Bartaman Patrika
 

আকর্ষনীয় ফিচার নিয়ে বাজারে এল বেশ কয়েকটি ফোন

স্যামসাং এম ৩০
শুরুটা করেছিল ধামাকা দিয়ে। স্যামসাং ফেব্রুয়ারি মাসের শেষটাও করতে চলেছে সেই ধামাকা দিয়েই। গোড়ার দিকে এম-১০ আর এম-২০ বাজারে এনে মধ্যবিত্ত ভারতীয়দের মন জয় করেছিল। এবার মাসের শেষে তুরুপের থুড়ি সিরিজের শেষ তাসটা (পড়তে হবে ফোন) আস্তিন থেকে বের করল এই দক্ষিণ কোরীয় সংস্থা। আনুষ্ঠানিকভাবে তারা বিশ্বের সামনে হাজির করল এম সিরিজের সর্বশেষ ফোন তিন ক্যামেরাওয়ালা এম ৩০। যে দামে এই ফোন বাজারে আনার কথা হাওয়ায় ভাসিয়েছে স্যামসাং, তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাওমিকে বেশ বেকায়দাতেই পড়তে হবে বলে অনেকে মনে করছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি অনলাইন শপিং ওয়েবসাইট আমাজনে ফোনটিকে লঞ্চ করতে চলেছে স্যামসাং। দাম? ১৫ হাজার টাকার আশেপাশে। ফিচার নিয়ে বলতে গেলে তালিকাটা ক্রমশ লম্বা হতে থাকবে। এম ৩০-তে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। সূত্রের খবর, এই ফোনে ৬.৩৮ ইঞ্চির সংস্থার ট্রেডমার্ক অ্যামোলেড স্ক্রিন থাকবে ফুল এইচডি রেজোলিউশন সমেত। ব্যাক প্যানেল বা  কভার প্লাস্টিক নাকি মেটালের হবে, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। সামনের ক্যামেরাটি আবার ১৬ মেগাপিক্সেলের। এক্সিনোস ৭৯০৪ চিপসেট এম ৩০-কে মাঝারি দামের স্মার্টফোনের দুনিয়ায় অন্যদের থেকে এগিয়ে রাখবে। এর সঙ্গে পারফরম্যান্স আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবির স্টোরেজ। এছাড়াও অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের লেটেস্ট পাই ভার্সন থাকছে। এখনও একটা গুরুত্বপূর্ণ গুণের কথা তো বলাই হয়নি। সেটা হলো এই ফোনের ব্যাটারি আর দ্রুত চার্জিংয়ের ক্ষমতা। জানা গিয়েছে, ৫ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন এই ব্যাটারি একবার চার্জ দিলে হেসেখেলে দু’দিন চলে যাবে। দ্রুত চার্জিংয়ের জন্য স্যামসাং দিচ্ছে টাইপ সি কেবল-সহ দ্রুতগতির চার্জারও।

মোটোরোলা জি ৭ পাওয়ার
আম আদমির স্মার্টফোনের তালিকায় এর পরেই রয়েছে মোটোরোলা জি ৭ পাওয়ার। তিনদিন হল ভারতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আর ফ্লিপকার্টে এটি লঞ্চ করেছে মোটোরোলা। এছাড়াও সংস্থার সমস্ত রিটেল আউটলেটেও মিলবে এই ফোন। দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। তবে, ৪ জিবি র‌্যাম ৬৪ জিবির এই ফোনের সবচেয়ে বড় ফিচারটি হল, এর ব্যাটারি। ৫ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন এই ব্যাটারি একবার চার্জ দিলে ৬০ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি মোটোরোলার। ১৫ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিংয়ের দৌলতে মাত্র ১৫ মিনিটে ৯ ঘণ্টা চলার মত চার্জ দেওয়া যাবে। ১.৮ গিগাহার্টজ গতির স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর আছে জি ৭-এর। আছে অ্যাড্রেনো ৫০৬ জিপিইউ। মেমোরি বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক পাই ভার্সনে চলা এই ফোনে ফেস আনলক, ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ছোট্ট নচ সম্বলিত ৬.২ ইঞ্চির ‘এইচডি প্লাস ম্যাক্স ভিশন’ ডিসপ্লেও আছে। পিছনে ১২ মেগাপিক্সেলের ২.০ অ্যাপার্চারের ক্যামেরা দিয়েই ক্ষান্ত দিয়েছে। আর সামনে রয়েছে ২.২ অ্যাপার্চার সম্বলিত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনের ক্যামেরার সঙ্গে গুগল লেন্সকে জুড়ে দিয়ে গ্রাহকদের মন পাওয়ার চেষ্টা করেছে। 

