Bartaman Patrika
খেলা
 
 

রবিবার বারাকপুরে মঙ্গল পাণ্ডে উদ্যানে ৬৮তম বি এন মৌলিক স্মৃতি সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পাশে প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন। ছিলেন বারাকপুর পুলিস কমিশনার মনোজ ভার্মা, ডিসি জোন(এক) অজয় ঠাকুর সহ অন্যান্য পুলিস আধিকারিকও। এই অনুষ্ঠানে এসেও তিনি দিল্লির অগ্নিকাণ্ড নিয়ে শোক প্রকাশ করে বলেন, দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। আমরা এ রাজ্যে নতুন ফায়ার বল নিয়ে আসছি। যেখানে আমাদের দমকল কর্মীরা পৌঁছতে পারেন না, সেখানে এই ফায়ার বল ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। 

ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতে রোমাঞ্চিত মেসি
আরও কিছু পাওয়ার আছে, বলছেন লিও

প্যারিস, ৩ ডিসেম্বর: তিন বছরের খরা কেটেছে। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালের পর ২০১৯। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিল ফন ডিককে পিছনে ফেলে সোমবার রেকর্ড ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’ওর পুরস্কার জিতেছেন লায়োনেল মেসি। কিন্তু এখানেই থামতে চান না বার্সেলোনায় খেলা আর্জেন্তাইন মহাতারাকা। ব্যালন ডি’ওর জেতার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এখনও অনেক দূর যাওয়ার স্বপ্ন তাঁর মনে রয়েছে। সাফল্যের এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে দারুণ প্রত্যয়ী তিনি। ৩২ বছর বয়সী মেসির কথায়, ‘আমি ভাবতে পারিনি যে, এবার আমার হাতে এই পুরস্কার উঠবে। রোনাল্ডো ও ফন ডিক দৌড়ে ছিল। ওদের টপকে ব্যালন ডি’ওর জয় দারুণ তৃপ্তি দিয়েছে আমাকে। এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য একটা বছর!’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি খুবই ভাগ্যবান। ঈশ্বরের আশীর্বাদধন্যও বটে। আশা করি, আরও বেশ কিছুদিন এভাবেই খেলতে পারব। একদিন আমারও অবসরের সময় আসবে। সেটা অবশ্যই কঠিন ব্যাপার হবে। তবে এখনও আমার সামনে কয়েক বছর সময় রয়েছে। যতদিন খেলব, ততদিন আমি ফুটবল উপভোগ করে যাব। আর যাবতীয় সাফল্য ভাগ করে নেব পরিবারের সঙ্গে।’
প্যারিসে সোমবার এক জমকালো অনুষ্ঠানে লিও মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর ঐতিহ্যবাহী এই পুরস্কার। মঞ্চে উঠে ব্যালন ডি’ওর হাতে ক্যামেরার সামনে খোশমেজাজে পোজ দেন মেসি। ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মেসির মতো মাত্র কয়েকজন খেলোয়াড় বিশ্ব ফুটবলে এসেছে, যারা দুর্দান্ত। এমন একজন খেলোয়াড়ের সঙ্গে ব্যালন ডি’ওর পুরস্কারের দৌড়ে থাকতে পারাটাই আমার কাছে দারুণ গর্বের বিষয়। তাই দ্বিতীয় হয়েও আমার মনে কোনও আক্ষেপ নেই। লিভারপুল এবং হল্যান্ডের হয়ে আমি যাকিছু অর্জন করেছি, তা নিয়েই আমি গর্বিত থাকব। মেসিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
গত মরশুমের মতো চলতি মরশুমেও অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন ফুটবলের রাজপুত্র। এখনও পর্যন্ত ৪৪ ম্যাচে ৪১টি গোল করে ফেলেছেন মেসি। ষষ্ঠবার ব্যালন ডি’ওর জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। প্যারিসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও এই বিরল সম্মানের জন্য মেসিকে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আমার বন্ধু লায়োনেল মেসি। যোগ্য হিসেবে ছয়বার ব্যালন ডি’ওর জিতলে তুমি। আশা করব, খেলা ছাড়ার আগে তোমার ক্যাবিনেটে এমন আরও অনেক ট্রফি ঝলমল করবে।’ ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা রোনাল্ডো লিখেছেন, ‘অভিনন্দন মেসি। আরও এক অনন্য কীর্তির শরিক হলে তুমি। এভাবেই এগিয়ে যাও।’ ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি গ্যারি লিনেকার বলেছেন, ‘মেসি ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতল। ও বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়।’
মেসিকে অভিনন্দন জানান গতবারের ব্যালন ডি’ওর বিজয়ী লুকা মডরিচ। অনুষ্ঠানে বার্সা তারকার হাতে ট্রফিও তুলে দেন ক্রোয়েশিয়ার অধিনায়কটি। পরে রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লেখেন, ‘খেলাধুলা এবং ফুটবলে জয়টাই শেষ কথা নয়। সেখানে আপনার সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি শ্রদ্ধার বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মেসির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মডরিচ আরও লিখেছেন, ‘অভিনন্দন মেসি। এটি তোমারই প্রাপ্য। বিশ্ব ফুটবলে অনন্য অবদান রাখার জন্য তোমাকে অভিনন্দন জানাই। মেসির হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি গর্বিত।’ 

