Bartaman Patrika
রাজ্য
 

কলকাতা ও শহরতলিতে স্বাভাবিক হচ্ছে জল-বিদ্যুৎ সরবরাহ
ছন্দে ফেরার লড়াই ঝড় বিধ্বস্ত বাংলার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধ্বংসী ঘূর্ণিঝড় উম-পুনের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কলকাতা সহ গোটা রাজ্য। ফিরছে বিদ্যুৎ, জল সহ অন্যান্য পরিষেবা। কলকাতায় গাছ কেটে রাস্তা সাফ করছে সেনা, শুরু হচ্ছে যান চলাচল। গত বুধবারের সেই মহাপ্রলয়ে একদিকে বাংলার গ্রামের পর গ্রামজুড়ে কাঁচাবাড়ি ধূলিসাৎ, সব হারিয়ে নিরাশ্রয় মানুষ আর অন্যদিকে শহরে বিদ্যুৎ, জল না থাকায় চরম ভোগান্তি। সেই জায়গা থেকে যতটা দ্রুত সম্ভব রাজ্যকে ছন্দে ফেরানোই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ। সেই ঘুরে দাঁড়ানোর কাজই চলছে যুদ্ধকালীন তৎপরতায়। গতকালই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। বলেছিলেন, একটু ধৈর্য ধরুন। তারপর রাতে নিজেই ছুটে যান বিদ্যুৎ সংস্থার কন্ট্রোলরুমে। পাশাপাশি, পুরসভা এবং সরকারি দপ্তরগুলিকেও নির্দেশ দেন, অসহায় মানুষকে উদ্ধার করার কাজে সক্রিয় হতে। সেই নির্দেশ মেনেই বাংলাকে দ্রুত ছন্দে ফেরানোর লড়াই শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের এক শীর্ষ আমলার কথায়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশকে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। কারণ উম-পুনের তাণ্ডবে তা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু বাকি এলাকার বাসিন্দারা দু’তিনদিনের মধ্যেই স্বাভাবিক পরিষেবা পাবেন। নবান্নের শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে, অত্যন্ত কম কাজের লোক থাকা সত্ত্বেও এদিন কলকাতার অধিকাংশ জায়গায় পড়ে থাকা গাছ কেটে ফেলা হয়েছে। তবে বিপর্যয় এবং লকডাউনের কারণে ট্রাক জোগাড়ে দেরি হচ্ছে। মঙ্গলবারের মধ্যেই সেই সমস্যা মিটিয়ে গাছ সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ওড়িশা থেকে ৩০টি বিপর্যয় মোকাবিলা টিম রাজ্যে এসে গিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সিইএসসির ২০টি দল নিরন্তর কাজ করে চলেছে। আর এই সবেতেই নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই রাজ্যের আবেদনে সায় দিয়ে কলকাতা এবং শহরতলি জুড়ে ঝড়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজে নেমেছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন অংশে পরিস্থিতি একটু একটু করে ঠিক করতে কলকাতা পুরসভাও এলাকায় এলাকায় পাম্প চালু করে জল নিষ্কাশন শুরু করেছে। পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে ছ’টি পাম্পিং স্টেশনে বসানো হয়েছে জেনারেটর। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, বাংলাকে ছন্দে ফেরানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী সবরকমভাবে উদ্যোগী হয়েছেন। কিন্তু এমন ভয়ঙ্কর দুর্যোগ আগে বড় একটা দেখা যায়নি। তাই সময় লাগছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এদিন স্বরাষ্ট্রদপ্তরের তরফে দু’দফায় ট্যুইট বার্তায় জানানো হয়, সিইএসসি’র দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার দুপুরের মধ্যে শহরের বহু এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক সল্টলেক ও নিউটাউনেও। সিইএসসি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, লোকবলের অভাবে সর্বত্র বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ায় একটু বিলম্ব হয়েছে, তবে সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও অত্যন্ত সক্রিয়। সেই কারণে বহু এলাকায় দ্রুত বিদ্যুৎ চালু করা গিয়েছে।
এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, সিএসসি কর্তৃপক্ষের সঙ্গে এদিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়। সিইএসসি’র তরফে জানানো হয়েছে, শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে এসেছে। একইরকমভাবে বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকেও মুখ্যসচিবকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৎপরতার সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ঘূর্ণিঝড়ের জন্য শুধু হাজার হাজার গাছই উল্টে পড়েনি, বৈদ্যুতিক বাতিস্তম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জন্য মোট ২৭৩টি সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে প্রায় ২১৫টি মেরামত করা সম্ভব হয়েছে। বাকিগুলিও দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
পাশাপাশি সেনাসূত্রে খবর, রবিবার সকাল থেকে সেনা ও এনডিআরএফের সহযোগিতায় বেহালা, টালিগঞ্জ, সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, বালিগঞ্জ, বিধাননগর সহ শহরের বেশ কিছু এলাকায় ভেঙে পড়া বড় বড় গাছ কেটে সরানো গিয়েছে। ফলে যান চলাচলও শুরু হয়েছে। কলকাতা পুরসভার প্রায় ১৭ হাজার কর্মী রাস্তায় নেমে পড়েছেন পরিষেবা দিতে। জঞ্জাল সাফাই থেকে পানীয় জল, সবকিছুই সুষ্ঠভাবে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে তাঁরা ব্যাপকভাবে কাজ শুরু করেছেন।
 দুর্যোগের পর বন্দি চার দিন। পূর্ণ দাস রোডে।- নিজস্ব চিত্র 

