন্য সেসব ভুলে যেতে পারেন। কিন্তু খুন হয়ে যাওয়া কংগ্রেস কর্মীর পরিবার ভোলেননি। শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন। তাঁদের পরিবারের ভোট এবার আমরাই পাব।’
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের জোট প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘একসময় আমরা অবশ্যই সিপিএমের বিরুদ্ধে লড়েছি। আজ দেশের স্বার্থে আমরা একজোট হয়ে লড়ছি। দেশ আগে, পার্টি পরে। বামেদের সঙ্গে একসময় অনেক বিরোধ ছিল। লোকসভা নির্বাচনে বামদেরকে হারিয়ে আমি এসেছি। এটা বলতে আমার কোনও দ্বিধা নেই। তবে, আমার বিশ্বাস বামেরা কখনও সাম্প্রদায়িক শক্তিতে প্রশ্রয় দেয়নি। সেই কারণে একটা জায়গায় আমাদের মধ্যে ঐক্য ছিল, আজও রয়েছে। রাষ্ট্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে আমাদের সেই ঐক্য আজ শক্তিশালী।’ তিনি আরও বলেন, ‘বামেদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, জেল খেটেছি। অথচ, বামেদের হয়ে যাঁরা সন্ত্রাস করত, সেই হার্মাদ বাহিনী আজ তৃণমূলের ঘরের দামাত হয়েছে। তৃণমূল আগে তাদের তালিকা প্রকাশ করে মানুষকে বলুক।’
সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় বলেন, ‘তৃণমূলের লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে মানুষ জোট বেঁধেছে। এটা জনগণের জোট। সেখানে ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ দেখে লাভ নেই। বাম-কংগ্রেস জোট শহিদ পরিবারের ভোট পাবে না, এসব আজেবাজে কথা।’ 

বিজেপি ছেড়ে তৃণমূলে

এগরা বিধানসভার বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নিমকবাড় এলাকায় বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। শনিবার রাতে সেখানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা হয়। ওই সভা নিমকবাড়ের রাজবংশীপাড়ার ১৫টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়।
বিশদ

গড় শালবনীতে তৃণমূল ও বিজেপির প্রচার

রবিবার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী এলাকায় জোরকদমে প্রচার করল তৃণমূল। এদিন ওই এলাকায় শাসকদলের পদযাত্রায় প্রার্থী কালীপদ সোরেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাত সহ অন্যরা অংশ নেন।
বিশদ

বৃদ্ধার মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ, হাসপাতালে বিক্ষোভ

চিকিৎসার গাফিলতি তুলে রবিবার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত এক বৃদ্ধার পরিজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিস আসে। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম পিয়ারন বিবি (৬৫)। ঘাটাল থানার মূলগ্রামে বাড়ি।
বিশদ

মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রোধে সঠিক পদক্ষেপ করেনি কোনও সরকার, অভিযোগ স্থানীয়দের

বছর তিনেক ধরে লাগাতার গঙ্গা ভাঙনের জেরে সর্বস্বান্ত হয়েছেন মুর্শিদাবাদ জেলার বহু মানুষ। ভাঙনের করাল গ্রাসে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, জমি জায়গা থেকে গাছপালাও। রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার একে অপরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত।
বিশদ

রাত পোহালেই মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট, মোতায়েন ১৭৮ কোম্পানি বাহিনী

রাত পোহালেই মঙ্গলবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই কেন্দ্রে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৯৫০। মোট ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদ জেলার এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে।
বিশদ

কাঁথির দেউলপোতায় বধূর মৃত্যু

কাঁথি থানার দেউলপোতা এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুমিতা শীট (১৯)। রবিবার তাঁকে বাড়িতে সিলিং ফ্যান থেকে শাড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
বিশদ

উন্নয়নেই কেতুগ্রাম ও মঙ্গলকোটে বাজিমাত করতে ইচ্ছুক জোড়াফুল

উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। ২০১৮সালের পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের এমন মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল।
বিশদ

