Bartaman Patrika
 

নজরদারির নয়া ফাঁদ হোয়াটসঅ্যাপ 

সন্দীপ সেনগুপ্ত (ফাউন্ডার ডিরেক্টর,  ইন্ডিয়ান স্কুল অব অ্যান্টি হ্যাকিং): আপনার তথ্য কি সুরক্ষিত? বা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কেউ আপনার উপর নজরদারি চালাচ্ছে না তো? ফেসবুকে তথ্য চুরির বিষয়টি এখন আর কারও অজানা নয়। কিন্তু, অনেকেই হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছিল। হোয়াটসঅ্যাপে কাউকে কোনও ম্যাসেজ পাঠালেই, পরিষ্কার ভাষায় লেখা থাকত — ম্যাসেজটি এনক্রিপটেড। অর্থাত্ যিনি ম্যাসেজটি পাঠাচ্ছেন এবং যাঁকে পাঠাচ্ছেন, তাঁদের দু’জনের বাইরে কেউই ওই তথ্যের নাগাল পাবে না। কিন্তু, এই দাবির সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে বলে খবর। কারণ, এখন নতুন বিপদ হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরদারির বিষয়টি।
সম্প্রতি পেগাসাস নামে একটি ম্যালওয়্যারের ব্যাপারে প্রচুর চর্চা হচ্ছে। তথ্যভিজ্ঞ মহলের মতে, ইজরায়েলি একটি সংস্থার তৈরি করা এই সফটওয়্যার দিয়ে কোন নির্দিষ্ট ব্যক্তির উপর নজরদারি চালানো সম্ভব। বিষয়টি সামনে আসতেই গোটা বিশ্বজুড়ে তুমুল আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু, সত্যি কি হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব? আদৌ কি হোয়াটসঅ্যাপ হ্যাক করে আপনার উপর নজরদারি চালানো যায়? একইসঙ্গে আমরা জানব এনএসও নামক সংস্থার-র ব্যাপারেও। পাশাপাশি কীভাবে এর সঙ্গে বাংলাও জড়িয়ে আছে, সে ব্যাপারেও আমরা আলোচনা করবে।
হোয়াটসঅ্যাপকে কি হ্যাক করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। ইজরায়েলের একটি সংস্থা এনএসও পেগাসাস নামে একটি স্পাইওয়্যার তৈরি করেছে। হোয়াটসঅ্যাপের সুরক্ষার ফাঁক গলে, যার মাধ্যমে নির্দিষ্ট কোনও ডিভাইস বা ফোন হ্যাক করা সম্ভব। হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এই ফাঁকের কথা চলতি বছরের মে মাস থেকে ধীরে ধীরে সামনে আসতে শুরু করে।
হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থার এই ফাঁক বা গলদকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তারা পেগাসাস স্পাইওয়্যার নামে একটি নজরদারি ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে। কিন্তু, মোবাইল ব্যবহারকারী ঘুণাক্ষরেও তা টের পাচ্ছেন না। এক্ষেত্রে হ্যাকাররা শুধু মাত্র আপনার ফোনে একটি হোয়াটস অ্যাপ ভিডিও কল করবে। আপনি সেই কল রিসিভ না করলেও, আপনার ফোন হ্যাক হয়ে যাবে। সিস্টেমে একবার এই ম্যালওয়্যার ইনস্টল হয়ে গেলে তা ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, ইমেল, ম্যাসেজ সহ ফোনে থাকা সমস্ত তথ্যে নজরদারি চালাতে সক্ষম। এমনভাবে এই ম্যালওয়্যার প্রোগ্রাম করা হয়েছে যে, ফোন বন্ধ করে চালালে বা ফ্যাক্টরি রিসেট, অপারেটিং সিস্টেম আপডেট করলেও এটি ফোনের মধ্যেই বাসা বেঁধে থাকে। এটি ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার, আইম্যাসেজ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, লাইন, উইচ্যাট ও ট্যাঙ্গোর মতো ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্যের উপর নজরদারি চালাতে পারে।
কীভাবে শুরু হল এই নজরদারি?
রাতারাতি এই স্পাইওয়্যার কাজ শুরু করেনি। ২০১৩ সাল থেকেই ফোনের মধ্যে আড়ি পাততে শুরু করে। ২০১৬ সালে প্রথম এর কথা জানা যায় এবং ২০১৯-এ বিশ্বের প্রতিটি প্রান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইজরায়েলি সংস্থার এই নজরদারি টুলস।
