Bartaman Patrika
রাজ্য
 

খোলা মাত্র তিনটি কাউন্টার, বিধি
মানতে ঝগড়া জিপিওর লাইনেই 

 রাহুল দত্ত, কলকাতা: ‘ও দাদা, আপনি দেখি একেবারে ঘাড়ের উপর উঠে এলেন। পিছনে যান।’‘কোথায় ঘাড়ের উপর? একদম বাজে কথা বলবেন না, আমি সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই লাইনে দাঁড়িয়ে আছি।’‘আরে মশাই, একে দেড়শো লোকের পিছনে দঁাড়িয়ে আছি, তার উপর ঝগড়া করছেন! পারেন বটে আপনারা।’
২৫টা কাউন্টারের মধ্যে খোলা মাত্র তিনটি। সবেতেই লাইনের ওমাথা দেখা যাচ্ছে না। বুধবার এমনই ছিল জিপিওর অবস্থা। সকলেই ভেবেছিলেন, লকডাউনের মধ্যেই ছন্দে ফেরার শুরুতে এদিন সব কাজকর্মই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু উম-পুনের তাণ্ডবে যে ডাক পরিষেবাও বিপর্যস্ত হয়ে যাবে, তা হয়তো ভাবতে পারেননি কেউই। রেলে কাজ করেন সুরেশ। অথচ পার্সেল পাঠাতে তাঁকেও আসতে হয়েছে মুখ্য ডাকঘরে। কারণ? ঝড়ের পর রেলের পোস্টাল সার্ভিসের ইন্টারনেট পরিষেবা বন্ধ। অথচ মায়ের জন্য গোরক্ষপুরে ওষুধ পাঠাতেই হবে। তাই ব্যান্ডেল থেকে বিবাদিবাগ এসেছেন কোনওমতে। বলছিলেন, ‘সকাল ১১টায় কাউন্টার খোলার কথা। তার আগেই এসে লাইনে দঁাড়িয়েছি। কিন্তু ১২টা পেরিয়ে গেলেও কাউন্টার আর খোলে না। বুঝতে পারছি না ২টোর সময় আবার হাওড়া থেকে ব্যান্ডেল ফেরার ট্রেন পাব কি না।’
স্পিড পোস্ট করতে এসে বিরক্তি শুধু সুরেশের নয়, ভোগান্তির জ্বালায় এদিন অসন্তোষ দানা বেঁধেছে প্রায় সবার মধ্যে। এক একজনকে দঁাড়াতে হয়েছে প্রায় দু’ঘণ্টা। তাতেও স্বস্তি নেই। কাউন্টারে বসে থাকা ডাককর্মী সটান জানিয়ে দিলেন, ‘অনেক লোক লাইনে... পঁাচটার বেশি পার্সেল বা স্পিড পোস্ট নেওয়া যাবে না।’ তাতে ক্ষোভের পারদ পরতে পরতে চড়তে থাকে। আমহার্স্ট স্ট্রিটের বিজয় রায় তো বলেই ফেললেন, ‘আবার একদিন আসতে হবে? জানেন, অফিসের দরকারি কাগজ দিল্লিতে পাঠাব বলে এত কষ্ট করে এলাম। এখন বলে কি না পাঁচটার বেশি নেব না!’ যাদবপুর থেকে আসা সুজয় দাসের তো শিরে সংক্রান্তি। সাড়ে আটটায় এসে লাইনে দঁাড়িয়েছেন। তারপর পার্সেল হাতে যখন সাড়ে তিন ঘণ্টা পর কাউন্টারে পৌঁছলেন, শুনতে হল মুম্বইতে কোনও প্যাকেট যাবে না।
লকডাউনের মধ্যে যেখানে ট্রেন বন্ধ, আধঘণ্টা অন্তর মাত্র ২০ জন যাত্রী নিয়ে সরকারি বাস চলছে, সেখানে এই দুর্ভোগ বারবার পোহাতে রাজি নন কেউই। ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস... সব মিলিয়ে ৪০ শতাংশের বেশি দোকান কিন্তু বুধবারও খোলেনি। তবে রাস্তায় গাড়ি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সিগন্যালের লাল বাতিতে দাঁড়াতে হচ্ছে বেশ কয়েকটি গাড়ির পিছনে। অফিস পাড়ার তিন বেসরকারি কর্মী এসেছেন গাড়ি ভাড়া করে। কারণ তিনজনের বেশি গাড়ি নেবে না! সবার পক্ষে তো আর তেমনটা সম্ভব নয়। তাই প্রত্যেক বড় স্টপে দাঁড়িয়ে থাকছেন বহু মানুষ। সরকারি বাস চললেও অনেকেই ওঠার সুযোগ পাচ্ছেন না। জিপিওরই এক কর্মী এসেছেন টালিগঞ্জ থেকে। বলছিলেন, ‘সাড়ে আটটায় স্টপে দঁাড়িয়েছি। তিনটে বাস ছেড়ে একটায় উঠতে পারলাম। যখন পৌঁছলাম, দেখলাম ১১টা বেজে গিয়েছে।’
কিন্তু ডাকঘরে এই দুর্ভোগের কারণটা কী? অন্য পোস্ট অফিসও তো খোলা আছে! ভারপ্রাপ্ত চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, ‘কলকাতা ও শহরতলির প্রায় ৪৫০ ডাকঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিপিও সহ ৬০টির পরিষেবা এদিন পর্যন্ত চালু করা গিয়েছে। সবকটি ঠিক হতে আরও তিন-চারদিন সময় লাগবে। তার উপর কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ৩০ শতাংশ কর্মী দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে। কেউ কেউ পড়ে যাচ্ছেন কন্টেইনমেন্ট জোনে। তার প্রভাব পড়ছে কাজের সময়। আশা করছি, কয়েকদিনের মধ্যে সবই স্বাভাবিক হয়ে যাবে।’
শুধু ডাক পরিষেবা নয়, স্বাভাবিকতায় ফেরার আশায় পথ চেয়ে রয়েছে সমগ্র কলকাতাই।
 জিপিওতে লম্বা লাইন।- নিজস্ব চিত্র