ইউসুফ জিতলেই মন্ত্রিত্ব লাভ, লক্ষ্যপূরণে মরিয়া বিধায়করা  

ইউসুফ পাঠান জিতলেই মন্ত্রীত্ব বাঁধা জেলার কোনও এক বিধায়কের। তাই আদাজল খেয়ে ঝাঁপিয়েছেন বিধায়করা। লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে আত্মমর্যাদার লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। 
বিশদ

ঝাড়গ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু

এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত তৃণমূল কর্মীর নাম সুষেণ বাস্কে (২৬)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার গজাশিমূল গ্রামে। তিনি গজাশিমূল বুথ এলাকায় তৃণমূলের যুব সভাপতি ছিলেন।
বিশদ

পাঁচ বছর এমপি নিখোঁজ, জিতলে আসবেন তো? প্রশ্নে বিদ্ধ দিলীপ

বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সামনে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। তাঁর খারাপ পারফরমেন্সের খেসারত দিতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। যেখানেই দিলীপবাবু প্রচারে যাচ্ছেন সেখানেই তাঁকে শুনতে হচ্ছে, ‘ভোটে জিতলে আপনি এলাকায় আসবেন তো?
বিশদ

মাঠে ‘টিম একাদশ’ নামলেও লড়াই ত্রিমুখী, কাঁটা বিছিয়ে আইএসএফ

নবাবি মুলুক মুর্শিদাবাদ কেন্দ্র দখলে লড়ছে ‘টিম একাদশ’! ফলে, লড়াই বেশ কঠিন। শেষ পর্যন্ত কোন টিমের ক্যাপ্টেনের মুখে হাসি ফুটবে, সেটাই এখন দেখার।
বিশদ

পায়ের তলার মাটি হারিয়েই কি এবার হিংসার আশ্রয় নিচ্ছে বিজেপি, প্রশ্ন

আরামবাগে তৃণমূল কর্মীদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। দলের কর্মী সমর্থকদের আতঙ্কিত করে তুলতে বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
বিশদ

দাসপুরে টাকা নিয়ে বেপাত্তা ডেলিভারিম্যান, গ্যাস সিলিন্ডার পাননি শতাধিক গ্রাহক
 

শতাধিক গ্রাহকের কাছ থেকে নগদ টাকা ও খালি গ্যাস সিলিন্ডার নিয়ে বেপাত্তা ডেলিভারিম্যান। ফলে দাসপুর থানার  গৌরা, দুর্গাপুর ও গোবিন্দনগর এলাকার শতাধিক গ্রাহক সমস্যায় পড়েছেন। অনেক পরিবারে রান্নার গ্যাসের অভাবে হাঁড়ি পর্যন্ত চড়ছে না।
বিশদ

শত্রুঘ্নকে জিতিয়েই আলুওয়ালিয়াকে ইতিহাস স্মরণ করাতে চান মন্ত্রী মলয়  

১৯৯৮ সালের লোকসভা ভোটের স্মৃতি এখনও টাটকা মলয় ঘটকের স্মৃতিতে। তখন রাজ্যে সদ্য মাথা তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
বিশদ

Pages: 12345

একনজরে
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে দেশে ফিরে গিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই পরিস্থিতিতে প্রত্যাশা করা হচ্ছিল চোট সারিয়ে ফিরবেন মাথিশা পাথিরানা। ...

পড়ায় মন বসছিল না। স্কুলে যেতেও ভাল লাগত না। গত ২ মে স্কুল থেকেই অজানার উদ্দেশে বেরিয়ে পড়েছিল চার শিশু। বয়স আট থেকে দশ বছর। পায়ে হেঁটে চার বন্ধু পৌঁছয় মানকর রেল স্টেশনে। ...

