বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারকে একথা না বললেও গম্ভীরের বার্তা স্পষ্ট, ভুল শুধরে সিডনিতে ঘুরে দাঁড়াতে না পারলে অনেকের ঘাড়েই কোপ পড়বে। সেই তালিকাটা বেশ দীর্ঘ হতে পারে। রোহিতের সঙ্গে জাদেজা, কোহলিরও টেস্ট ক্রিকেটে অবসরের নীল নকশা তৈরির কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। আকাশ দীপের মতো মধ্যমানের পেসারদের দরজাও বন্ধ হতে পারে।
প্রথম টেস্টে দুর্দান্ত জয়। তারপর ক্রমাগত অধঃপতন। তার কারণ খোঁজার কাজ চলছে। তবে এটা নির্দ্বিধায় বলা যায় যে, তারকা ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছেন। আবার বোলিংয়ে বুমরাহকে ন্যুনতম সাহায্য করার মতো কেউ নেই। এই পরিস্থিতিতে সিডনি টেস্ট জিতে সিরিজ ড্র করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপাতে হবে টিম ইন্ডিয়াকে।
ক্রিকেটারদের সতর্ক করলেও চাপ কাটিয়ে ওঠার সময় দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বর্ষবরণের রাতে সিডনির রাজপথে স্ত্রী অনুষ্কার হাত ধরে কোহলির ঘুরে বেড়ানোর ছবি সামনে এসেছে। সঙ্গী হয়েছিলেন আর এক ক্রিকেটার। বুধবার ভারতীয় ক্রিকেটাররা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। টিম হোটেল থেকে বেরনোর সময় কোহলিকে ঘিরে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি অটোগ্রাফও দেন। তবে ক্যাপ্টেন রোহিত ও কোচ গম্ভীর ব্যাজার মুখে পাশ কাটিয়ে টিম বাসে উঠে পড়েন।
নতুন বছরের প্রথম দিনে ব্যাট-বল থেকে দূরেই ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ৩ জানুয়ারি সিডনি টেস্ট শুরু। তার আগে ২ তারিখ ভারতীয় দল পুরোদমে অনুশীলন করবে বলে খবর। শোনা যাচ্ছে, শুভমান গিলকে প্রথম একাদশে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে কাকে বাদ দেওয়া হবে, তা লাখ টাকার প্রশ্ন। রোহিতকে ফের মিডল অর্ডারে ঠেলে দেওয়া হয় কিনা, সেটাও দেখার।