04th  December, 2019
বিপক্ষ বক্সে কার্যকরী হতে হবে: আলেজান্দ্রো 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দলই এক পয়েন্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একইসঙ্গে রয়েছে আপশোসও। বিশেষ করে ইস্ট বেঙ্গল শিবিরে। বুধবার কল্যাণী স্টেডিয়ামে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ড্র করে ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো বললেন, ‘একটা ম্যাচে আমরা সবই করেছি। শুধু জয়ই পেলাম না। প্রচুর পাস খেলেছি। গোলের সুযোগ তৈরি করেছি।  
বিশদ

05th  December, 2019
সল্টলেকে প্রস্তুতি শুরু করছে মহমেডান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ। প্রস্তুতির জন্য টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস ছয় সপ্তাহ সময় চাওয়ায় ১০ ডিসেম্বর অনুশীলন শুরু করছে মহমেডান স্পোর্টিং। আপাতত জন চিডি এবং কলকাতা লিগে অধিনায়কত্ব করা মুসা মেদ্দেকে রাখা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে। 
বিশদ

05th  December, 2019
জিতে শীর্ষে বিএফসি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুনেতে ওড়িশা এফ সি’কে ১-০ গোলে হারিয়ে আইএসএলে শীর্ষে বেঙ্গালুরু এফ সি। চলতি বছরে প্রথমবার তাঁরা লিগের মগডালে। ৩৬ মিনিটে জয়সূচক গোল করেন বেঙ্গালুরু এফ সি’র হুয়ান গঞ্জালেস। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এটিকে দুই নম্বরে। 
বিশদ

05th  December, 2019
স্যাগে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা মেহুলির 

কাঠমান্ডু, ৩ ডিসেম্বর: সাউথ এশিয়ান গেমসে (স্যাগ) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। প্রাক্তন ওলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি এদিন বিশ্ব শ্যুটিংয়ের গড়া অপূর্বি চান্ডিলার বিশ্বরেকর্ডের থেকে ভালো স্কোর করেন। তবে মেহুলির এই স্কোর নয়া বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হবে না। 
বিশদ

04th  December, 2019
নির্বাচকদের মেয়াদ কমানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড
প্রত্যেক সিরিজেই গোলাপি টেস্ট চাইছেন সৌরভ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে গোলাপি টেস্টের সাফল্য ও উদ্দীপনা বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আরও আশাবাদী করে তুলেছে। তিনি চাইছেন, বিরাট কোহলিরা এবার থেকে প্রত্যেক সিরিজেই একটি করে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলুক। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায় অন্য সুর শোনা গিয়েছিল।  
বিশদ

04th  December, 2019
ঝুঁকি উপেক্ষা করেই কাশ্মীরে কালাম 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা। কল্যাণী স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে রিয়াল কাশ্মীরের অনুশীলন শেষ। এরপরেই রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসন ছেলেদের নিয়ে চলে গেলেন মূল মাঠে। সেখানে ফুটবলারদের স্কটিশ কোচ নির্দেশ দিলেন,‘ফিল দ্য গ্রাউন্ড’। 
বিশদ

