Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

কোটি টাকার মাদকের
কারবার, পিছনে জঙ্গি হাত? 

সুব্রত ধর, শিলিগুড়ি: কোটি কোটি টাকার মাদক কারবারের আড়ালে জঙ্গি কার্যকলাপ? শিলিগুড়িতে মাদকের সেই প্যাকেজিং ইউনিট রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সিল করার পর এমনই অনুমান করছেন গোয়েন্দারা। তাঁদের ধারণা, দু’বছরে সেই প্যাকেজিং ইউনিট থেকে কারবার হয়েছে প্রায় ১৮ কোটি টাকার। বিপুল পরিমাণ এই অর্থ সম্ভবত হাওয়ালার মাধ্যমে পৌঁছে যাচ্ছে জঙ্গি ডেরায়। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গোয়েন্দারা। তাঁরা এখন ‘মাদক সন্ত্রাস’ নিয়ে খোঁজখবর শুরু করেছেন।
শিলিগুড়ি শহরের আশরাফ নগরে মাদকের ওই প্যাকেজিং ইউনিটের হদিশ মেলার পর গোয়েন্দাদের চোখ কপালে উঠেছে। এসটিএফ সূত্রের খবর, বাড়ি ভাড়া নিয়ে দু’বছর ধরে চলছিল মাদক কারবারের ওই ডেরা। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১৭ লক্ষ ২৫ হাজার ১৮০ টাকা। এতে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট রয়েছে। তা এক সপ্তাহে মাদক বিক্রির লভ্যাংশ বলেই জানা গিয়েছে।
এ নিয়ে গোয়েন্দাদের ধারণা, ওই ইউনিট সপ্তাহে এত টাকার ব্যবসা করলে দু’বছরে তা হবে ১৮ কোটি টাকার আশপাশে। বিপুল পরিমাণ এই অর্থ হয়তো জঙ্গি কার্যকলাপে ব্যবহার হচ্ছে। এখান থেকে ওই অর্থ উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদি শক্তি কিংবা মালদহ ও মুর্শিদাবাদ জেলায় থাকা জঙ্গি সংগঠনের স্লিপার সেলের কাছে চলে যাচ্ছে। এমনকী বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা ভারত বিরোধী জঙ্গি সংগঠনের কাছেও ওই অর্থ পৌঁছতে পারে হাওয়ালার মাধ্যমে।
এসটিএফের উত্তরবঙ্গের ডিএসপি সুদীপ ভট্টাচার্য অবশ্য বলেন, মাদকের ওই প্যাকেজিং ইউনিট থেকে বাজেয়াপ্ত অর্থ কোথায়, কীভাবে কাজে লাগানো হতো, তা স্পষ্ট নয়। তদন্তে ঘটনার সমস্ত দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
শুধু শিলিগুড়ি নয়, সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং পাহাড় এবং সিকিমের যোগসূত্র মিলেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। এসটিএফ সূত্রের খবর, মালদহ ও মুর্শিদাবাদ থেকে সড়কপথে এখানে আনা হতো হেরোইন। এখানে তা বিভিন্ন ওজনের প্যাকেটে ভরা হতো। এরপর সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্যাকেটগুলি চালান করা হতো।
এ নিয়ে গোয়েন্দাদের বক্তব্য, অনেকদিন আগেই আমদানি হয়েছে ‘নারকো টেরোরিজম’-এর। অর্থাৎ মাদক কারবার থেকে অর্জিত অর্থ দিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি-বারুদ, বোমা সংগ্রহ করাই জঙ্গিদের উদ্দেশ্য ছিল। সংশ্লিষ্ট প্যাকেজিং ইউনিটের সঙ্গে মুর্শিদাবাদ জেলার লালগোলা ও রঘুনাথগঞ্জের সংস্রব মেলায় নারকো টেরোরিজমের সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ, ওই জায়গাগুলি থেকে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের যোগাযোগ মিলেছে। এসটিএফের অফিসাররা জানান, এ ব্যাপারে খোঁজখবর চলছে। তবে মুর্শিদাবাদের লালগোলা, রঘুনাথগঞ্জ, মালদহের কালিয়াচক, বৈষ্ণবননগর প্রভৃতি এলাকায় মাদক কারবারের দীর্ঘদিন ধরেই রমরমা। আফিম চাষ থেকে হেরোইন প্রস্তুত, সবই ওই এলাকাগুলিতে হয়।
প্রসঙ্গত, ১৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকায় হেরোইন প্রস্তুতের কারখানায় হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃতদের জেরা করেই এসটিএফ শিলিগুড়ির প্যাকেজিং ইউনিট সিল করে দেয়। এসটিএফের এক অফিসারের বক্তব্য, রঘুনাথগঞ্জের কারখানা ও শিলিগুড়ির প্যাকেজিং ইউনিটের সঙ্গে ছয় থেকে সাতজন জড়িত। অভিযুক্তদের মধ্যে তিনজন ধরা পড়েছে। বাকিদের খোঁজ চলছে। পলাতকদের মধ্যে একজন মহিলাও রয়েছে। এদিকে, শিলিগুড়িতে ওই প্যাকেজিং ইউনিটের হদিশ মেলার পর পুলিস ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, শিলিগুড়িতে যে কায়দায় বাড়ি ভাড়া নিয়ে ওই ইউনিট গড়া হয়েছিল তা উদ্বেগের। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য পুলিস, পুরসভা ও প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।  প্রতীকী চিত্র  