আইওএসের ৯.৩.৫ আপডেটটি আসার ঠিক দশদিন আগে এই সমস্যার কথা প্রকাশ্যে আসে। আরবের মানবাধিকার কর্মী আহমেদ মনসুর একটি টেক্সট ম্যাসেজ পান। তাতে লেখা ছিল, সংযুক্ত আরব আমিরশাহির জেলে বন্দিদের উপর অত্যাচারের বেশ কিছু গোপন তথ্য তাঁকে (আহমেদকে) দেওয়া হবে। এরসঙ্গে একটি লিঙ্কও আহমেদকে পাঠানো হয়। ওই মানবাধিকার কর্মী লিঙ্কটি পরীক্ষা কারার জন্য সিটিজেন ল্যাবে পাঠিয়ে দেন। এরপর লুকআউট সিকিউরিটি কোম্পানি নামে সংস্থার সঙ্গে জুটি বেঁধে এই লিঙ্কটি খতিয়ে দেখা হয়। তখনই পরিষ্কার হয়ে যায় যে, এর মাধ্যমে আহমেদের ফোনে স্পাইওয়্যার পাঠানো হয়েছিল। তিনি যদি লিঙ্কটি খুলতেন, তাহলে হ্যাকারদের কাছে তাঁর ফোনে থাকা সমস্ত তথ্য চলে যেত।
এরপরই এনএসও গ্রুপ নামে ইজরায়েলি স্পাইওয়্যার সংস্থার কথা সকলের সামনে তুলে ধরে। এরা বিভিন্ন সরকারকে পেগাসাস বিক্রি করে। কিন্তু, এই ম্যালওয়্যারের মাধ্যমে যে সব তথ্য তাদের হাতে আসে, সেগুলি তারা অন্য কাজেও ব্যবহার করে বলে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই স্পাইওয়্যারটির ব্যবহার নিয়ে লুকআউট নামক সংস্থাটি তাদের ব্লগে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকাতে এ ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস এবং টাইমস অব ইজরায়েল-এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহী ২০১৩ সাল থেকে এই স্পাইওয়্যার ব্যবহার করছে।
এবারই কি প্রথম হোয়াটসঅ্যাপের ত্রুটি-বিচ্যুতি নজরে এল?
একেবারেই নয়। এর আগেও বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থায় গলদ ধরা পড়েছে। ২০১৭ ও ২০১৮-তে একবার এবং ২০১৯-এ ৬ বার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। বেশিরভাগ সময়ই অজান্তে।
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে কাদের ফোন হ্যাক করা হয়েছে?
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক তথা সৌদির মানবাধিকার কর্মী জামাল খাস্তোগীকে এই স্পাইওয়্যারের মাধ্যমেই খুঁজে বের করে খুন করা হয়েছিল বলে শোনা যায়।
এই স্পাইওয়্যার ইতিমধ্যেই সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের ফোন হ্যাক করার কাজে ব্যবহার করা হয়েছে। ভারত সরকার এই ম্যালওয়্যার ব্যবহার করে কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট মহলের অনেকের মতে, প্রভাবশালী সাংবাদিক, সাংসদ, এনজিও, শিল্পপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে যে আড়ি পাতা হয়নি, তা হলফ করে কেউ বলতে পারবে না।
এই সফটওয়্যার কোথায় এবং কার থেকে কিনতে হয়?
এই সফটওয়্যারের আনুমানিক দাম প্রায় ৫৮ কোটি টাকা (প্রতি বছর ৫০০টি ফোনে নজরদারি চালানোর জন্য)। অর্থাত্ টাকা থাকলে যে কেউই এই সফটওয়্যার কিনতে পারে। নির্বাচনের সময় যেখানে কোনও দল ২০ হাজার কোটি টাকার বেশি খরচ করে বা কোনও কর্পোরেট সংস্থা (যাদের প্রতিটি প্রজেক্টের খরচ ২০০ কোটির বেশি) — তাদের ক্ষেত্রে লড়াইয়ে এগিয়ে থাকতে এই স্পাইওয়্যারকে কাজে লাগানো অস্বাভাবিক নয়।
প্রতিটি দেশে স্থানীয় ও জাতীয় স্তরে বিভিন্ন ডিস্টিবিউটররা এই সফটওয়্যার বিক্রি করে। ভারতে, এমনকী কলকাতাকেও এর বিক্রেতা পাওয়া যেতে পারে। (গুগলে একবার সার্চ করে দেখুন: মিলিটারি গ্রেড সলিউশন ইজরায়েল কলকাতা)। তবে ঠিক কারা কারা এই স্পাইওয়ার ব্যবহার করেছে সেই সম্পর্কে কোন কিছুই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
এই এনএসও গোষ্ঠীর মালিক কে?
মজার ব্যাপার হলো, এখানে কিন্তু বাংলার যোগ রয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই সফটওয়্যার এর প্রধান স্টেকহোল্ডার ছিল একটি আমেরিকান সংস্থা। নাম ফ্রান্সিস্কো পার্টনার। এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার একজন বাঙালি। তার নাম দীপাঞ্জন দেব। সুতরাং বলাই যায়, এই গোটা প্রক্রিয়ায় একজন বাঙালির মাথাও কাজ করেছে। এছাড়া এই সংস্থার ওয়েবসাইটে নজর দিলেই অন্যান্য মালিকদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে।
অনুলিখন: সুদীপ্ত সেন ও সৌম্য নিয়োগী
10th  November, 2019
কোয়ান্টাম কম্পিউটিংয়ের সূচনা গুগলের 

