বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
চলতি মরশুমের শুরুতে এই তরুণ স্প্যানিশ উইঙ্গারকে সই করায় বার্সা। লিগে ১১ ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তবে ২০২৫ সালে লিগের নিয়মানুসারে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ বার্সেলোনা। এমন পরিস্থিতিতে ওলমোর পাশাপাশি পাও ভিক্টরকে নতুন বছরে কোনও ম্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না তারা। এমনকী, ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা রয়েছে। গোটা বিষয়টা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন ক্লাব কর্তারা। তাদের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব পুননির্মিত ক্যাম্প ন্যু’য়ের সব ভিআইপি আসন ১০০ মিলিয়ন ইউরোতে বিক্রি করা। ক্লাবের আয়ের শতাংশ বাড়লে তা ফুটবলারের বেতনের পরিমাণে প্রভাব ফেলবে।