বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
চলতি টুর্নামেন্টে ২০ ম্যাচে ২১ পয়েন্ট সাউলদের। এই মুহূর্তে কেরল ব্লাস্টার্স, পাঞ্জাব ও চেন্নাইয়ানের পয়েন্ট ২৪। অর্থাৎ ভিদাল, লুকা ম্যাজেনদের টপকে অবস্থান বদলের মোক্ষম সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে। শুক্রবার কলকাতায় অনুশীলন করে বিকেলের ফ্লাইটে দিল্লি পৌঁছয় অস্কার ব্রিগেড। চোটের কারণে নেই রিচার্ড সেলিস। তাঁর সঙ্গে মাত্র কয়েক ম্যাচের চুক্তি। তার মধ্যেই আবার কাফ মাসলের চোট। হয়তো খবর পেয়ে গিয়েছেন, এখানে সুলভে চোট সারানো হয়। পেশাদার ফুটবলার। সামান্য দায়বদ্ধতাও নেই।
পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া বিদেশি স্ট্রাইকারেই দল সাজাবেন অস্কার। ব্যাক ফোরে রাকিপ, লালচুংনুঙ্গা, হেক্টর আর নিশু কুমার। মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকার শৌভিকের সঙ্গে আনোয়ারকে জুড়ে দেওয়ার সম্ভাবনা। দুই উইং হাফে বিষ্ণু আর মহেশ। পিরামিডের চূড়ায় দিয়ামানতাকোস আর মেসি বৌলিকে অনুশীলন করান ব্রুজোঁ। স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপো আর ডেভিডকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের ভাবনা রয়েছে। তবে প্রাক্তন ফুটবলারদের ধারণা, ডেভিডকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়া প্রয়োজন। অল্প সুযোগেই বারবার নিজেকে প্রমাণ করেছেন মিজো তরুণ। মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হাফ টার্নে দুরন্ত ভলিতে জাল কাঁপান তিনি। অর্থাৎ ‘টাচে’ আছেন ডেভিড।
প্রতিপক্ষ পাঞ্জাবও বেশ বেকায়দায়। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে তারা। তিন পয়েন্ট তুলে নিয়ে সেরা ছয়ের আশা জিইয়ে রাখতে মরিয়া প্যানাজিওটেস দিমপেরিসের দল।
(ম্যাচ শুরু বিকেল পাঁচটায়।)
(সম্প্রচার স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেলে।)