একদিনে শিলিগুড়িতে ৮০০ বুথে লাগানো
হল তৃণমূলের ৮০ হাজার দলীয় পতাকা 

ঘাসফুলের ঝান্ডায় মোড়া হল শিলিগুড়ি মহকুমা। রবিবার মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ৮০০ বুথে ৮০ হাজার দলীয় ঝান্ডা লাগায় তৃণমূল কংগ্রেস। শুধু শিলিগুড়ি মহকুমা নয়, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও এই কর্মসূচি পালন করা হয়। 
বিশদ

সাপ্টিবাড়িতে ফের চিতাবাঘের
আতঙ্ক, খাঁচা পাতল বনদপ্তর 

সংবাদদাতা, ময়নাগুড়ি: ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল ময়নাগুড়িতে। শনিবার একটি চিতাবাঘ ধরা পড়ার পর রবিবারও ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিস ও বনকর্মীরা।  
বিশদ

ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই জয়ী
সেতুর উদ্বোধনের অপেক্ষায় মেখলিগঞ্জ 

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে ওই সময়ে তাঁর হাত ধরেই মেখলিগঞ্জের তিস্তা নদীর উপর নবনির্মিত জয়ী সেতুর উদ্বোধন হতে পারে। এ নিয়ে প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। 
বিশদ

ব্যাঙ্ক, এটিএমে লুটের ছক
বাংলাদেশি দুষ্কৃতীদের 

বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতে অনুপ্রবেশ করে ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে লুটের টার্গেট করছে। এরাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ওই চক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।  
বিশদ

ধানের পরিবর্তে গরম
জিলিপি থেকে শীতের জামা 

অনলাইন পেমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বহুদূরে। এখনও ‘ধানের বদলে গরম জিলিপি নেবে গো’ বলে গ্রামের রাস্তা ধরে হেঁকে যান ফেরিওয়ালারা। ২৫০ গ্রাম গরমাগরম জিলিপির বদলে দিতে হবে এক কেজি ধান। 
বিশদ

আগামী মাসে জেলায়
আসতে পারেন নাড্ডা  

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সূচনা করতে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ওই কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যেই কমিটি তৈরি হয়ে গিয়েছে।  
বিশদ

‘রাস্তা দিন, ভোট নিন’,
ফ্লেক্স নিয়ে মিছিল শহরে 

‘রাস্তা দিন, ভোট নিন’ লেখা ফ্লেক্স হাতে নিয়ে রবিবার জলপাইগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের একাংশ বাসিন্দা মিছিল করেন। রাস্তা সংস্কার করা না হলে আগামী বিধানসভা ভোট বয়কটের ডাক দেওয়া হয় মিছিল থেকে।  
বিশদ

স্বাস্থ্যসাথীর ছবি তোলানো নিয়ে বিভ্রান্তি,
ভুল মাইকিংয়ের জন্য ব্লক অফিসে বিক্ষোভ 

ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের হাজারখানেক বাসিন্দা রবিবার সকালে বালুরঘাট বিডিও অফিসে জড়ো হয়েছিলেন স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলাতে। তাঁদের দাবি, এলাকায় মাইকিং করে জানানো হয়েছে, এদিনই কার্ডের জন্য ছবি তোলানোর শেষ দিন। 
বিশদ

বারবার জেল সত্ত্বেও দমানো যায়নি
বেআইনি অস্ত্র কারবারি হুমায়ুনকে 

এর আগেও বেআইনি অস্ত্র তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছে হুমায়ুন শেখ। একাধিকবার জেলে গেলেও দমানো যায়নি তাকে। জেল থেকে বেরিয়েই আবার শুরু করেছে ব্যবসা। এমনকি নিজের প্রতিবেশীদেরও জড়িয়ে নিয়েছে অস্ত্র ব্যবসায়।  
বিশদ

বার্ড ফ্লু’র আতঙ্কের জেরে
বালুরঘাটে ‘সস্তা’ চিকেন 

বালুরঘাটে বার্ড ফ্লুর ভয়ে চাহিদা কমে গিয়েছে মুরগির মাংসের। সেই চাপে পড়ে দামও কমেছে খানিকটা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এমনিতে এই সময় পিকনিক ও বিয়েবাড়ি লেগেই থাকে। অন্যান্য বছর তাই এই সময়ে চাহিদা বেশি থাকে মুরগির মাংসের।  
বিশদ

বালাপুর থেকে সন্ধ্যাপুকুর যাওয়ার মূল
রাস্তা বেহাল, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা 

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের বালাপুর মোড় থেকে সীমান্তবর্তী গ্রাম সন্ধ্যাপুকুর যাওয়ার পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন আগে রাস্তাটি তৈরি করা হলেও সেটির সংস্কারের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি।  
বিশদ

