বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
বার্সেলোনা শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে। গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার পর্তুগিজ ক্লাবটির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ জয় ছিনিয়ে নেয় হ্যান্স ফ্লিক-ব্রিগেড। উল্লেখ্য, গ্রুপ পর্বে টেবিলে শীর্ষস্থানে শেষ করে লিভারপুল। প্রি কোয়ার্টার-ফাইনালে আর্নে স্লটের দল খেলবে পিএসজি’র বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দেশেরই ক্লাব বেয়ার লেভারকুসেনকে।