Bartaman Patrika
খেলা
 

প্রত্যাশামতো রিভেরাই ইস্ট বেঙ্গলের কোচ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতোই ইস্ট বেঙ্গলের কোচের হটসিটে বসলেন মারিও রিভেরা ক্যাম্পেসিনো। একইদিনে কলকাতা ছাড়লেন একদা ইস্ট বেঙ্গলে মারিও’র সিনিয়র সহকর্মী চিফ কোচ আলেজান্দ্রো। বৃহস্পতিবার ভোরে কলকাতা বিমানবন্দরে আলেজান্দ্রোকে বিদায় জানাতে হাজির ছিলেন ইস্ট বেঙ্গলের এক শ্রেণীর সমর্থকরা। গত দু’বছরে বিন্দুমাত্র সাফল্য এনে দিতে না পারলেও স্প্যানিশ কোচের বিদায়বেলায় এই আদিখ্যেতা অবশ্যই চোখে পড়ার মতো।
আলেজান্দ্রো এখন অতীত। প্রথম বছরে এই স্প্যানিশ কোচই ইস্ট বেঙ্গলে নিয়ে এসেছিলেন মারিও রিভেরাকে। কিন্তু গত বছর তাঁর সঙ্গেই ইগো সমস্যায় দায়িত্ব ছেড়ে স্পেনে ফিরে গিয়েছিলেন মারিও। এই বছর তাঁর জায়গায় আলেজান্দ্রোর সঙ্গে সহকারী ও দোভাষীর কাজ করেছেন জোসেফ ফেরে (কোকো)। জোসেফ পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে সিঙ্গাপুরে চলে যাওয়ার পরই আলেজান্দ্রোও ইস্ট বেঙ্গলে যবনিকা টানলেন।
মারিও রিভেরার সঙ্গে ৩১ মে পর্যন্ত চুক্তি করেছে ইস্ট বেঙ্গল। আগামী দু’দিনের মধ্যে ভিসার আবেদন করবেন উয়েফা প্রো-লাইসেন্স কোচিং ডিগ্রি থাকা মারিও রিভেরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তাঁর কলকাতায় চলে আসার কথা। রিভেরা আসার পর তিনি ইস্ট বেঙ্গলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। তাঁকে সাহায্য করবেন উয়েফা প্রো ‘বি’ লাইসেন্স কোচিং ডিগ্রি থাকা স্প্যানিশ মার্শাল ট্রুলস সেভিলানো ও আরেক সহকারী বাস্তব রায়। আলেজান্দ্রোর অনুরোধে ইস্ট বেঙ্গলে থেকে যাওয়া ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোডারের কাজে দারুণ খুশি কোয়েস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আপাতত মারিও রিভেরা না আসা পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন মার্শাল ও বাস্তব।
এবার ইস্ট বেঙ্গলের কোচের দৌড়ে ছিলেন মরক্কোর করিম বেঞ্চারিফা। কিন্তু ইস্ট বেঙ্গলের এই স্কোয়াডকে মারিও রিভেরা খুব ভালো করে চেনেন। ফলে আই লিগ পর্যন্ত তার উপরও ভরসা রেখেছে কোয়েস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আলেজান্দ্রো চলে যাওয়ার পর হঠাৎ বৃহস্পতিবার তাঁর প্রতি নমনীয় মনোভাব দেখিয়েছেন ইস্ট বেঙ্গলের সাবেক শীর্ষ কর্তা দেবব্রত সরকার। দলগঠনে কোয়েসের ব্যর্থতাকে ইঙ্গিত করে এদিন সকালে সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে দলের প্র্যাকটিসের পর তিনি বলেন, ‘কোচ চলে যাওয়াটা সত্যিই দুঃখজনক ঘটনা। আমরা জানতে পারলে আলেজান্দ্রোকে হয়তো যেতে দিতাম না। এমনকী কোয়েস কর্তা সুব্রত নাগও আগের কোচের পদত্যাগের খবর পেয়ে আকাশ থেকে পড়েন! ভাবতে পারিনি আলেজান্দ্রো পদত্যাগ করবেন। তবে সমস্যাটা অন্য জায়গায়। শুধু উনি নন, এই দল নিয়ে পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিকরাও কিছু করতে পারতেন না।’
বৃহস্পতিবার সকালে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেন স্ট্রাইকার ক্রোমা ও ডিফেন্ডার মনোতোষ চাকলাদার। দু’জনেরই ম্যাচ ফিট হতে একটু সময় লাগবে। এই দু’জনসহ ২০ জনের দল নিয়ে শুক্রবার সকাল ন’টার বিমানে কোয়েম্বাটোর রওনা হচ্ছে ইস্ট বেঙ্গল। ফিট না থাকায় চেন্নাই সিটি এফসি’র বিরুদ্ধে পাঠানো স্কোয়াডে নেই সামাদ আলি মল্লিক। ইস্ট বেঙ্গলের স্কোয়াডে রয়েছেন পাঁচ বিদেশি। কার্ড সমস্যার জন্য দলে নেই স্টপার মার্তি ক্রেসপি। তাঁর অভাব শনিবার অনুভূত হতে পারে।  