জিটিএ’র অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ
করার আর্জি, মুখ্যমন্ত্রীকে চিঠি বিনয়ের 

সংবাদদাতা, দার্জিলিং: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ’র অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান। ভোটের মুখে জিটিএ কর্মীদের স্থায়ী করা হলে আখেরে তার ফসল ঘরে তোলা যাবে বলে মনে করছে পাহাড়ের রাজনৈতিক মহল।  
বিশদ

রায়গঞ্জে বিজেপিতে যোগ দিলেন
তৃণমূলের জেলা কমিটির ‘বহিষ্কৃত’ সদস্য 

সংবাদদাতা, ইসলামপুর: রবিবার রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব মাঠে যোগদান সভার আয়োজন করে বিজেপি। এদিনের সভায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী ওরফে রিঙ্কু আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলেন।  
বিশদ

মালদহ বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে
গ্রন্থাগার মন্ত্রীর হাতে স্মরণিকা প্রকাশ 

সংবাদদাতা, মালদহ: শেষ হল ৩২তম মালদহ জেলা বইমেলা। রবিবার সন্ধ্যায় শেষদিনে, বইমেলার মূল মঞ্চে স্মরণিকা প্রকাশ করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, দুই অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা ও বিশ্বজিৎ বারিক, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস ও সুমালা আগরওয়ালা সহ বিশিষ্টজনেরা।  
বিশদ

Pages: 12345

একনজরে
সামনেই বিধানসভা নির্বাচন অসমে। সেদিকে লক্ষ্য রেখে সুর চড়াচ্ছে বিজেপি। শনিবার শিবসাগরে ভূমিহীনদের হাতে জমির পাট্টা তুলে দেন নরেন্দ্র মোদি। রবিবার সভা করলেন অমিত শাহ। ...

কাঠ-কয়লা বা স্টোভ জ্বালিয়ে শিশুদের জন্য রান্না করার দিন শেষ হতে চলেছে। এবার রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজির মাধ্যমে খাবার তৈরি করতে হবে কর্মী-সহায়িকাদের। এই মর্মে ...

আবারও একটা বাজেট আসতে চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে সব রেল প্রকল্প ঘোষণা করেছিলেন, সেগুলির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। যেমন ডায়মন্ডহারবারের গুরুদাসনগর থেকে ...

করোনা রিপোর্ট পজিটিভ হলেই মিলবে কড়কড়ে ৫০০ পাউন্ড। কোভিড পরীক্ষা নিয়ে অনীহা কাটাতে এমন সিদ্ধান্ত নিচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসন সরকার। সম্প্রতি লন্ডনের একটি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মলাভের যোগ আছে। ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বুদ্ধিমত্তার জন্য প্রশংসা জুটবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় ভোটদাতা দিবস
১৮২৪ - কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম
১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম
১৮৭১ - জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন
১৮৫৬: সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম
১৮৭৪: ইংরেজ লেখক সামারসেট মমের জন্ম 
১৮৯৯ - প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু
১৯১৫ - আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে
১৯৪২ - প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিওর জন্ম
১৯৪৮ - সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন
১৯৫০ - ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়
১৯৫৪ - ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু
১৯৫৭ - আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২২ টাকা ৭৩.৯৩ টাকা
পাউন্ড ৯৮.৫১ টাকা ১০১.৯৯ টাকা
ইউরো ৮৭.৩৯ টাকা ৯০.৫৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2021

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৭, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, দ্বাদশী ৪৫/৮ রাত্রি ১২/২৫। মৃগশিরা নক্ষত্র ৪৮/৫৫ রাত্রি ১/৫৬। সূর্যোদয় ৬/২১/৫৮, সূর্যাস্ত ৫/১৬/২। অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫৩ মধ্যে। রাত্রি ৬/৭ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১১/২২ গতে ২/৫২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪ গতে ৪/৩০ মধ্যে। বারবেলা ৭/৪৩ গতে ৯/৫ মধ্যে পুনঃ ২/৩২ গতে ৩/৫৪ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৪৯ মধ্যে। 
১১ মাঘ ১৪২৭, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, দ্বাদশী রাত্রি ১১/১৮। মৃগশিরা নক্ষত্র ১/২৫। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৫। অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ১০/৪৪ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৬/১৪ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/২৫ গতে ২/৫২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৩৮ মধ্যে। কালবেলা ৭/৪৬ গতে ৯/৭ মধ্যে ও ২/৩২ গতে ৩/৫৪ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৫০ মধ্যে। 
১১ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন শিল্পী নারায়ণ দেবনাথ

10:00:53 PM

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মৌমা দাস

09:55:01 PM

আইএসএল: মুম্বই সিটি এফসি ও চেন্নাই এফসি-র ম্যাচটি ১:১ গোলে ড্র

09:43:06 PM

আইএসএল: মুম্বই সিটি এফসি ১ (২১ মিনিট) -চেন্নাই এফসি ১ (৭৬ মিনিট)

09:24:17 PM

অসুস্থ সমবায় মন্ত্রী  অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়

04:22:06 PM

৫৩১ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:46 PM