Bartaman Patrika
বিদেশ
 

 সেনা নামিয়ে বিক্ষোভ
‘ঠান্ডা’ করার হুমকি ট্রাম্পের
প্রতিবাদ সত্য নাদেলা, ইন্দ্রা নুয়ি, জর্জ ক্লুনির

ওয়াশিংটন, ২ জুন: ‘আমার দম বন্ধ হয়ে আসছে’। ‘কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’। জোড়া স্লোগানে বিক্ষোভ অব্যাহত আমেরিকায়। হোয়াইট হাউসের দোরগোড়ায় বিক্ষোভ চলে আসায় বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আগল ছেড়ে ফের চেনা মেজাজে মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। ভাষণের ছত্রে ছত্রে হুমকি। বললেন, প্রদেশগুলি শান্তি ফেরাতে ব্যর্থ হলে সেনা নামাবেন তিনি। নিমেষে ‘ঠান্ডা’ করে দেবেন সব কিছু। রক্তপাত, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ শান্তিপূর্ণ আন্দোলন নয়। এসব নৈরাজ্য। দেশের অন্দরে জঙ্গিপনা। প্রেসিডেন্ট হিসেবে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা তাঁর দায়িত্ব। ট্রাম্পের প্রতিশ্রুতি, নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জের পরিবার সুবিচার পাবে। মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভ গিয়ে পড়েছে বিভিন্ন প্রদেশের গভর্নরের উপরও। তাঁদের ‘দুর্বল’ বলে কটাক্ষ করেছেন তিনি। ঘটনাচক্রে, ট্রাম্প বক্তব্য রাখার আগেও কাছের একটি পার্কে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। অভিযোগ, পুলিস সেখানে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে। পরে ওই এলাকায় গিয়ে ছবিও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। অগ্নিসংযোগের মুখে পড়া একটি ঐতিহাসিক গির্জাতেও যান তিনি। যা নিয়ে ট্রাম্পের সমালোচনায় সরব আসন্ন ভোটে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বিডেন। তাঁর কটাক্ষ, নিছক ছবি তুলবেন বলে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস, রাবার বুলেটের ব্যবহার করেছেন ট্রাম্প।
এদিকে, আমেরিকার রাস্তায় এদিনও বিক্ষোভে শামিল হাজার হাজার বিক্ষোভকারী। ১৫০টিরও বেশি শহরে কার্ফু। জরুরি অবস্থা জারি করা হয়েছে অন্তত ছ’টি প্রদেশে। দেশজুড়ে রাস্তায় ন্যাশনাল গার্ডের ৬৭ হাজার কর্মী। ৪ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার। হিংসার খবর আসছে প্রায় সব বড় শহর থেকেই।
মার্কিন মুলুকের এই অশান্তির আবহে শান্তির বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেস। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আর্জি জানালেন তিনি। পাশাপাশি মার্কিন প্রশাসনের কাছে তাঁর আর্জি, শান্তি ফেরানোর কাজে যেন সংযম বজায় থাকে। ‘মাইক্রোসফটে’র সিইও সত্য নাদেলা বলেন, সমাজে ঘৃণা ও বিদ্বেষের কোনও স্থান নেই। কৃষ্ণাঙ্গ ও আফ্রিকান-আমেরিকান মানুষের পাশে রয়েছেন তিনি। ‘পেপসিকো’র প্রাক্তন সিইও ইন্দ্রা নুয়ি বলেন, সব কিছুর জন্য দায়ী বর্ণবিদ্বেষ। এর যন্ত্রণা কতটা, তা বোঝার দায়িত্ব প্রত্যেকেরই। প্রত্যেকের ভূমিকা নেওয়া প্রয়োজন। বর্ণবিদ্বেষ সবচেয়ে বড় মহামারী বলে মন্তব্য করেছেন হলিউডের তারকা অভিনেতা জর্জ ক্লুনি। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন আটলান্টার কৃষ্ণাঙ্গ মহিলা মেয়র। তাঁর বক্তব্য, আমি চার সন্তানের মা। জর্জের মৃত্যুর ঘটনা একজন মা হিসেবে আমাকে কষ্ট দিয়েছে। প্রতিবাদে মুখর হয়েছেন ইন্দো-মার্কিন চিকিৎসকদের একটা অংশও।
এদিকে, ট্রাম্পের বিভিন্ন হিংসাত্মক পোস্ট নিয়ে তেমন চড়া সুরে প্রতিবাদ করা হচ্ছে না বলে সিইও মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুকের একদল কর্মী। প্রতিবাদ হিসেবে সোমবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ডেস্ক ছেড়ে উঠে যান তাঁরা। ট্যুইট করেও প্রতিবাদ জানান তাঁরা।

চীনা আগ্রাসনের বিরুদ্ধে
ভারতের পাশে আমেরিকা
মোদি-ট্রাম্প কথা

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ২ জুন: চীনকে সতর্ক করে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিল আমেরিকা। মঙ্গলবার রাতেই হটলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। 
বিশদ