শাওমি রেডমি নোট ৭
ভারতের স্মার্টফোনের বাজারে ধূমকেতুর মতো উদয় ঘটেছে তার। চীনের সামগ্রীকে যতই ঠুনকো বলে গাল দিন না কেন, শাওমির তাতে কিচ্ছুটি যায় আসে না। আগামী ২৮ ফেব্রুয়ারি ফের চমক দিতে তৈরি হয়েছে তারা। ওইদিনই ভারতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাদের বহুপ্রতীক্ষিত ফোন রেডমি নোট ৭। জনতাকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে শাওমি। ফোনটির বিভিন্ন ভ্যারিয়ান্টের দাম ৯ হাজার ৯৯৯ টাকা থেকে ১৪ হাজারের কিছু বেশি টাকার মধ্যেই ঘোরাফেরা করতে পারে। নোট ৭-কে ফিচারে ভরিয়ে দিয়েছে শাওমি। তা সে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাই হোক বা আকর্ষণীয় ফুল গ্লাস বডি। সেই সঙ্গে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি-প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে। আছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ৩ জিবি+৩২ জিবি এবং ৪ জিবি+৬৪ জিবি দু’টি মডেলে মিলবে এই ফোন। ব্যাটারি ৪০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন। 

ভিভো ভি ১৫ প্রো
শাওমির মতই ভিভো ভি ১৫-এও থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফেব্রুয়ারির ২০ তারিখ বাজারে আসতে পারে এই ফোন। আপাতত ফ্লিপকার্টেই পাওয়া যাবে। ফোনটির বডি হবে মিরর ফিনিশ। পিছনে সর্বোচ্চ ৪৮ মেগাপিক্সেল-সহ মোট ৩টি ক্যামেরা থাকবে। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের ‘পপ আপ’ ক্যামেরা। সেলফি তুলতে হলে ফোনের মাথা ফুঁড়ে বেরিয়ে আসবে এই ক্যামেরা। আলাদা করে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। ডিসপ্লের মধ্যেই রাখা হয়েছে তাঁকে। খবর মিলেছে, স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর থাকবে এই ফোনে। ‌‍‍র‌্যাম ৬ জিবি এবং স্টোরেজ ১২৮ জিবি। ৬.৩৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে গেমিংয়ের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে দাবি ভিভো। এর সঙ্গে ৩৭০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি যোগ্য সঙ্গত দেবে। সূত্রের খবর, ৩০ হাজারের আশেপাশে থাকতে পারে এর দাম।
নীতীশ চক্রবর্তী
19th  February, 2019
অন্ধকারের উৎস হতে 
ডঃ দেবীপ্রসাদ দুয়ারী

কথায় আছে বাস্তব সত্য কল্পনার চেয়েও আশ্চর্য। তবে এক্ষেত্রে ঠিক কল্পনা নয়। ১৯১৫ সালে তাঁর সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। সেই তত্ত্ব অনুযায়ী, উঠে এল এমন একটি বিষয় যা কল্পবিজ্ঞান ছাড়া অন্য কিছু হতেই পারে না। 
বিশদ

12th  May, 2019
বাজার মাতাচ্ছে কোন
কোন ৬ জিবির মোবাইল

আমাদের কাছে মোবাইল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ফোন করা নয় এখন গান শোনা, সিনেমা-টিভি দেখার পাশাপাশি গেমিংয়ের দুনিয়াতেও পা রেখেছে মোবাইল। বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে খুব স্বাভাবিকভাবেই প্রয়োজন বেশি র‌্যাম এবং স্টোরেজের।
বিশদ

02nd  May, 2019
 বছরের সেরা পোর্টেবল ব্লুটুথ স্পিকার

 হেডফোনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে গান শোনার জন্য স্পিকার একটি চমৎকার সমাধান। দিনে দিনে প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এইসমস্ত স্পিকারের মান ও গুণ। এগুলি যে কোনও পরিবেশ ও পরিস্থিতির জন্য মানানসই। স্পিকারের এই বিপুল সম্ভার থেকে গ্রাহকরা নিজের রুচি, চাহিদা, পছন্দ, এবং আগ্রহের উপর ভিত্তি করে যে কোনও একটি বেছে নিতে পারেন। সাম্প্রতিককালে বাজারে আসা এমনই কয়েকটি সেরা পোর্টেবল ব্লুটুথ স্পিকারের হাল-হকিকত দেওয়া হল আজকের প্রতিবেদনে।
বিশদ

14th  April, 2019
ধুলোঝড়েই মঙ্গলে ‘মৃত্যু’ অপরচুনিটির

বয়সের ভার ছিল গোটা যান্ত্রিক শরীরেই। কিন্তু, ধুলোঝড়টার সঙ্গে আর যুঝতে পারল না। ‘কথা’ বলার চেষ্টা করা হলেও জবাব আসেনি কোনও বার্তারই। শেষমেষ গত মাঝ ফেব্রুয়ারিতে দুঃসংবাদটা এল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র পক্ষ থেকে। আনুষ্ঠানিকভাবে জানান হল, আর নেই ‘অপরচুনিটি’। মৃত্যু হয়েছে মঙ্গলযান রোভারটির।
বিশদ

