একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
শনিবার ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিং ভারতীয় শিবিরে প্রত্যাবর্তনের যে আশা জাগিয়েছিল, রবিবার সাতসকালেই তা শেষ হয়ে যায়। মাত্র ১৬ রানেই বাকি চার উইকেটের পতন। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ১৬২। সিডনির বাইশ গজে পেসারদের জন্য ছিল বাড়তি সুবিধা, যা কাজে লাগান বোল্যান্ডরা। কিন্তু বুমরাহহীন এই ভারতীয় বোলিং যে ‘অনাথ’ সেটা প্রমাণ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। কঠিন পিচেও মাত্র ৪ উইকেট হারিয়েই জয়ের কড়ি জোগাড় করে ফেলে তারা। প্রসিদ্ধ কৃষ্ণা শুরুতে জ্বলে উঠলেও উল্টোদিক থেকে কোনও সাহায্য পেলেন না। এই সফরের ব্যর্থতার জন্য ব্যাটসম্যানরা যেমন দায়ী, তেমনি বুমরাহ বাদে বাকি বোলাররাও সমালোচনার ঊর্দ্ধে নন। লাইন লেংথের ব্যাকরণ ভুলে মনের খুশিতে রান বিলোলেন সিরাজ। প্রসিদ্ধ পর পর কনস্টাস, লাবুশানে, স্মিথকে ফিরিয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু ১৬২ রানের পুঁজি আগলানোর জন্য তা যথেষ্ট ছিল না। সিরাজ যখন খাওয়াজাকে ফেরালেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রাভিস হেড এবং ওয়েবস্টার দুলকি চালে অস্ট্রেলিয়াকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।
পারথ থেকে সিডনি— দীর্ঘ দেড় মাসের সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স গ্রাফ চুড়ো থেকে তলানিতে। রোহিতদের হতশ্রী পারফরম্যান্স দেখে ক্রিকেট দেবতাও হয়তো চাননি যে, ডব্লুটিসি ফাইনালে খেলুক ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে পরাজয়। শেষ আটটি টেস্টের মধ্যে ছয়টিতেই হেরেছে কোচ গৌতম গম্ভীরের দল। জয় মাত্র একটি ম্যাচে। ব্রিসবেনে বৃষ্টিতে ম্যাচ ড্র না হলে লজ্জা আরও বাড়ত। কখনও কখনও মনে হয়েছে, লড়াইটা যেন এগারো জন অজির সঙ্গে একা যশপ্রীত বুমরাহর। পাঁচ টেস্টে তাঁর সংগ্রহ ৩২ উইকেট। এই সাফল্য আরও উজ্জ্বল হতে পারত সিডনিতে তিনি পুরোদমে বল করতে পারলে।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ধরাশায়ী হওয়ার পিছনে রোহিত, কোহলির মতো মহাতারকাদের অফ ফর্ম অবশ্যই বড় কারণ। কিন্তু লোকেশ রাহুল, শুভমান গিলরাই বা কী করলেন? ন্যূনতম ধারাবাহিকতা নেই। যশস্বী কিংবা নীতীশের লড়াই প্রশংসনীয় কিন্তু আসল সময়ে তাঁরাও জ্বলে উঠতে ব্যর্থ। ঋষভের ব্যাটিং দৃষ্টিনন্দন হলেও টেস্ট ক্রিকেটের সঙ্গে বড়ই বেমানান। ৯টা ইনিংসে ভারত তাই মাত্র তিনবার দুশোর গণ্ডি টপকাতে সক্ষম হয়েছে। ভুল দল নির্বাচনও পতনের পথ প্রশস্ত করেছে। তার দায় এড়াতে পারেন না কোচ গৌতম গম্ভীর। ‘কোটা’র কোচ হলে এমনটাই প্রত্যাশিত। শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজে পরাজয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই এবং ৪৬ রানে অল-আউটের লজ্জা। সর্বোপরি অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকর ট্রফি খুইয়ে ডব্লুটিসি ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ। কোচ গম্ভীরের মার্কশিট কেন সামনে আসবে না? কেন তাঁর কাছে চাওয়া হবে না কৈফিয়ৎ? কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস নেই বোর্ড কর্তাদের। তাঁরা তো কাঠের পুতুল। গম্ভীর হলেন ‘শাহ’ পরিবারের খাস বন্ধু। বিজেপির প্রাক্তন সাংসদ। তাই দেশের নাম ডুবলেও তাঁর গায়ে আঁচড় লাগার নয়। এমনটা কতদিন চলবে? আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে। ‘গুরু’ গম্ভীর নিশ্চয়ই টের পাচ্ছেন, আইপিএল আর আন্তর্জাতিক মঞ্চে কোচিং করানোর মধ্যে বিস্তর ফারাক। জাতীয় দলের দায়িত্ব তাই ক্ষমতা বহির্ভুত মনে হলে মানে মানে কেটে পড়াই ভালো।