Bartaman Patrika
খেলা
 

অকল্যান্ড পৌঁছালেন কোহলিরা
কিউয়িদের বিরুদ্ধে নেই ধাওয়ান, ইশান্ত 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: নিউজিল্যান্ড সফরে চোট সমস্যায় জর্জরিত ‘টিম ইন্ডিয়া’। চোটের কারণে টি-২০ সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে এই বাঁ হাতি ওপেনার বেঙ্গালুরুতে তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু ফিল্ডিং করার সময় ফের চোট পান ভারতীয় ওপেনারটি। তাঁকে হাসপাতালে ছুঁটতে হয়। এক্স-রে করার পর চিকিৎসকরা ধাওয়ানকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ধাওয়ানের পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
ধাওয়ান ছিটকে যাওয়ায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দারুণ ছন্দে আছেন লোকেশ। দলের স্বার্থে তাঁকে একাধিক পজিশনে ব্যাট করতে হলেও, সাফল্যের ধারাবাহিকতা মেলে ধরে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে সফল তিনি। খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর প্রশংসা করে বলেছেন, লোকেশ রাহুলকে আমরা উইকেটরক্ষক হিসেবেও ব্যবহার করতে পারি। আসলে, সেক্ষেত্রে কোহলির সামনে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা ব্যাটিং অলরাউন্ডার খেলানোর সুযোগ চলে আসবে। তবে তা হলে কঠিন হবে ঋষভ পন্থের ভারতীয় দলে কামব্যাকের পথ।
ধাওয়ানের পরিবর্ত কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, কেরলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিউজিল্যান্ড পাঠানো হবে। তবে সম্প্রতি ভারতের হয়ে খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সেক্ষেত্রে অন্য কারও নাম ঘোষণা করতে পারে বোর্ড। ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত ব্যাটিং করছেন পৃথ্বী সাউ। তাঁকে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে, দিল্লির হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট লাগায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না পেসার ইশান্ত শর্মা। বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও ইশান্তের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি ঠিকই, তবে দিল্লির পেসারটিকে চিকিৎসকরা ছ’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২১ ফেব্রুয়ারি। তাই হিসেব করলে দেখা যাচ্ছে, ইশান্তের চোট সারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার মতো সময় নেই। ভারতীয় পেসারটির এমআরআই স্ক্যান করার পর গোড়ালিতে গ্রেড থ্রি টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ইশান্তের জন্য খারাপ লাগছে। তবে স্বস্তির খবর হল, ওর গোড়ালিতে চিড় ধরেনি। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইশান্তের বিকল্প হতে পারেন তরুণ পেসার নবদীপ সাইনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স মেলে ঘরেছিলেন নবদীপ। তারই পুরস্কার হিসাবে তিনি টেস্ট দলে ডাক পেতে পারেন।
এদিকে, বিরাট কোহলি, শ্রেয়াস আয়াররা মঙ্গলবারই অকল্যান্ড পৌঁছে গিয়েছেন। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০, তিনটি ওয়ান ডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে। ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের মাটিতেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

22nd  January, 2020
এবার মিশন নিউজিল্যান্ড, আত্মবিশ্বাসী কোহলিরা 

অকল্যান্ড, ২৩ জানুয়ারি: গত বছর নিউজিল্যান্ডের কাছে সেমি-ফাইনালে হেরে বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাট কোহলিদের। আর সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার অকল্যান্ডে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ‘টিম ইন্ডিয়া’। কিউয়িদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে, দু’টি টেস্ট ম্যাচও খেলবে ভারত। 
বিশদ

প্রতিশোধের ভাবনা মাথায় নেই কোহলির 

অকল্যান্ড, ২৩ জানুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের ভাবনা মাথায় রাখছেন না বিরাট কোহলি। শুক্রবার টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরুর আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, কিউয়ি ক্রিকেটারদের সঙ্গে তাঁদের সম্পর্ক এতটাই মধুর যে, সেখানে বদলা শব্দটা বড় বেশি বেমানান। 
বিশদ

প্রত্যাশামতো রিভেরাই ইস্ট বেঙ্গলের কোচ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতোই ইস্ট বেঙ্গলের কোচের হটসিটে বসলেন মারিও রিভেরা ক্যাম্পেসিনো। একইদিনে কলকাতা ছাড়লেন একদা ইস্ট বেঙ্গলে মারিও’র সিনিয়র সহকর্মী চিফ কোচ আলেজান্দ্রো। বৃহস্পতিবার ভোরে কলকাতা বিমানবন্দরে আলেজান্দ্রোকে বিদায় জানাতে হাজির ছিলেন ইস্ট বেঙ্গলের এক শ্রেণীর সমর্থকরা।  
বিশদ

সতীর্থদের কৃতজ্ঞতা জানালেন পাপা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় এসেছিলেন পাপা দিওয়ারা। তারপর আই লিগে পাঁচটি ম্যাচ খেলেছে মোহন বাগান। প্রত্যেকটিতেই খেলেছেন সেনেগালের স্ট্রাইকারটি। প্রথম তিনটি ম্যাচে গোল করতে না পারলেও শেষ দু’টি ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন তিনি।  
বিশদ