28th  May, 2020
 পরিযায়ী শ্রমিক নিয়ে রেলের সিদ্ধান্তে
আপত্তি জানালেন মুখ্যসচিবও
পাঁচ রাজ্য থেকে ঢুকল ২০ হাজার

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশের মধ্যে শীর্ষে থাকা মহারাষ্ট্র সহ পাঁচ রাজ্য থেকে ২০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার ফিরল ১৬টি স্পেশাল ট্রেন। বিশদ

29th  May, 2020
আমার রাজনৈতিক ক্ষতি করতে গিয়ে
বাংলার সর্বনাশ করছে বিজেপি: মমতা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁকে রাজনৈতিকভাবে বিড়ম্বনায় ফেলতে গিয়ে, আসলে বাংলার সর্বনাশই ডেকে আনা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আক্রমণের তির যে গেরুয়া শিবিরের দিকেই, তাও স্পষ্ট রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে ‘পলিটিক্যালি ডিস্টার্ব’ করতে গিয়ে বাংলার সর্বনাশ করতে চাইছেন কেউ কেউ। দেশের মধ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা মহারাষ্ট্র থেকে তড়িঘড়ি ট্রেনে চাপিয়ে পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে ফেরানো নিয়েই যে তাঁর এই অভিযোগ, সে ব্যাখ্যাও দেন মমতা। বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলেই, করোনায় জর্জরিত মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে চাপিয়ে দেওয়া হল। আজ রাতের মধ্যে আসছে ১১টা ট্রেন, কাল আসবে আরও ১৭টা। মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকরা আমাদের ঘরের লোক। কিন্তু সংক্রমণ যাতে না ছড়ায়, তাই পরিকল্পনা করে মোট ২৩৫টি ট্রেনের তালিকা রেলমন্ত্রকে দেওয়া হয়েছিল।
বিশদ

28th  May, 2020
 প্রবল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক এক সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির কবলে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ২০ মে উম-পুনের দাপটে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এইসব অঞ্চল। এখনও সেই ক্ষত পুরোপুরি সারেনি। তারই মধ্যে ফের বুধবার সন্ধ্যায় বিপর্যস্ত হল জনজীবন। বৃষ্টিতে জলমগ্নও হল কলকাতার বেশ কয়েকটি রাস্তা। বিশদ

28th  May, 2020
 ৩০ জুন পর্যন্ত রাজ্যে স্কুল বন্ধ,
উচ্চ মাধ্যমিক নির্ধারিত সময়েই

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ জুন নয়, রাজ্যে সব স্কুল খুলবে ৩০ জুন। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যে স্কুল জীবাণুমুক্ত করে খুলে দিলেই চলত, সাইক্লোনে সেগুলি ভেঙেচুরে গিয়েছে। সেখানে মেরামতের কাজ করতে হবে। বিশদ

28th  May, 2020
হাবড়ার সেই করোনাজয়ী তরুণী
রাজ্যে প্রথম প্লাজমা দান করলেন
মৃত আরও ৬