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অভিযোগের সংখ্যা। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার জন্য সি-ভিজিল অ্যাপে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা থেকে দু’হাজারের উপর অভিযোগ জমা পড়েছে। প্রায় সব দলই কম বেশি একে অপরের বিরুদ্ধে নালিশ করেছে বলে জানা গিয়েছে। ...

বিকেল পেরিয়ে সন্ধ্যে হয় হয়। কান্নুরের আকাশজুড়ে ছড়িয়ে লালচে আভা। কিছুটা দূরে ধুলোর কুণ্ডলি পাকিয়ে উঠেছে। একটু ভালো করে তাকাতেই বোঝা গেল, দ্রুতগতিতে একটা গাড়ি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি বিভাজনে আইনি চাপ বাড়তে পারে। কাজকর্মে যোগাযোগের অভাবে বিঘ্ন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নো-ডায়েট দিবস
১৫৪২: প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন
১৫৮৯: ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম তানসেনের মৃত্যু
১৭৩৩: প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়
১৭৭৫: ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দকুমার গ্রেফতার
১৮৪০: ইংল্যান্ডে প্রথম ডাকটিকিট চালু হল
১৮৫৬: অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের জন্ম
১৮৫৭: মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়
১৮৬১: স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরুর জন্ম
১৮৮৯: সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হল প্যারিসের আইফেল টাওয়ার
১৯১১: পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়
১৯৪০: উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন
১৯৫৩: ব্রিটিশ রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের জন্ম
১৯৮১: ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লার জন্ম
১৯৮৩: অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ গগন নারাংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৬ টাকা ৮৪.৩০ টাকা
পাউন্ড ১০২.৯৮ টাকা ১০৬.৪৩ টাকা
ইউরো ৮৮.৩১ টাকা ৯১.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  May, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  May, 2024

দিন পঞ্জিকা

২৩ বৈশাখ, ১৪৩১, সোমবার, ৬ মে ২০২৪। ত্রয়োদশী ২১/৩০ দিবা ২/৪১। রেবতী নক্ষত্র ৩১/৩৫ অপরাহ্ন ৫/৪৩। রেবতী নক্ষত্র ৩১/৩৫ অপরাহ্ন ৫/৪৩। সূর্যোদয় ৫/৪/৫৩, সূর্যাস্ত ৬/১/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৮ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/১১ গতে ২/৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৬ গতে ৫/৯ মধ্যে। বারবেলা ৬/৪২ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ২/৪৮ গতে ৪/২৫ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৩ মধ্যে। 
২৩ বৈশাখ, ১৪৩১, সোমবার, ৬ মে ২০২৪। ত্রয়োদশী দিবা ১/২। রেবতী নক্ষত্র অপরাহ্ন ৪/৩১। সূর্যোদয় ৫/৫, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৫১ গতে ৯/১ মধ্যে ও ১১/১২ গতে ২/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৮ গতে ৫/১৪ মধ্যে। কালবেলা ৬/৪৩ গতে ৮/২০ মধ্যে ও ২/৪৮ গতে ৪/২৬ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৩৪ মধ্যে। 
২৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ৫১ বলে সেঞ্চুরি সূর্যকুমার যাদবের, হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল মুম্বই

11:26:11 PM

আইপিএল: ৩০ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের, মুম্বই ১০৯/৩ (১২.২ ওভার) টার্গেট ১৭৪

10:57:36 PM

আইপিএল: মুম্বই ৯৩/৩ (১১ ওভার) টার্গেট ১৭৪

10:49:35 PM

আইপিএল: শূন্য রানে আউট নমন ধীর, মুম্বই ৩১/৩ (৪.১ ওভার) টার্গেট ১৭৪

10:14:49 PM

আইপিএল: ৪ রানে আউট রোহিত শর্মা, মুম্বই ৩১/২ (৩.২ ওভার) টার্গেট ১৭৪

10:10:53 PM

আইপিএল: ৯ রানে আউট ঈশান কিষাণ, মুম্বই ২৬/১ (১.৪ ওভার) টার্গেট ১৭৪

10:00:53 PM