তবে কি ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র যুগ শুরু হল! মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের সর্বশেষ আবিষ্কার বিশ্বজুড়ে তেমন শোরগোলই ফেলে দিয়েছে। তারা দাবি করেছে, কম্পিউটিং বা পারফরম্যান্স বিবেচনায় প্রচলিত সব কম্পিউটারকে ছাপিয়ে গিয়েছে গুগল। অর্থাৎ, তারা নাকি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলেছে। 
বিশদ

10th  November, 2019
ডিএসএলআরের দিন শেষ! ফোনে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা 

সৌম্য নিয়োগী: ৪৮ মেগাপিক্সেল এখন অতীত। বাজার কাঁপাতে এসে গিয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। তবে তা কতদিন টিকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, স্যামসাং এনে ফেলেছে এমন এক প্রযুক্তি যা শুনলে আপনি হাঁ হয়ে যাবেন। আর তা হল ১০৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই নয়া সেন্সর। 
বিশদ

13th  October, 2019
কৃষকদের জন্য ট্রাক্টর, ফার্ম মেশিনারি ভাড়া দেওয়ার জন্য মোবাইল অ্যাপ আনল কেন্দ্র 

কৃষকদের সুবিধার্থে দু’টি অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার। একটি ‘সিএইচসি-ফার্ম মেশিনারি’ এবং দ্বিতীয়টি হল ‘কৃষি কিষাণ’। বহুভাষী ‘সিএইচসি-ফার্ম মেশিনারি’ অ্যাপটির মাধ্যমে কৃষকরা ট্র্যাক্টর এবং অন্যান্য ফার্ম মেশিনারি ভাড়া নিতে পারবেন। সম্প্রতি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এই অ্যাপ দু’টির উদ্বোধন করেন।  
বিশদ

13th  October, 2019
আর ব্যাঙ্ক নয়, ঋণ এবার স্মার্টফোনেই

সোহম কর: জরুরি পরিস্থিতি। হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়েছে মোটা টাকার। কী করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। হাতের কাছে ক্রেডিট কার্ডও নেই যে আপদকালীন টাকার প্রয়োজনটা মিটিয়ে ফেলবেন। উপায়? ছোটাছুটির কোনও দরকার নেই। প্রযুক্তি আর ইন্টারনেট এক লহমায় সেই সমস্যার সমাধান করে দিয়েছে। হাতে শুধু স্মার্টফোন থাকলেই হল। 
বিশদ

13th  October, 2019
দিল্লির কুয়াশাই দক্ষিণ এশিয়ার উষ্ণায়নের কারণ, বলছে গবেষণা 

মৃণালকান্তি দাস: ফি বছর অক্টোবর-নভেম্বর থেকে জমাট ধোঁয়াশায় শ্বাস-বন্ধের আশঙ্কায় ভুগছে দিল্লি। কুয়াশা দেখলে কু ডাকে অনেকের মনেই। রাজধানীর বাসিন্দারা খুব ভালো ভাবেই জানেন, এই যন্ত্রণা থেকে অদূর ভবিষ্যতেও তাঁদের নিষ্কৃতির সম্ভাবনা নেই বিন্দুমাত্র। 
বিশদ

13th  October, 2019
পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠ
চন্দ্রযান-২-এর পথ পরিক্রমা

  জিএসএলভি রকেটের যান্ত্রিক ত্রুটির জন্য শুরুতেই পিছিয়ে গিয়েছিল উৎক্ষেপণ। তারপর ২২ জুলাই চন্দ্রযান-২-এর সফল উৎক্ষেপণ ঘটান ইসরোর বিজ্ঞানীরা। আর ফিরে তাকাতে হয়নি। পরিকল্পনামাফিক পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে এগতে থাকে সেটি। একের পর এক লাফ দিতে দিতে পৌঁছে যায় চাঁদের কক্ষপথে।
বিশদ