25th  May, 2020
ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার
টাকা একশো শতাংশ নিশ্চিত করা হবে
মন্তব্য জেলাশাসকের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উম-পুনে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার টাকা পেতে কোনও সমস্যা হবে না। তার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবন থেকে প্রায় ৩০০ বিভাগীয় কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ওই বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।
বিশদ

28th  May, 2020
রাজ্যে ৪ হাজার ছাড়াল মোট আক্রান্ত 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২৪ ঘণ্টায় ১৯৩ জন করোনায় আক্রান্ত হলেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি ছাড়িয়ে হল ৪,০০৯। সক্রিয় আক্রান্ত বেড়ে হয়েছে ২,২৪০। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও পাঁচজনের নাম।   বিশদ

27th  May, 2020
আজ থেকে রাজ্যের মধ্যে
সরকারি দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার থেকে রাজ্যের মধ্যে দূরপাল্লার সরকারি বাস চলাচল শুরু হচ্ছে। পরিবহণ দপ্তর জানিয়েছে, লকডাউনের আগের তুলনায় অনেক কম রুট দিয়েই পরিষেবার সূচনা হচ্ছে। কারণ, প্রতিটি বাসেই সামাজিক দূরত্ববিধি মেনে পরিষেবা দেওয়া হবে। নিয়মিত জীবাণুমুক্ত করা হবে বাস। বিশদ

27th  May, 2020
ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ‘নিসর্গ’র সঙ্গে সম্পর্ক নেই
আতঙ্ক কাটাল আবহাওয়া দপ্তর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা জিইয়ে রাখল আলিপুর আবহাওয়া দপ্তর। হতে পারে কালবৈশাখীও। সপ্তাহের শেষের দিকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।   বিশদ

27th  May, 2020
শহরে সরবরাহ ফেরাতে সিইএসসিকে চাপ নবান্নর
যুদ্ধকালীন তৎপরতা গ্রামে, প্রধান বাধা জমে থাকা জল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৯০ শতাংশ পুর এলাকাতেই মঙ্গলবার বিদ্যুৎ এসে গিয়েছে। গ্রামে অবশ্য এখনও কিছু কাজ বাকি। সেই বাকি অংশে স্বাভাবিক অবস্থা ফেরাতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। এ কাজে গ্রামে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, জমে থাকা জল। পাশাপাশি, কলকাতাকে দ্রুত স্বাভাবিক করতে সিইএসসি’র উপর প্রবল চাপ তৈরি করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় উম-পুন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ, পানীয় জল, টেলিযোগাযোগসহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে বলেও জানানো হয়েছে।  
বিশদ

27th  May, 2020
জেলায় জেলায় রেশনে ডাল দেওয়ার ব্যবস্থা
করতে কেন্দ্রীয় সংস্থা নাফেডকে চিঠি রাজ্যের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনের মাধ্যমে বন্টনের জন্য বিভিন্ন জেলায় ডাল পাঠানোর ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেডকে চিঠি দিল রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের পাঠানো চিঠিতে কোন জেলায় কোন গুদামে কী পরিমাণ ডাল পাঠাতে হবে তা উল্লেখ করা হয়েছে।   বিশদ