14th  April, 2019
অ্যালিসা কার্সন এক স্বপ্নের নাম
মঙ্গলে মহিলা

সৌম্য নিয়োগী: ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর ডায়েরি, হলিউড সিনেমা বা কল্পবিজ্ঞানের গল্প পড়ে মহাকাশে যাওয়ার বাসনা কার না জন্মায়। বেড়ে উঠতেই তাঁদের অনেকেই বুঝে যান সেই স্বপ্নপূরণ অসম্ভব। তবু মায়াময় লাল গ্রহের হাতছানিকে উপেক্ষা করা দায়। হ্যাঁ, মঙ্গল গ্রহ। আকার-আকৃতিতে যার সঙ্গে পৃথিবীর অনেক সাদৃশ্য। একসময় এই গ্রহে জলের অস্তিত্ব ছিল বলেও ইতিমধ্যে দাবি করেছে নাসা।
বিশদ

14th  April, 2019
সস্তায় টেলিভিশনের সুলুক সন্ধান 

টিভি কিনবেন? কিন্তু দাম দেখে পকেটে ফোস্কা পড়ছে! আপনার বাজেট যদি কমবেশি ১৫ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য রইল সাধ্যের মধ্যে সেরা কিছু টিভি। 
বিশদ

31st  March, 2019
নিজের ছদ্মনাম ভুলে যেতেন বোর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক লোকের মতো ডেনমার্কের বিখ্যাত বিজ্ঞানী নীলস বোর চলে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় তখন চলছে ‘ম্যানহাটন প্রজেক্ট’। এই ম্যানহাটন প্রজেক্ট হল পরমাণু বোমা তৈরির গোপন প্রচেষ্টা। 
বিশদ

31st  March, 2019
প্রয়াত ক্যালকুলেটরের
আবিষ্কর্তা মেরিম্যান 

প্রয়াত বৈদ্যুতিন ক্যালকুলেটরের আবিষ্কর্তা জেরি মেরিম্যান। বয়স হয়েছিল ৮৬ বছর। তিন মাস ডালাসের এক হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছিলেন মেরিম্যান।
বিশদ

31st  March, 2019
৩০শে বিশ্বজাল
দেবজ্যোতি রায়

‘যা বেবি দৌড়ে যাবি শিখবি মাল্টিমিডিয়া/ গুবলু গাবলু স্বপ্নে পেল ডব্লু ডব্লু আইডিয়া/ ইমেলে যুক্ত হল হনুলুলু হলদিয়া/ দুনিয়া ডট কম দুনিয়া ডট কম দুনিয়া ডট কম...’
বিশদ

31st  March, 2019
সস্তার ইয়ারফোনের হদিশ

বোট ২২০: আপনি যদি জোরে গান শোনার পাশাপাশি দুর্দান্ত বেসও চান তাহলে বোট ২২০ আপনার জন্য পারফেক্ট ইয়ারফোন। এটির ওয়্যার বা তার ট্যাঙ্গেলড ফ্রি। ফলে সহজে ছিঁড়বে না। পাশাপাশি, মেটালিক ফিনিশ হওয়ায় সহজেই মন কাড়বে আপনার। ৩.৫ এমএম জ্যাক রয়েছে ইয়ারফোনটিতে। 
বিশদ

10th  March, 2019
বিজ্ঞানীদের মজার কথা 
ভুলো মনের আইনস্টাইন

বিশ্ববরেণ্য বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত সমীকরণ E=mc2. এই সমীকরণটিই বিশ্বের সামনে তুলে ধরেছিল ভর ও শক্তির সম্পর্ককে। বলা যায় এটিই হল পরমাণু শক্তি উৎপাদনের ভিত্তি।
বিশদ

10th  March, 2019
উন্মাদনার আর এক নাম পাবজি 
নীতীশ চক্রবর্তী

পরীক্ষার মরশুম। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার অপেক্ষায় দেশের তামাম পড়ুয়া। সেই উপলক্ষে তাদের ভীতি দূর করতে রাজধানীতে মোটিভেশনাল স্পিচের অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’র আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  
বিশদ

10th  March, 2019
বারাকপুরে প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ এবং ২ মার্চ— দু’দিন ধরে চলল প্রযুক্তি মেলা ‘স্প্লেন্ডোরা, ২০১৯’। রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন, বারাকপুর-এর তরফে দু’দিন ব্যাপী এই প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছিল। মেলার সূচনা করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য।
বিশদ