11th  October, 2019
বায়ুসেনার যুদ্ধবিমানে সওয়ার আপনিও

সুদীপ্ত সেন: ভারতীয় বায়ুসেনার অংশ হতে চান? না, আপনাকে কোনও পরীক্ষায় বসতে বা শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে না। শুধু স্মার্ট ফোনের প্লে স্টোর থেকে ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স: দ্যা কাট অ্যাবভ’ গেমটি ডাউনলোড করে নিন। ব্যস! যুদ্ধবিমানের ককপিটে আপনি। এমআই-১৭ কপ্টার, মিরাজ, সুখোই উড়িয়ে শত্রু শিবিরে হামলা চালানোর জন্য তৈরি। 
বিশদ

29th  September, 2019
আইফোন ১১ সিরিজ: পাওয়া-না পাওয়া
টু কি টা কি

বেশ কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্য আইফোন ১১ সিরিজ বাজারে এনেছে অ্যাপল। প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুকে। ভারতে পাওয়া যাচ্ছে ২৭ সেপ্টেম্বর থেকে। এই মুহূর্তে যাঁদের কাছে আগের মডেলগুলি রয়েছে, তাঁদের অনেকেই ‘আপগ্রেড’ হওয়ার ইচ্ছায় নতুন মডেলটি কে‌‌নার পরিকল্পনা করছেন। তবে, এর বিরুদ্ধ মতও আছে। 
বিশদ

29th  September, 2019
হাইসেনবার্গ হয়তো এখানেই আছেন 

অ্যালবার্ট আইনস্টাইনের মতোই আরও এক বিখ্যাত জার্মান পদার্থ বিজ্ঞানী ছিলেন ওয়ার্নার কার্ল হাইসেনবার্গ। তাঁকে কোয়ান্টাম মেকানিক্সের জনকও বলা যায়। হাইসেনবার্গের যে তত্ত্বটি তাঁর আবিষ্কারগুলির মধ্যে অন্যতম, তা হল আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি।  
বিশদ

29th  September, 2019
শেয়ার বাজারে লগ্নিকারীদের জন্য দু’টি আ্যাপ আনল জেআরকে গোষ্ঠী 

মিউচ্যুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে লগ্নিকারীদের জন্য দু’টি পৃথক মোবাইল অ্যাপ বাজারে আনল জেআরকে গোষ্ঠী। অ্যাপ দু’টির নাম জেআরকে মিউচ্যুয়াল ফান্ড এবং জেআরকে কানেক্ট। যার সাহায্যে গ্রাহকরা মোবাইল থেকে সহজেই শেয়ারবাজার ও মিউচ্যুয়াল ফান্ডে এসআইপি (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) বা অন্যান্য বিনিয়োগ করতে পারবেন।  
বিশদ

29th  September, 2019
জিপিএসের জায়গা নেবে ইসরোর ‘নাবিক’, মিলল ছাড়পত্র 

নেভিগেশন প্রযুক্তিতে স্বনির্ভর হল ভারত। সৌজন্যে ইসরো। গত বছর এপ্রিল মাস থেকে নিজস্ব কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে দিক নির্দেশনায় স্বাবলম্বী হয়েছিল ভারত। এতদিনে মিলল স্বীকৃতি। সম্প্রতি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নেভিগেশন প্রযুক্তি ‘নাবিক’কে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মোবাইল প্রযুক্তি ও পরিষেবার মান নির্ণায়ক সংস্থা থ্রিজিপিপি। 
বিশদ

29th  September, 2019
ক্যাম স্ক্যানারে ভাইরাস
প্লে-স্টোর থেকে সরাল গুগল

গ্রাহক সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘ক্যাম স্ক্যানার’কে নিজেদের অ্যান্ড্রয়েড প্লে-স্টোর থেকে সরিয়ে দিল তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যাপটিতে ভয়ঙ্কর ‘ট্রোজান’ ভাইরাস মিলতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ‘ক্যাম স্ক্যানার’-এর লেটেস্ট ভার্সানে এই ভাইরাস মিলেছে।
বিশদ