27th  May, 2020
পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি
তথ্য-পোর্টালকে স্থায়ী রূপ দিতে চায় কেন্দ্র 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আগামী দিনে এই প্ল্যাটফর্মের তথ্যকে বিভিন্ন বিষয়ে কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি জাতীয় নীতি তৈরি করার পথে এগচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।   বিশদ

27th  May, 2020
৪৮ ঘণ্টায় সব স্বাভাবিক করতে বৈঠক মুখ্যমন্ত্রীর
কর্মরত আড়াই লক্ষ কর্মীকে কুর্নিশ মমতার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে স্বাভাবিক করতে সোমবার ঈদের ছুটির মধ্যেই জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলাশাসক এবং প্রত্যেকটি দপ্তরের প্রধান সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ সিনিয়র অফিসাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রত্যেককে নির্দেশ দেন, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতের সংযোগ ফেরাতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
বিশদ

26th  May, 2020
বাংলায় করোনা ভাইরাসের বলি আরও ৬ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মারা গেলেন আরও ৬ জন। এর মধ্যে কলকাতার ৪ জন রয়েছেন এবং বাকিরা উত্তর ২৪ পরগনা ও হাওড়ার। মোট এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৩৮১৬ ও ২১২৪ জন।   বিশদ

26th  May, 2020
বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে কেন্দ্র,
নেননি রাজ্যের সাড়ে ৩ লক্ষ গ্রাহক 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: লকডাউনে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ওই সুবিধা দেওয়া হয়।   বিশদ

26th  May, 2020
পুজোর আগেই ১০ লক্ষ গৃহহীনকে বাড়ি,
নবান্নর নির্দেশে তালিকা চূড়ান্ত ৪ লক্ষের 

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০ লক্ষ গরিবকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই নির্দেশ মেনে গত এক মাসে ৪ লক্ষ ২১ হাজার মানুষের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে।   বিশদ

26th  May, 2020
বিপর্যয়ে বিবর্ণ হল খুশির
ঈদ, নামাজ বাড়িতে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার কিছুটা বিবর্ণ পরিবেশের মধ্য দিয়ে কাটল খুশির ঈদের দিনটি। উধাও চিরপরিচিত সেই উৎসবমুখর ছবি। হল না রেড রোডের নামাজও। বেশিরভাগ মানুষই বাড়িতে থেকে নামাজ পাঠ করলেন। কারণ, মসজিদে সাধারণের প্রবেশ বন্ধ ছিল। শুনশান ছিল ঈদগাহগুলিও। বিশদ

26th  May, 2020
বিক্রি কমেছে অ্যান্টিবায়োটিকের
দূষণ কমায় পড়ে থাকছে ইনহেলারও 

বিশ্বজিৎ দাস, কলকাতা: দু’মাসের বেশি হয়ে গেল লকডাউন চলছে। এখনও বহু চিকিৎসকের চেম্বার বন্ধ। হাসপাতালে জরুরি ছাড়া অন্য চিকিৎসা প্রায় বন্ধ। পাশাপাশি ভয়ে রেস্তরাঁয় খাওয়াদাওয়া করছেন না অনেকে।   বিশদ

26th  May, 2020
লকডাউনেও রাজ্যে ৬ লক্ষের বেশি
ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল কন্যাশ্রীর টাকা  

সুমন তেওয়ারি, আসানসোল: করোনা ও উম-পুনের দাপটে বিধ্বস্ত বাংলায় বহু পরিবারকে ভরসা জোগাচ্ছে কন্যাশ্রীর টাকা। লকডাউনে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেও ৬ লক্ষের বেশি কন্যাশ্রীর অ্যাকাউন্টে এল রাজ্য সরকারের দেওয়া এক হাজার টাকা।  বিশদ

25th  May, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, সোমবার থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির খোলার কথা ঘোষণা করা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সেই সিদ্ধান্ত বদল করল মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের জন্য এখনই মন্দির খোলা হবে না। ...

সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক বোর্ড দায়িত্ব নিয়েই শহরের জল প্রকল্প ও নিকাশি নালার কাজের উপর জোর দিল। গত ২০ মে পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। এরপর রাজ্যের নির্দেশে পাঁচ জনের প্রশাসক বোর্ড ২৩ মে দায়িত্ব নিয়েছে।  ...