24th  January, 2020
ঝলমলে জয়ের আলোয় নিউজিল্যান্ড
সফর শুরু টিম ইন্ডিয়ার 

অকল্যান্ড, ২৪ জানুয়ারি: নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৩ রান তোলার পর অনেকেই হয়তো ভেবেছিলেন, বিরাট কোহলিরা ইডেন পার্কে প্রথম টি-২০ ম্যাচ জিততে পারবেন না। কিন্তু শ্রেয়াস আয়ার যখন বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন, তখনও এক ওভার খেলা বাকি। হাতে রয়েছে ৬টি উইকেট। 
বিশদ

এই জয় উপভোগ্য: কোহলি 

অকল্যান্ড, ২৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে একদিনের সিরিজ জেতার পর ভারতের আত্মবিশ্বাস যে অনেকটাই বেড়েছে তার প্রমাণ মিলল শুক্রবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজেই জিতল বিরাট কোহলি-ব্রিগেড। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। 
বিশদ

চতুর্থ রাউন্ডে উঠলেন ফেডেরার ও ডকোভিচ
বিদায় সেরেনা উইলিয়ামসের

মেলবোর্ন, ১৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। শুক্রবার মেলবোর্ন পার্কে চীনের ওয়াং কিয়াংয়ের কাছে ৬-৪, ৬-৭ (২-৭), ৭-৫ সেটে হেরে যান ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিনী তারকা। আসলে সারা ম্যাচে সেরেনার ৫৬টি আনফোর্সড এরর’ই পার্থক্য গড়ে দেয়। 
বিশদ

রবার্তো ফারমিনোর গোলে জয়ী লিভারপুল 

লন্ডন, ২৪ জানুয়ারি: বিরতির মিনিট পাঁচেক আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছেড়েছেন সাদিও মানে। মিশরের মহম্মদ সালাহও যেন গোলভাগ্য ফেলে এসেছেন ড্রেসিং-রুমে। এই দু’জনের চোট ও ব্যর্থতাকে ঢেকে দিল রবার্তো ফারমিনোর গোলক্ষুধা।
বিশদ

মনোজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলা দল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরটা বেশ ভালোই যাচ্ছে মনোজ তিওয়ারি। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার বাংলার নেতৃত্ব ফিরে পেলেন তিনি। অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে খেলতে যাচ্ছেন। তাই দিল্লির বিরুদ্ধে রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না অভিমন্যু। 
বিশদ

হারল ভারতের ‘এ’ দল, তিন উইকেট ঈশানের 

ক্রাইস্টচার্চ, ২৪ জানুয়ারি: নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি ওয়ান ডে ম্যাচে ২৯ রানে হেরে গেল ভারতীয় ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান তুলেছিল কিউয়িরা। ওপেনার জর্জ ওয়ার্কার অনবদ্য শতরান করেন। ১৪৪ বলে ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
বিশদ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন কোহলি 

দুবাই, ২৪ জানুয়ারি: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি। গত নভেম্বরে ভারত শেষ টেস্ট খেললেও ৯২৮ পয়েন্টে নিয়ে এখনও এক নম্বরেই রয়েছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিরাটের থেকে ১৭ পয়েন্ট কম রয়েছে স্মিথের।
বিশদ

নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে আগরকরও 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: জাতীয় নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন প্রাক্তন তারকা পেসার অজিত আগরকর, বেঙ্কটেশ প্রসাদ। শোনা যাচ্ছে, এমএসকে প্রসাদের জায়গায় পশ্চিমাঞ্চল থেকে অজিত আগরকর নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে পারেন। সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বেঙ্কটেশ প্রসাদও। 
বিশদ

বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক প্রিয়মদের 

ব্লোমফন্টেন, ২৪ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করল ভারতীয় দল। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে প্রিয়ম গর্গের নেতৃত্বাধীন দল। প্রথমে ব্যাট করে ভারত ২৩ ওভারে বিনা উইকেটে তুলেছিল ১১৫ রান। 
বিশদ

সাইনা-সিন্ধু উভয়ে প্রিয়: গোপীচাঁদ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার টাটা স্টিল আয়োজিত এক অনুষ্ঠানে শহরে হাজির হয়েছিলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুয়েল্লা গোপীচাঁদ। সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু তাঁর অন্যতম সেরা দুই ছাত্রী। এঁদের মধ্যে সেরা কে জানতে চাওয়া হলে গোপীচাঁদের উত্তর, ‘সাইনা ও সিন্ধু, উভয়েই আমার খুব প্রিয়। 
বিশদ

