বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
আইএসএলে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে শীর্ষে মোহন বাগান। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে হায়দরবাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। ফার্স্ট বয়দের কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবে ব্যাকবেঞ্চাররা? বিশেষজ্ঞদের ধারণা, লিস্টনদের আরও একটা জয় পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবে হোসে মোলিনা অন্য ধাতুতে গড়া। সতর্ক মন্তব্য, ‘সব ম্যাচ কঠিন। অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই।’চোট আর কার্ড সমস্যায় যথাক্রমে পেত্রাতোস আর আপুইয়াকে পাচ্ছেন না মোলিনা। মাঝমাঠে দীপক টাংরিকে তৈরি রাখা হচ্ছে। পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে প্রথম একাদশে দেখার প্রবল সম্ভাবনা। অন্যদিকে, সদ্য বিয়ে করেছেন মনবীর সিং। গত কয়েকদিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। হোসে মোলিনা ওসব নিয়ে ভাবতে নারাজ। কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নামানো নিয়ে দ্বিধায় তিনি। অনুশীলনে অনেকটাই ঝরঝরে দেখাল স্কটিশ ফুটবলারকে। হয়তো কিছুক্ষণ খেলবেন তিনি। সাংবাদিক সম্মেলনে কোচের পরেই এলেন টম আলড্রেড। মরশুমের শুরুতে অনেকেই খরচের খাতায় ফেলে দেন তাঁকে। আলবার্তোকে পাশে নিয়ে আলড্রেড অবশ্য মোটামুটি ভালোই ভরসা দিচ্ছেন। মুচকি হেসে মজা করে জানালেন, ‘আলবার্তোর মতো গোল করতে চাই।’ তবে প্রতিপক্ষ নিয়ে তিনিও বেশ সতর্ক। গত ম্যাচে ইস্ট বেঙ্গলকে রুখে দিয়েছে হায়দরাবাদ। আলেক্স সাজি, কোরিয়া, আব্দুল রবিরা কয়েকটা স্পেলে বেশ ভয়ঙ্কর। আলড্রেড বলছেন, ‘দলটা বেশ গতিশীল। ডেড বল মুভমেন্টও শক্তিশালী। ক্লিনশিট বজায় রাখতে হবে।’ তিন পয়েন্টের পাশাপাশি দুর্গ অক্ষত রাখাই টার্গেট। এই ধরনের ম্যাচে শুরুতে লক্ষ্যভেদ হলে চাপ অনেকটাই কমে যায়। তাই হায়দরাবাদকে ঘাড়ে চাপতে দিতে চান না মোলিনা। অন্যদিকে, মোহন বাগান বনাম হায়দরাবাদ ম্যাচে বিনামূল্যে টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ৪০ হাজার টিকিট ছাড়া হয়েছে। বুধবার বিকেলে মোহন বাগান তাঁবুতে টিকিট সংগ্রহের জন্য ভিড় জমান সমর্থকরা। সবমিলিয়ে, নতুন বছরের শুরুতেই সবুজ-মেরুনে রেঙে উঠতে তৈরি যুবভারতী।