একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
চলতি মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে মুম্বই। গত ম্যাচে নর্থইস্টের কাছে তিন গোল হজম করেছেন তিরিরা। লাল-হলুদ কোচ অস্কার অবশ্য প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘গত ম্যাচে মুম্বই হেরেছে ঠিকই, তবে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। উইং থেকে দ্রুত আক্রমণে উঠে আসে ওরা। সেই সব কথা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে।’
গত ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় সোমবার অনিশ্চিত শৌভিক। তাই আনোয়ারকে ফের একবার ডিফেন্সিভ মিডিও পজিশনে ব্যবহার করতে চলেছেন কোচ। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন হেক্টরও। ছাংতেদের শান্ত রাখতে দুই বিদেশি ডিফেন্ডারে দল সাজাবেন অস্কার। আপফ্রন্টে ক্লেটনের সঙ্গে শুরু করবেন দিয়ামানতাকোস। এবার ১৩ ম্যাচে ১৬টি গোল হজম করেছে মুম্বই। প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতা কাজে লাগাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরা লক্ষ্য ক্লেটনদের।
আইএসএলে আটবারের সাক্ষাতে পাঁচবার শেষ হাসি হেসেছে মুম্বই। মাত্র একবার জিতেছে ইস্ট বেঙ্গল। অতীতের এই পরিসংখ্যান অবশ্য মাথায় রাখতে নারাজ মুম্বই কোচ পিটার ক্র্যাটকি। তাঁর কথায়, ‘গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ইস্ট বেঙ্গল গত কয়েকটি ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়া চলবে না।’ তবে চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না মুম্বই সিটি। ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডকে যা বাড়তি সুবিধা করে দেবে।
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।