04th  December, 2019
আক্রমণের বৈচিত্র্যে বাজিমাতের আশায় ইস্ট বেঙ্গল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্র্যাকটিসে দুটো ডামি হল রিয়াল কাশ্মীরের দুই বিদেশি ডিফেন্ডার। তার গায়ে কোলাডো ও মার্কোস এমনভাবে সেঁটে থাকলেন যেন মনে হল ইস্ট বেঙ্গলের দুই অ্যাটাকার মার্কিংয়ে রয়েছেন। ঠিক এই সময়ে ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো প্ল্যান ‘বি’ ও ‘সি’ প্রয়োগ করলেন। 
বিশদ

04th  December, 2019
ভারতীয় স্পিনাররা সমস্যায় পড়বে অস্ট্রেলিয়াতে: পন্টিং 

মেলবোর্ন, ৩ ডিসেম্বর: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্পিনাররা সমস্যায় পড়বে বলে মনে করছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের ভারতের পেস আক্রমণ অসাধারণ হলেও বৈচিত্র্যের দিক থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন পন্টিং। 
বিশদ

04th  December, 2019
ইস্ট বেঙ্গলের বড় ভরসা গোলরক্ষক রালতে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত চারটি আই লিগেই ফুটবলপ্রেমীরা ইস্ট বেঙ্গলকে গোলরক্ষক নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে দেখেছেন। অভ্র মণ্ডল, গুরপ্রীত সিং সান্ধুর মতো গোলরক্ষক চলে যাওয়ার পর ইস্ট বেঙ্গলে তেমন ভালো গোলরক্ষক আসেনি।  
বিশদ

04th  December, 2019
জন্মদিনে বায়োপিকের খবর
শুনে আপ্লুত মিতালি রাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে মিতালি রাজের কাছে। দীর্ঘ ২০ বছর ধরে ব্যাট হাতে তিনি বাইশগজ কাঁপিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির শুধু তাঁরই রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই।
বিশদ

04th  December, 2019
ইতালিতে জোড়া পুরস্কার রোনাল্ডোর 

রোম, ৩ ডিসেম্বর: ব্যালন ডি’ওর পুরস্কারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসির কাছে হারতে হলেও সোমবারের রাতটা একেবারে হতাশাজনক ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। ইতালির সিরি-এ লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন সিআর সেভেন।
বিশদ

04th  December, 2019
 রাজ্যস্তরের ভারোত্তোলনে সোনা জয় কাটোয়ার ৭ পড়ুয়ার

সংবাদদাতা, কাটোয়া: ভারোত্তোলনে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জিতলেন কাটোয়ার সাত পড়ুয়া। পাশাপাশি তারা জাতীয় স্তরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। ওই সাতজনের মধ্যে ছ’জন ছাত্র ও একজন ছাত্র রয়েছে। ওই সাতটি সোনা নিয়ে কাটোয়ার পড়ুয়ারা মোট ১৩টি পদক পেয়েছে।  
বিশদ

04th  December, 2019
গ্যালারিতে থাকবে সিল করা প্লাস্টিকের গ্লাসে জল
টিকিটের দাম কমাতে পারে ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ’র অনুমোদিত ক্লাবগুলিকে হোম ম্যাচের টিকিট দেওয়ার জন্য দুই প্রধানকে আবেদন করলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তাঁর আমলে এটাই প্রথম আই লিগ। অনুমোদিত ক্লাবগুলিকে টিকিট দেওয়ার আবেদন এর আগে দুই প্রধানকে কোনও আইএফএ কর্তাই করেননি। 
বিশদ

04th  December, 2019
প্রথম দিনেই ভারতের ৪ সোনা 

কাঠমান্ডু, ৩ ডিসেম্বর: ১৩তম সাউথ এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের অ্যাথলিটরা দাপট দেখালেন। প্রথম দিনেই চারটি সোনাসহ দশটি পদক জিতেছে ভারত। মহিলাদের ১০০ মিটারে অর্চনা সুসিন্দ্রান, মহিলাদের হাইজাম্পে এম যশনা, পুরুষদের হাইজাম্পে অনিল কুশারে, পুরুষদের দেড় হাজার মিটারে অজয় কুমার সরোজ সোনা জিতেছেন।
বিশদ

