বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
এদিকে, জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড তুখোড় ক্রিকেট উপহার দিতে চায় মিনি বিশ্বকাপে। তবে কোচ ম্যাকালামের ক্রিকেট দর্শনের সঙ্গে ছেলেরা মানিয়ে নিতে পারছেন না। ফলে প্রত্যাশিত সাফল্য থেকে ইংল্যান্ড বঞ্চিত। শক্তির নিরিখে অবশ্য অস্ট্রেলিয়ার থেকে কোনও অংশে কম নয় তারা। কড়া টক্কর দিতে তৈরি ইংরেজরা। ফিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ব্যাটসম্যান ম্যাচ জেতাতে সক্ষম। স্পিনার আদিল রশিদ দুরন্ত ফর্মে। জোফ্রা আর্চার ও মার্ক উডের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
(ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সরাসরি সম্প্রচার।)