বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
২০২৩ বিশ্বকাপের পর ওডিআইতে বিরাটের ব্যাটে মাত্র একটি অর্ধশতরান এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য শুরুটা মন্দ করেনি কোহলি। তবে সেট হয়েও ২২ রানে উইকেট ছুড়ে এসেছেন। এই নিয়ে টানা ছ’বার স্পিনারের শিকার হলেন ভিকে। প্রসঙ্গক্রমে কুম্বলের সংযোজন, ‘বিরাট স্পিন ভালো খেলে। দুবাইয়ের উইকেটে স্ট্রাইক রোটেট করাটা জরুরি। কিন্তু ও বড় রানের জন্য ঝুঁকিপূর্ণ শট খেলছে।’ এরপর রোহিত শর্মা সম্পর্কে তিনি বলেন, ‘ওকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ওপেন করতে নেমে ও আগ্রাসী ক্রিকেট মেলে ধরার চেষ্টা করে। রোহিত জানে যে, ওর পরেও ভরসা করার মতো অনেক ব্যাটসম্যান রয়েছে। বিরাটকেও একই উপায়ে চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে।’