দক্ষিণ ও মধ্য আমেরিকায় বাড়তে
পারে করোনা, সতর্কবার্তা দিল হু

নয়াদিল্লি, ২ জুন: করোনা ভাইরাসে ফের মৃত্যু চীনে। এবার এই মারণ ভাইরাসের বলি হলেন উহানের চিকিৎসক হু ওয়েফেং। যে চিকিৎসক করোনা নিয়ে সবার আগে গোটা বিশ্বকে সতর্ক করেছিলেন সেই লি ওয়েনলিয়াংয়ের সহকারী ছিলেন উহান সেন্ট্রাল হাসপাতালের ইউরোলজিস্ট ওয়েফেং।
বিশদ

শ্বাসরোধেই মৃত্যু ফ্লয়েডের,
রিপোর্ট পারিবারিক অটপ্সিতে

মিনিয়াপোলিস, ২ জুন (এপি): জর্জ ফ্লয়েডকে কাবু করতে হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিস আধিকারিক। তাতেই কৃষ্ণাঙ্গ ওই যুবকের মাথায় রক্ত সঞ্চালন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই পুলিসকর্মীর হাঁটুর চাপে তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
বিশদ

মাস্ক ও চোখের নিরাপত্তা নিয়ে
সতর্কবাণী কানাডার গবেষকদের

টরেন্টো, ২ জুন (পিটিআই): সংক্রমণ রুখতে মাস্ক ও চোখের নিরাপত্তার উপর জোর দিলেন কানাডার গবেষকরা। ‘দি ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকরা দাবি করেছেন, দু’জনের মধ্যে অন্তত দু’মিটার বা তারও বেশি দূরত্ব বজায় থাকলে সংক্রমণ এড়ানো যেতে পারে।
বিশদ

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে নির্বাচন ১৭ই

রাষ্ট্রসঙ্ঘ, ২ জুন (পিটিআই): রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য পদের জন্য আগামী ১৭ জুন ভোট গ্রহণ করা হবে। সোমবার এই ভোটাভুটির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
বিশদ

আক্রান্ত বাড়লেও রাশিয়ায় শিথিল লকডাউন
অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক
হওয়ার পথে একাধিক দেশ

নয়াদিল্লি, ১ জুন: করোনার প্রকোপে ধুঁকছে সাম্বার দেশ ব্রাজিল। প্রথম স্থানাধিকারী আমেরিকার পর আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৪০৯ জনের শরীরে সংক্রমণের অস্তিত্ব মেলায় সে দেশের মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৮৪৯।
বিশদ

02nd  June, 2020
 সামাজিক দূরত্ব বজায় রাখতে তৈরি
হল শিং বিশিষ্ট টুপি, ইয়াবড় জুতো

ট্রান্সেলভেনিয়া (রোমানিয়া) ও প্যারিস, ১ জুন: কোভিডকে ঠান্ডা করতে কতই না চেষ্টা! লকডাউন, সমাজিক দূরত্ববিধি, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার‑আরও কতকিছু! অন্তত, টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই রকম কত শত চেষ্টা যে চলবে তার কোনও ইয়ত্তা নেই।
বিশদ

02nd  June, 2020
আমেরিকা জ্বলছেই, স্ত্রী ও পুত্রকে
নিয়ে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে ট্রাম্প

ওয়াশিংটন, ১ জুন: শ্বেতাঙ্গ পুলিসের অত্যাচারে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের আগুন অব্যাহত। রণক্ষেত্র গোটা আমেরিকা। প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল হোয়াইট হাউসের সামনেও। অশান্তির সূত্রপাত হোয়াইট হাউসের পাশের একটি পার্কে।
বিশদ

02nd  June, 2020
সীমান্তে চীনা যুদ্ধবিমান, সেনা
ও রসদ পাঠিয়ে তৈরি ভারতও

  সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১ জুন: লাদাখ সীমান্তে চীনের ফাইটার জেট চক্কর কাটছে। গত দু’দিন ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে চীন আকাশপথে যুদ্ধ বিমানের এই অতিসক্রিয়তা বজায় রেখে ভারতের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে।
বিশদ

02nd  June, 2020
 চীন নির্ভরতা কাটালে হু’তে ফের যোগ
দেওয়ার কথা ভাবব, জানাল আমেরিকা

  ওয়াশিংটন, ১ জুন (পিটিআই): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক অব্যাহত। চীনের প্রতি পক্ষপাতিত্বের কারণেই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তারা বেরিয়ে গিয়েছে, রবিবার তা আরও স্পষ্ট করে দিল ওয়াশিংটন।
বিশদ

