বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
মেলবোর্ন টেস্টের আগে বুমরাহর ঝুলিতে ছিল ৯০৪ রেটিং পয়েন্ট। ফলে আগেই অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। নিশ্চিত হয়েছিল বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও। মেলবোর্ন টেস্টের দুরন্ত পারফরম্যান্স বাকি বোলারদের থেকে তাঁর দূরত্ব অনেকটাই বাড়িয়েছে। ঠিক পিছনেই আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৩। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ৬৪ পয়েন্ট উপরে রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৮৩৭ পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে। বুমরাহ বাদে ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ৭৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে তিনি। উল্লেখ্য, চলতি সিরিজে বুমরাহ একার কাঁধে টানছেন ভারতীয় দলকে। সিডনি টেস্টে তাঁর সামনে আরও একটি নজির গড়ার হাতছানি। বর্ডার-গাভাসকর ট্রফির এক সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার ইতিহাস রচনা থেকে মাত্র তিনটি শিকার দূরে তিনি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন ২০০১ সালে হরভজন সিংয়ের ৩২টি উইকেটের কীর্তি। আপাতত বুমরাহর দখলে ৩০টি উইকেট।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল (৮৫৪ পয়েন্ট)। তাঁর সামনে রয়েছেন জো রুট (৮৯৫ পয়েন্ট), হ্যারি ব্রুক (৮৭৬ পয়েন্ট) ও কেন উইলিয়ামস (৮৬৭ পয়েন্ট)। বিরাট কোহলি ২৪ ও রোহিত শর্মা ৪০ নম্বরে নেমে গিয়েছেন।