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে নতুন করে ১৮৩ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মৃত্যু হল আরও ছ’জনের। এঁদের পাঁচজন কলকাতা ও একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মোট এবং সক্রিয় আক্রান্ত বেড়ে হল যথাক্রমে ৪১৯২ ও ২৩২৫ জন।
বিশদ

28th  May, 2020
পশ্চিমবঙ্গে পঙ্গপাল হানার সতর্কতা জারি
করেনি কেন্দ্র, নজরদারি গতিবিধির উপর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে পঙ্গপালের হামলার কোনও সতর্কবার্তা এখনও জারি করেনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রক। কিন্তু, রাজ্য কৃষিদপ্তরের আধিকারিকরা বলছেন, উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলির তুলনায় অনেক কম হলেও এখানেও হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
বিশদ

28th  May, 2020
দক্ষিণবঙ্গে একদিনে
আক্রান্ত আরও ৮২
সিংহভাগ পরিযায়ী শ্রমিক

গোপাল মিস্ত্রি, বর্ধমান: করোনা সংক্রমণে এবার রেকর্ড করল দক্ষিণবঙ্গের জেলাগুলি। একদিনে দক্ষিণবঙ্গের আট জেলায় মোট ৮২জন করোনা আক্রান্ত হয়েছেন। তারমধ্যে শুধু বীরভূমের রামপুরহাট মহকুমাতেই ২৩ এবং পূর্ব বর্ধমান জেলায় ১৮জন আক্রান্ত হয়েছেন।
বিশদ

28th  May, 2020
কোটালের আগে বাঁধ মেরামতির
নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ণিমার কোটালের আগে উম-পুন বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাঁধ দ্রুত মেরামত করার নির্দেশ দিলেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিশদ

28th  May, 2020
 বাড়ি পুনর্নির্মাণে ২০ হাজার টাকা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের জন্য দরাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত দশ লক্ষ বাড়ি মেরামতের জন্য এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে বুধবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী। ওই টাকা বিলিবণ্টনের জন্য রাজ্য ও জেলা স্তরে টাস্ক ফোর্স গঠনের কথাও জানান তিনি। বিশদ

28th  May, 2020
 ঝড়ে বিপুল ক্ষতি মৎস্য নিগমের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অতীতে বুলবুল, এবার উম-পুন। দু’বার দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে মৎস্য দপ্তর। বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন একাধিক গেস্ট হাউস। সেগুলি মেরামতির কাজ চলছিল। বিশদ

28th  May, 2020
ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার টাকা
একশো শতাংশ নিশ্চিত করা হবে
মন্তব্য জেলাশাসকের

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উম-পুনে ক্ষতিগ্রস্ত চাষিদের শস্যবিমার টাকা পেতে কোনও সমস্যা হবে না। তার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবন থেকে প্রায় ৩০০ বিভাগীয় কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ওই বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।
বিশদ

28th  May, 2020
 হিমঘরে মজুত আলুতেও প্রভাব
ফেলেছে উম-পুন, শ্রমিক অমিল

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড়ের ধাক্কায় বাজারে সব্জির জোগান কমেছে। সেইসঙ্গে দাম বেড়েছে অনেকটাই। ফলে ভরসা সেই আলু। হিমঘরে মজুত আলুতেও পরোক্ষ প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের। হিমঘর মালিকদের সংগঠন জানিয়েছে, যে শ্রমিকরা হিমঘরে কাজ করেন, তাঁদের অনেকেই আসেন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে।
বিশদ

28th  May, 2020
 এসবিএসটিসির ১৫টি ডিপো থেকে চালু হল বাস পরিষেবা

  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে নতুন রুট সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের সব ডিপো থেকেই বুধবার সরকারি বাস পরিষেবা চালু হল। এদিন বিভিন্ন জেলার ১৫টি ডিপো থেকে ১৬৩টি বাস সরকারি ওই পরিবহণ সংস্থা ছেড়েছে। আজ, বৃহস্পতিবার বাসের সংখ্যা আরও বাড়তে পারে বলে এসবিএসটিসি কর্তৃপক্ষ দাবি করেছে। বিশদ

28th  May, 2020
 উম-পুনে ২২ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ

  নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলায় উম-পুন ঝড়ে মৃতদের পরিবারের হাতে বুধবার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এদিন বারাসতে জেলাশাসকের অফিস ও বসিরহাট মহকুমা শাসকের অফিসে মোট ২২জন মৃতের পরিবার উপস্থিত ছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। বিশদ

28th  May, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, সোমবার থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির খোলার কথা ঘোষণা করা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সেই সিদ্ধান্ত বদল করল মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের জন্য এখনই মন্দির খোলা হবে না। ...