04th  December, 2019

Pages: 12345

একনজরে
সিওল, ৮ ডিসেম্বর (এএফপি): পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে আমেরিকার উপর চাপ বাড়াল উত্তর কোরিয়া। ফের শক্তিশালী অস্ত্রের পরীক্ষা করল কিম জং উনের দেশ। শনিবার স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ এই পরীক্ষাটি চালায় পিয়ংইয়ং।  ...

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: চলতি বছরের নভেম্বর মাসে গাড়ির উৎপাদন ৪.৩৩ শতাংশ বৃদ্ধি করল মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই)। বাজারে চাহিদা না থাকায় টানা ন’মাস ধরে গাড়ির উৎপাদন কমিয়ে এনেছিল সংস্থাটি। মারুতি সুজুকি ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসে ১ লক্ষ ৪১ ...

সংবাদদাতা, পুরাতন মালদহ : যে আমবাগান থেকে দিন তিনেক আগে উদ্ধার করা হয়েছে দগ্ধ মহিলার দেহ, তার এক প্রান্তে রয়েছে আড়াপুর জোত টিপাজানি আহ্লাদমণি ঘোষ ...

প্রসেনজিৎ কোলে, কলকাতা: এক সপ্তাহের মাথায় দেশজুড়ে টোলপ্লাজাগুলিতে কেবলমাত্র একটি করে লেনে ছাড় দিয়ে বাধ্যতামূলকভাবে চালু হতে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে টোল সংগ্রহের ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করতে গেলে গাড়িতে থাকতেই হবে ফাস্ট্যাগ।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩: অন্ধকবি সুরদাসের জন্ম
১৮৯৮: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হল
১৬০৮: ইংরেজ কবি জন মিলটনের জন্ম
১৯৪৬: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্ম
১৯৪৬: অভিনেতা শত্রুঘ্ন সিনহার জন্ম
২০১১: আমরি হাসপাতালে আগুন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  December, 2019

দিন পঞ্জিকা

২২ অগ্রহায়ণ ১৪২৬, ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, দ্বাদশী ৯/২৩ দিবা ৯/৫৪। ভরণী ৫৭/৯ শেষ রাত্রি ৫/০। সূ উ ৬/৮/৫৩, অ ৪/৪৮/২৯, অমৃতযোগ দিবা ৭/৩৩ মধ্যে পুনঃ ৮/৫৮ গতে ১১/৬ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/২ মধ্যে পুনঃ ২/৩৫ গতে ৩/৩০ মধ্যে, বারবেলা ৭/২৭ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে, কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে। 
২২ অগ্রহায়ণ ১৪২৬, ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, দ্বাদশী ৭/১০/১১ দিবা ৯/২/২২। ভরণী ৫৭/৩১/১০ শেষরাত্রি ৫/১০/২৬, সূ উ ৬/১০/১৮, অ ৪/৪৯/১, অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে, কালবেলা ৭/৩০/৮ গতে ৮/৪৯/৫৯ মধ্যে, কালরাত্রি ৯/৪৯/৩০ গতে ১১/২৯/৪০ মধ্যে।
১১ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। বৃষ: কারও সঙ্গে পুরানো সম্পর্ক থাকলে তা ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৪৮৩: অন্ধকবি সুরদাসের জন্ম১৮৯৮: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হল১৬০৮: ইংরেজ কবি ...বিশদ

07:03:20 PM

এটিএম জালিয়াতির ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার রোমান নাগরিক 

06:22:00 PM

ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ পড়ুয়াদের মিছিলে লাঠিচার্জ করল পুলিস 

04:29:13 PM

ডোপিংয়ের অভিযোগে ওলিম্পিক থেকে চার বছরের জন্য নির্বাসিত রাশিয়া 

04:12:10 PM

কর্ণাটক বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের হার, পরিষদীয় দলনেতার পদ থেকে পদত্যাগ সিদ্দারামাইয়ার

03:56:19 PM