বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
গত দু’বার ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য হ্যারের হ্যাটট্রিকের আশঙ্কা দূর করতে সফল প্যাট কামিন্স বাহিনী। মেলবোর্ন টেস্টে দুর্দান্ত জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে অজিরা ২-১ ব্যবধানে এগিয়ে। স্বাভাবিকভাবেই সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্টে বাড়তি মনোবল নিয়ে তাঁরা মাঠে নামবেন। তবে সাফল্যের মাঝে অজি শিবিরকে কিছুটা চিন্তায় ফেলেছে মিচেল স্টার্কের ফিটনেস ইস্যু। এমসিজি টেস্টের তৃতীয় দিনে পাঁজরে ব্যথা অনুভব করেছিলেন তারকা পেসার। তা সত্ত্বেও তিনি হাত ঘুরিয়েছিলেন এবং তুলে নিয়েছিলেন কোহলির উইকেট। সিডনিতে স্টার্কের খেলা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই সম্ভাবনা খারিজ করে দিলেন দলের উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। তিনি জানিয়েছেন, ‘ আমার মনে হয় না এটা নিয়ে তেমন চিন্তার কিছু আছে। সিরিজ জেতার সুযোগ আমাদের সামনে। এই পরিস্থিতিতে চোটকে তুড়ি মেরে স্টার্ক অবশ্যই মাঠে নামতে চাইবে।’