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়-১ ব্লকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদ থেকে বোমাবাজির জেরে জখম হয়েছেন কয়েকজন। আহতরা সকলে যুব শিবিরের অনুগত। প্রতিবাদে যুব গোষ্ঠী রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাসন্তী এক্সপ্রেসওয়ে অবরোধ করে। ...

জুরিখ, ৩১ মে: করোনা ভাইরাসের ওষুধ, ভ্যাকসিন ও পরীক্ষা করার কিট পাওয়া নিয়ে যাতে বৈষম্য তৈরি না হয়, তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে আর্জি জানাল ৩৭টি দেশ। মারণ এই ভাইরাসের ভ্যাকসিন বাজারে চলে এলে তার পেটেন্ট নিয়ে লড়াই ...

চেন্নাই, ৩১ মে (পিটিআই): কেন্দ্রীয় সরকার ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করা সত্ত্বেও মহারাষ্ট্র সরকার গত নির্দেশিকা বদলের কোনও ঘোষণা করেনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদন্নোতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব দুগ্ধ দিবস
১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়।
১৯২৬- আমেরিকার মডেল, অভিনেত্রী ও গায়িকা মেরিলিন মনরোর জন্ম
১৯২৯- অভিনেত্রী নার্গিসের জন্ম
১৯৩৪ - কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৬৪- সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের জন্ম
১৯৬৮- মার্কিন লেখিকা ও সমাজকর্মী হেলেন কেলারের মৃত্যু
১৯৭০- অভিনেতা আর মাধবনের জন্ম
১৯৮৫ - ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের জন্ম।
১৯৯৬-ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির মৃত্যু
২০০১- নেপাল রাজপরিবারে হত্যাকাণ্ড। যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করে বাবা, মা, নেপালের রাজা বীরেন্দ্র এবং রানি ঐশ্বর্যসহ পরিবারের একাধিক সদস্যকে।
২০০২ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হানসি ক্রোনিয়ের মৃত্যু,
২০০৯- রিও ডি জেনেইরো থেকে প্যারিস আসার পথে অতলান্তিক মহাসাগরে ভেঙে পড়ল এয়ার ফ্রান্সের এয়ারবাস এ ৪৪৭। মৃত ২২৮ আরোহী।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৯ টাকা ৭৬.৫১ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০৩ টাকা
ইউরো ৮২.৪৬ টাকা ৮৫.৫০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
31st  May, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ১ জুন ২০২০, সোমবার, দশমী ২৫/৫ দিবা ২/৫৮। হস্তা নক্ষত্র ৫০/১৮ রাত্রি ১/৩। সূর্যোদয় ৪/৫৫/৩৬, সূর্যাস্ত ৬/১২/৫৫। অমৃতযোগ দিবা ৮/২৮ গতে ১০/১৪ মধ্যে। রাত্রি ৯/৫ গতে ১১/৫৫ মধ্যে পুনঃ ১/২১ গতে ২/৪৭ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ২/৫৩ গতে ৪/৩৩ মধ্যে। কালরাত্রি ১০/১৩ গতে ১১/৩৪ মধ্যে।
১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ১ জুন ২০২০, সোমবার, দশমী দিবা ১২/১৪। হস্তানক্ষত্র রাত্রি ১১/১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৮/৩০ গতে ১০/১৬ মধ্যে এবং রাত্রি ৯/৮ গতে ১১/৫৮ মধ্যে ও ১/২২ গতে ২/৫০ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ২/৫৫ গতে ৪/৩৫ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৩৫ মধ্যে।
৮ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিদ্যার্থীদের সময় নষ্ট না করা উচিত। বৃষ: কোন ব্যক্তিকে অতিরিক্ত ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব দুগ্ধ দিবস১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়।১৯২৬- আমেরিকার ...বিশদ

07:03:20 PM

উত্তর প্রদেশে করোনা আক্রান্ত আরও ২৯৬, মৃত ৫ 
উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯৬ জন। ...বিশদ

09:21:40 PM

মুম্বইয়ে করোনা আক্রান্ত আরও ১৪১৩, মৃত ৪০ 
মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪১৩ জন। মৃত ...বিশদ

09:12:55 PM

গুজরাটে করোনা আক্রান্ত আরও ৪২৩, মৃত ২৫ 
গুজরাটে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৩ জন করোনা আক্রান্ত ...বিশদ

08:55:01 PM

বন্ধ কামাক্ষ্যা মন্দির, হচ্ছে না অম্বুবাচী মেলাও 
আগামী ৩০ জুন অবধি বন্ধ থাকছে কামাক্ষ্যা মন্দির। এজন্য এবছর ...বিশদ

08:46:05 PM