জুরিখ, ৩১ মে: করোনা ভাইরাসের ওষুধ, ভ্যাকসিন ও পরীক্ষা করার কিট পাওয়া নিয়ে যাতে বৈষম্য তৈরি না হয়, তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে আর্জি জানাল ৩৭টি দেশ। মারণ এই ভাইরাসের ভ্যাকসিন বাজারে চলে এলে তার পেটেন্ট নিয়ে লড়াই ...

চেন্নাই, ৩১ মে (পিটিআই): কেন্দ্রীয় সরকার ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করা সত্ত্বেও মহারাষ্ট্র সরকার গত নির্দেশিকা বদলের কোনও ঘোষণা করেনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদন্নোতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব দুগ্ধ দিবস
১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়।
১৯২৬- আমেরিকার মডেল, অভিনেত্রী ও গায়িকা মেরিলিন মনরোর জন্ম
১৯২৯- অভিনেত্রী নার্গিসের জন্ম
১৯৩৪ - কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৬৪- সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের জন্ম
১৯৬৮- মার্কিন লেখিকা ও সমাজকর্মী হেলেন কেলারের মৃত্যু
১৯৭০- অভিনেতা আর মাধবনের জন্ম
১৯৮৫ - ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের জন্ম।
১৯৯৬-ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির মৃত্যু
২০০১- নেপাল রাজপরিবারে হত্যাকাণ্ড। যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করে বাবা, মা, নেপালের রাজা বীরেন্দ্র এবং রানি ঐশ্বর্যসহ পরিবারের একাধিক সদস্যকে।
২০০২ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হানসি ক্রোনিয়ের মৃত্যু,
২০০৯- রিও ডি জেনেইরো থেকে প্যারিস আসার পথে অতলান্তিক মহাসাগরে ভেঙে পড়ল এয়ার ফ্রান্সের এয়ারবাস এ ৪৪৭। মৃত ২২৮ আরোহী।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৯ টাকা ৭৬.৫১ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০৩ টাকা
ইউরো ৮২.৪৬ টাকা ৮৫.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
31st  May, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ১ জুন ২০২০, সোমবার, দশমী ২৫/৫ দিবা ২/৫৮। হস্তা নক্ষত্র ৫০/১৮ রাত্রি ১/৩। সূর্যোদয় ৪/৫৫/৩৬, সূর্যাস্ত ৬/১২/৫৫। অমৃতযোগ দিবা ৮/২৮ গতে ১০/১৪ মধ্যে। রাত্রি ৯/৫ গতে ১১/৫৫ মধ্যে পুনঃ ১/২১ গতে ২/৪৭ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ২/৫৩ গতে ৪/৩৩ মধ্যে। কালরাত্রি ১০/১৩ গতে ১১/৩৪ মধ্যে।
১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ১ জুন ২০২০, সোমবার, দশমী দিবা ১২/১৪। হস্তানক্ষত্র রাত্রি ১১/১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৮/৩০ গতে ১০/১৬ মধ্যে এবং রাত্রি ৯/৮ গতে ১১/৫৮ মধ্যে ও ১/২২ গতে ২/৫০ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ২/৫৫ গতে ৪/৩৫ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৩৫ মধ্যে।
৮ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিদ্যার্থীদের সময় নষ্ট না করা উচিত। বৃষ: কোন ব্যক্তিকে অতিরিক্ত ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব দুগ্ধ দিবস১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়।১৯২৬- আমেরিকার ...বিশদ

07:03:20 PM

উত্তর প্রদেশে করোনা আক্রান্ত আরও ২৯৬, মৃত ৫ 
উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯৬ জন। ...বিশদ

09:21:40 PM

মুম্বইয়ে করোনা আক্রান্ত আরও ১৪১৩, মৃত ৪০ 
মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪১৩ জন। মৃত ...বিশদ

09:12:55 PM

গুজরাটে করোনা আক্রান্ত আরও ৪২৩, মৃত ২৫ 
গুজরাটে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৩ জন করোনা আক্রান্ত ...বিশদ

08:55:01 PM

বন্ধ কামাক্ষ্যা মন্দির, হচ্ছে না অম্বুবাচী মেলাও 
আগামী ৩০ জুন অবধি বন্ধ থাকছে কামাক্ষ্যা মন্দির। এজন্য এবছর ...বিশদ

08:46:05 PM