দ্বৈত ভূমিকায় তৃপ্ত রাহুল 

অকল্যান্ড, ২৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন লোকেশ রাহুল। তারপর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে এই ভূমিকায় পাকাপাকিভাবে চাইছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। শুক্রবার ইডেন পার্কে দুই ভূমিকাতেই সফল রাহুল। 
বিশদ

এবার মিশন নিউজিল্যান্ড, আত্মবিশ্বাসী কোহলিরা 

অকল্যান্ড, ২৩ জানুয়ারি: গত বছর নিউজিল্যান্ডের কাছে সেমি-ফাইনালে হেরে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাট কোহলিদের। আর সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার অকল্যান্ডে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ‘টিম ইন্ডিয়া’। কিউয়িদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে, দু’টি টেস্ট ম্যাচও খেলবে ভারত। 
বিশদ

24th  January, 2020
প্রতিশোধের ভাবনা মাথায় নেই কোহলির 

অকল্যান্ড, ২৩ জানুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের ভাবনা মাথায় রাখছেন না বিরাট কোহলি। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরুর আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, কিউয়ি ক্রিকেটারদের সঙ্গে তাঁদের সম্পর্ক এতটাই মধুর যে, সেখানে বদলা শব্দটা বড় বেশি বেমানান। 
বিশদ

24th  January, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎপাদন কম থাকায় দাম বাড়ছে হু হু করে। সেকারণেই কুমোরটুলিতে শোলার বদলে সরস্বতী প্রতিমার সাজে ব্যবহার বাড়ছে জরির অলঙ্কারের। মৃৎশিল্পীদের কথায়, প্রতিমা তৈরির সরঞ্জামের দাম লাফিয়ে বাড়ছে। এর মধ্যে যদি প্রতিমা শোলার অলঙ্কারে সাজাতে হয়, তাহলে ঢাকের ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শুরুতেই ফের বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সুর চড়াচ্ছেন মালিক সংগঠনের নেতারা। একাধিক সংগঠন এ নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠক করেছে। কয়েকটি সংগঠন আবার আরও এগিয়ে পরিবহণ দপ্তরে চিঠিও দিয়েছে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে।   ...

মুম্বই, ২৪ জানুয়ারি (পিটিআই): বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রের অবিজেপি নেতাদের ফোন ট্যাপ করা হয়েছিল। সরকারি পরিকাঠামোর অপব্যবহার করে এই কাজ করেছিল তৎকালীন বিজেপি সরকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন মহারাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এই কাণ্ডে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে।  ...

জীবানন্দ বসু, কলকাতা: সংঘাতের আবহেই কি আগামীকাল রবিবার সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল জগদীপ ধনকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হতে চলেছেন? সাংবিধানিক রীতি ও সৌজন্যের কারণেই কি তাঁদের দু’জনকে কাল পাশাপাশি দেখা যাবে? ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসাসূত্রে উপার্জন বৃদ্ধি। বিদ্যায় মানসিক চঞ্চলতা বাধার কারণ হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় ভোটদাতা দিবস
১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম
১৮৫৬: সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম
১৮৭৪: ইংরেজ লেখক সামারসেট মমের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৭১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৬২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,২০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, প্রতিপদ ৫৫/২৪ রাত্রি ৪/৩২। শ্রবণা ৫৫/৩৩ রাত্রি ৪/৩৬। সূ উ ৬/২২/৭, অ ৫/১৫/৩১, অমৃতযোগ দিবা ১০/০ গতে ১২/৫৩ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/১৪ গতে ২/০ মধ্যে পুনঃ ২/৫২ গতে ৪/৩৭ মধ্যে। বারবেলা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৫৪ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
১০ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, প্রতিপদ ৫২/৪৫/৪২ রাত্রি ৩/৩১/৩১। শ্রবণা ৫৪/৮/১ শেষরাত্রি ৪/৪/২৬। সূ উ ৬/২৫/১৪, অ ৫/১৪/৮, অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫৭ মধ্যে ও রাত্রি ৭/৫৮ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে ও ২/৫০ গতে ৪/৩৩ মধ্যে। কালবেলা ৭/৪৬/২১ মধ্যে ও ৩/৫৪/২ গতে ৫/১৪/৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৪/১ মধ্যে ও ৪/৪৬/২০ গতে ৬/২৪/৫৫ মধ্যে। 
২৯ জমাদিয়ল আউয়ল  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

09:07:04 PM

ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, ম্যাচ ফি কাটা হল বেন স্টোকসের
জোহানেসবার্গ টেস্ট চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহারের অপরাধে ইংল্যান্ডের খেলোয়ার বেন ...বিশদ

08:05:00 PM