একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
প্রথম ঘটনাটি ঘটে পশ্চিম জেলার সিধাই মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে। সেখানে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে জখম ১১ জন। তাদের মধ্যে দু’জন পড়ুয়া। তাদের শারিরীক অবস্থা সঙ্কটজনক। গুরুতর জখম আরও চার যাত্রী। গাড়ির মধ্যে থাকা জেনারেটরে যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। অন্য দুর্ঘটনাটি ঘটে সিপাহিজলা জেলার বিশালগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ একটি গাড়ি খাদে পড়ে গেলে জখম হন ১৭ জন। দমকলকর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করেন। আহতরা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।