04th  March, 2019
টেনইয়ার চ্যালেঞ্জের আড়ালে কি তথ্য পাচার?
দেবজ্যোতি রায়

কোটি কোটি মানুষের দেওয়া ওই ছবি ব্যবহার করা হচ্ছে কোনও ব্যবসায়িক লাভের জন্য? কিংবা আমাদের উপর নজরদারি চালাতেই কি মুখোশের আড়ালে সংগ্রহ করা হচ্ছে ওই বিপুল পরিমাণ ছবি-তথ্য! বিশদ

19th  February, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, ইসলামপুর: বুধবার প্রবল বৃষ্টিতে চোপড়ার মের্ধাবস্তি এলাকায় জীর্ণ কালভার্ট ভেঙে গেল। চোপড়া থেকে দাসপাড়া যাওয়ার রাস্তায় ছিল সেই কালভার্ট। সেটি ভেঙে যাওয়ার ফলে এখন ২০ কিমি ঘুরপথে চোপড়া ও দাসপাড়ার বাসিন্দারা চলাচল করতে বাধ্য হচ্ছেন।  ...

 এবারের আইপিএলে অধিকাংশ দলই টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইছে। কারণ, দ্বিতীয় ইনিংসে উইকেট হয়ে যাচ্ছে বেশ মন্থর। শিশিরও পড়ছে যথেষ্ট। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে স্পিনারদের। স্ট্রোক প্লেয়াররাও প্রাণ খুলে ব্যাট করতে পারছেন না। ...

 আমেরিকার সার্বিক আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রেও তাঁদের বিরাট অবদান। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রথম অনলাইনে তহবিল গঠন কর্মসূচিতে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন জো বিডেন। ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এই ভার্চুয়াল ফান্ডরেইজার অনুষ্ঠানে তাঁর আশ্বাস, ...

 এমটেক প্রার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ঘোষণা করল জেআইএস গোষ্ঠী। তাদের ছাত্রছাত্রীরা যাঁরা ৭ ডিজিপিএ স্কোর বা তার চেয়ে ভালো ফল করবেন, তাঁরা এই স্কলারশিপের আওতায় আসবেন। সেমেস্টার পিছু ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৩৯: পাঞ্জাবের শহর কর্তারপুরে প্রয়াত গুরু নানক
১৭৯১: ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম
১৮৮৮: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন প্রথম প্রকাশিত
১৯১৫: নদিয়া পৌরসভার নামকরণ বদল করে করা হয় নবদ্বীপ পৌরসভা
১৯৩৯: প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেইয়ের জন্ম
১৯৬২: নিউজিল্যাণ্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার মার্টিন ক্রোর জন্ম
১৯৬৫: শেষ হল ভারত-পাকি স্তান যুদ্ধ। রাষ্ট্রসংঘের আহ্বানে সাড়া দিয়ে দু’দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করল
১৯৭০: লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৭৬: ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর জন্ম
১৯৮০: ইরান আক্রমণ করল ইরাক
১৯৯৫: নাগারকোভিল স্কুলে বোমা ফেলল শ্রীলঙ্কার বায়ুসেনা। মৃত্যু হয় ৩৪টি শিশুর। যাদের মধ্যে বেশিরভাগই তামিল
২০১১: ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির মৃত্যু  

22nd  September, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৭৭ টাকা ৭৪.৪৮ টাকা
পাউন্ড ৯২.০২ টাকা ৯৫.৩৩ টাকা
ইউরো ৮৪.৪৫ টাকা ৮৭.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৪৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,১৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,৪২০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,৫২০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী ৩৩/৫১ রাত্রি ৭/২। মূলানক্ষত্র ৩১/৪০ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৫/২৯/২৮, সূর্যাস্ত ৫/২৭/৫৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে। রাত্রি ৬/১৭ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫২ গতে উদয়াবধি। বারবেলা ২/২৮ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৮ গতে ১২/৫৮ মধ্যে।
৭ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী রাত্রি ১১/৪১। মূলানক্ষত্র রাত্রি ১১/৩৫। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/০ গতে ৯/১৯ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৬ গতে ৫/২৯ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/৩০ মধ্যে। কালরাত্রি ১১/৩০ গতে ১২/৫৯ মধ্যে।
 ৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

04:29:40 PM

 ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

04:28:18 PM

আইপিএল: আরসিবি-কে ৯৭ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব 

11:09:55 PM

আইপিএল: আরসিবি ৯৫/৭ (১৫ ওভার) 

10:57:23 PM

আইপিএল: আরসিবি ৬৩/৫ (১০ ওভার) 

10:33:26 PM

আইপিএল: আরসিবি ২৫/৩ (৫ ওভার) 

10:06:28 PM