08th  September, 2019
ভুয়ো অ্যাপ চেনার উপায়

 প্লে-স্টোর থেকে ক্যাম স্ক্যানারের মতো জনপ্রিয় অ্যাপ গুগল সরিয়ে ফেলতেই অ্যাপ ব্যবহারকারী তথা টেকপ্রেমীদের মধ্যে নতুন করে সংশয় জেগেছে। প্রশ্ন উঠতে শুরু করছে, কোন অ্যাপ আসল? কোন অ্যাপ ব্যবহার করলে সুরক্ষিত থাকবে ব্যক্তিগত গোপন নথি? কেন না, বর্তমান প্রযুক্তি-যুদ্ধে যে দেশের কাছে যত বেশি তথ্য রয়েছে, সেই দেশ তত বেশি শক্তিশালী।
বিশদ

08th  September, 2019
 কৃষ্ণগহ্বরের ছবি তুলে বিজ্ঞানে অস্কার

  ইতিহাস গড়ে ৫ কোটি ৫০ লক্ষ আলোকবর্ষ দূরে (ম্যাসিয়ার ৮৭-গ্যালাক্সির কেন্দ্রে) অবস্থিত কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল)-এর ছবি তুলেছিলেন একদল বিজ্ঞানী। সেই বেনজির কৃতিত্বের জন্য ফান্ডামেন্টাল ফিজিক্সে ব্রেকথ্রু পুরস্কারে সম্মানিত হতে চলেছেন তাঁরা। পোশাকি নাম ‘অস্কার অব সায়েন্স’ বা বিজ্ঞানের অস্কার।
বিশদ

08th  September, 2019

Pages: 12345

একনজরে
একাকী বৃদ্ধা শুয়ে হাসপাতালে। চিকিৎসা খরচ কীভাবে মেটাবেন, তা ভেবেই ঘুম উড়েছিল তাঁর। সাহায্যে এগিয়ে এল মহেশতলা পুরসভা। জেলার স্বাস্থ্যসাথী সেলে ফোন করার একদিনের মাথায় ...

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জয়ের পর ভারতীয় দলকে কুর্নিশ জানালেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ...

সংসদ ভবনের ক্যান্টিনে ভর্তুকিতে খাওয়ার দিন ফুরতে চলেছে। দামি হচ্ছে ওই ক্যান্টিনের খাবার। মোটামুটি বাজার দরেই তা কিনে খেতে হবে সাংসদদের। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন লোকসভার ...

‘হোয়াইট হাউসে আমার ও ডোনাল্ডের সময় এবার হয়ে এসেছে। তবে যতদিন এখানে কাটিয়েছি এবং যে যে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাঁদের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকবে।’ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ ঘটবে। হঠাৎ প্রেমে পড়তে পারেন। কর্মে উন্নতির যোগ। মাঝেমধ্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি কলেজ) যাত্রা শুরু
১৮৯২ - আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু
১৯৭২: নতুন রাজ্য হল অরুণাচল প্রদেশ ও মেঘালয়
১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু
১৯৯৩: মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মৃত্যু
১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৬ টাকা ৭৪.০৭ টাকা
পাউন্ড ৯৭.৯০ টাকা ১০১.৩৩ টাকা
ইউরো ৮৬.৯৮ টাকা ৯০.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,৮২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,২৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ মাঘ ১৪২৭, বুধবার, ২০ জানুয়ারি ২০২১, সপ্তমী ১৭/১২ দিবা ১/১৬। রেবতী নক্ষত্র ১৫/৩৪ দিবা ১২/৩৬। সূর্যোদয় ৬/২২/৫১, সূর্যাস্ত ৫/১২/৩০। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৬ গতে ৩/২ মধ্যে। রাত্রি ৮/৪৩ গতে ১০/২৯ মধ্যে। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে। 
৬ মাঘ ১৪২৭, বুধবার, ২০ জানুয়ারি ২০২১, সপ্তমী দিবা ১/৪০। রেবতী নক্ষত্র দিবা ১/৩০। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১১। অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ১১/২৯ মধ্যে ও ৩/১০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/১০ মধ্যে এবং রাত্রি ৮/৫০ গতে ১০/৩৩ মধ্যে। কালবেলা ৯/৭ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৪৯ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৭ গতে ৪/৪৭ মধ্যে। 
৬ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শপথ নিলেন বাইডেন ও কমলা
 

৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। পাশাপাশি ...বিশদ

10:29:36 PM

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা 

10:22:12 PM

বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক রাজ্যের
আজ বিকেল সাড়ে পাঁচটায় বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক রাজ্যের ...বিশদ

04:11:18 PM

আজ মালদিভে পৌঁছলো ভারত সরকার প্রদত্ত করোনার ভ্যাকসিন

03:55:00 PM

আজ ভুটানে পৌঁছলো ভারতের প্রদত্ত করোনার ভ্যাকসিন

03:52:00 PM

বিজেপি-তে যোগ দিতে শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ দিল্লিতে

03:44:10 PM