02nd  June, 2020
 লন্ডনের ক্যাফেতে নাতনিদের সঙ্গে শরিফ, দেশে ফেরানোর দাবি

  লন্ডন, ১ জুন: লন্ডনে রাস্তার ধারে একটি ক্যাফেতে নাতনিদের সঙ্গে চা খাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। করোনা আতঙ্কের মধ্যেও তাঁর মুখে মাস্ক নেই। নীল সালোয়ার কামিজ ও টুপি পরা নওয়াজকে ছবিতে বেশ চনমনে দেখিয়েছে।
বিশদ

02nd  June, 2020
ব্রাজিলকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাল আমেরিকা

  ওয়াশিংটন, ১ জুন: করোনা চিকিৎসায় ব্রাজিলকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, করোনা প্রতিরোধ ও তার চিকিৎসায় লাতিন আমেরিকার দেশটিকে হাইড্রক্সিক্লোরোকুইনের ২০ লক্ষ ডোজ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশদ

02nd  June, 2020
 নেপালে বাস দুর্ঘটনা, মৃত ১১

  কাঠমাণ্ডু, ১ জুন (পিটিআই): নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন যাত্রী। আহতের সংখ্যা ২২। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভারতে আটকে পড়া প্রায় ৩০ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস নেপালের উদ্দেশে রওনা হয়। বিশদ

02nd  June, 2020
বিশ্বজুড়ে করোনার
বলি ৩ লক্ষ ৭০ হাজার

 ইসলামাবাদ, ৩১ মে: বিশ্বজুড়ে করোনার সংক্রমণে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লক্ষ ছাড়িয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যাও ৩ লক্ষ ৭০ হাজার ছুঁয়েছে। দেশের নিরিখে আমেরিকাতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। এপর্যন্ত মার্কিন মুলুকে সংক্রমিত হয়েছে ১৮ লক্ষ ১৬ হাজার এবং প্রাণ হারিয়েছে প্রায় ১ লক্ষ ৫ হাজার মানুষ। বিশদ

01st  June, 2020

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, পূর্বস্থলী: গত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছ নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন বাজারে কার্যত অমিল শশা। এর ফলে পূর্বস্থলীর বিভিন্ন পাইকারি বাজারে ক্রমশ চড়ছে শশার ...

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া-ধর্মতলা বাস সার্ভিস চালু করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। আজ, বুধবার থেকে ওই নতুন বাস সার্ভিস চালু হবে। সকালে চুঁচুড়ার ঘড়িমোড় থেকে দু’টি বাস ছাড়বে। আবার বিকেলে ধর্মতলা থেকে দু’টি বাস চুঁচুড়ার উদ্দেশে ছাড়বে। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে প্রথম পর্যায়ে ১৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য কৃষি দপ্তর। মোট ৯টি জেলার জন্য এই টাকা দেওয়া হচ্ছে। প্রতি জেলায় কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টরের (প্রশাসন) কাছে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়ার ...

 তুরিন, ২ জুন: করোনার ধাক্কা সামলে ইউরোপের বাকি দেশগুলির মতো ইতালিও লিগ শুরুর কথা আগেই ঘোষণা করেছিল। ঠিক ছিল, ১৩ জুন মাঠে বল গড়াবে। তবে শেষ পর্যন্ত তা পিছিয়ে ২০ জুন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চূড়ান্ত সূচি জানিয়ে দিল সিরি-এ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা, বাহন ক্রয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের বিদ্যা শিক্ষায় সংশয় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম,
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু,
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মোহাম্মদ আলীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৪ টাকা ৭৬.০৬ টাকা
পাউন্ড ৯২.৭৪ টাকা ৯৬.০৬ টাকা
ইউরো ৮২.৪৮ টাকা ৮৫.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী ১০/২৫ দিবা ৯/৬। স্বাতী নক্ষত্র ৩৯/২৯ রাত্রি ৮/৪৩। সূর্যোদয় ৪/৫৫/২১, সূর্যাস্ত ৬/১৩/৪৫। অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৭ গতে ৫/২০ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী দিবা ৭/২০। স্বাতী নক্ষত্র রাত্রি৭/৪৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৭/৩৬ গতে ১১/১১ মধ্যে ও ১/৫৩ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৯/৫৩ মধ্যে ও ১১/৫৯ গতে ১/২৪ মধ্যে। কালবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১৫ মধ্যে। কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে।
১০ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। বৃষ: প্রেমে সাফল্য, ব্যবসায় নতুন সুযোগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব সাইকেল দিবস১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম১৯১৯: ...বিশদ

07:03:20 PM

নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫১৩
নয়াদিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫১৩ জনের শরীরে ...বিশদ

09:37:03 PM

রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৪০
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:23:00 PM

পাকিস্তানে একদিনে করোনা আক্রান্ত ৪,০৬৫ ও মৃত ৬৭ 
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ ...বিশদ

07:40:47 PM

কেরালায় একদিনে করোনা আক্রান্ত ৮২ 
গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হল আরও ৮২ ...বিশদ

07:29:31 PM