এটিকে মোহন বাগানের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছেন সুনীল 

পুনে, ২৩ জানুয়ারি: এটিকে ও মোহন বাগানের সংযুক্তিকরণকে স্বাগত জানিয়েছেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি’র অধিনায়ক বলেন, ‘এটা গ্রেট ডিল। দেশের সেরা ক্লাব মোহন বাগান। তাদের ইতিহাস ও ঐতিহ্য সবাই জানে। তাদের মতো ভারতীয় ফুটবলে অনেক অবদান রয়েছে ইস্ট বেঙ্গলেরও।  
বিশদ

ইম্ফলে মোহন বাগানের দুরন্ত জয়, নায়ক নাওরেম 

ইম্ফল, ২৩ জানুয়ারি: আই লিগের খেতাবি লড়াইয়ে মসৃণভাবেই এগিয়ে চলেছে মোহন বাগান। বৃহস্পতিবার ইম্ফলে নেরোকাকে ৩-০ গোলে হারিয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল সবুজ-মেরুন ব্রিগেড। বড় ম্যাচ জিতলেও ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি আসতে দেননি কোচ কিবু ভিকুনা। 
বিশদ

অস্ট্রেলিয়ান ওপেন
বল গার্লের কাছে ক্ষমা চাইলেন রাফা নাদাল 

মেলবোর্ন, ২৩ জানুয়ারি: রাফায়েল নাদাল ও নিক কিরজিওস অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন। আবহাওয়া নামক প্রতিবন্ধকতাকে টপকে তাঁরা এগিয়ে গেলেন। বুধবার বিরক্তিকর বৃষ্টিতে কোর্টের বাঁ-দিকটা কর্দমাক্ত ও খেলার অযোগ্য হয়ে ওঠে। কিন্তু আয়োজকরা দারুণ তৎপরতার এদিন কোর্ট খেলার যোগ্য করে দেয়।  
বিশদ

শেষ চারে পৌঁছল জুভেন্তাস
কোপা ইতালিয়া

 তুরিন, ২৩ জানুয়ারি: যোগ্য দল হিসেবেই রোমাকে ৩-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার সেমি-ফাইনালে উঠল জুভেন্তাস। বুধবার ঘরের মাঠ অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোলে লিড নেয় মরিসিও সারির দল। বিরতির পরে ব্যবধান কমায় রোমা। বিশদ

অ্যাসিস্ট গ্রুপের অভিনব প্রয়াস 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেলাকে সমাজের যোগসূত্র হিসেবে ছড়িয়ে দিতে চায় অ্যাসিস্ট গ্রুপ। যাতে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্ত হয়। আগামী শনিবার রাজধানী নয়াদিল্লিতে এই কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করেছে।
বিশদ

শেষ ষোলোয় বার্সা ও রিয়াল
কোপা দেল রে 

মাদ্রিদ, ২৩ জানুয়ারি: আতোঁয়া গ্রিজম্যানের জোড়া গোলের সুবাদে কোপা দেল রে’র রাউন্ড অব সিক্সটিনে পৌঁছাল বার্সেলোনা। বুধবার ইবিজার বিরুদ্ধে ম্যাচে মেসি, সের্গিও বুস্কেতস ও জেরার্ড পিকেকে বিশ্রাম দিয়েছিলেন কোচ কিকে সেতিয়েন। এই তিন ফুটবলার না থাকার প্রভাব অবশ্যই পড়েছে কাতালন ক্লাবটির পারফরম্যান্সে।  
বিশদ

নির্বাচক পদে আবেদন শিবা, রাজেশদের 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: জাতীয় নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করলেন প্রাক্তন লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, প্রাক্তন অফ স্পিনার রাজেশ চৌহান ও প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান অময় খুরশিয়া।
বিশদ

কাল মহমেডানের সামনে ভবানীপুর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার কেরল, গুজরাত, বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগের প্রাথমিক পর্ব শুরু হচ্ছে। তিনটি গ্রুপে মোট ১৭টি ক্লাব অংশ নিচ্ছে। বাংলা থেকে তিনটি টিম অংশ নিচ্ছে। 
বিশদ

জয়ের হ্যাটট্রিকের সামনে ভারত 

ব্লোমফনটেন, ২৩ জানুয়ারি: পর পর দু’টি ম্যাচ জিতে ভারতীয় দল ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন প্রিয় গর্গরা। 
বিশদ

ভালো আছেন পিকে ব্যানার্জি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালো আছেন পিকে ব্যানার্জি। দেহে সোডিয়াম- পটাশিয়ামের ভারসাম্যে উন্নতি ঘটেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে সন্তুষ্ট প্যানেলে থাকা চিকিৎসকরা। সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার বাড়ি ফিরতে পারেন এই প্রবাদ প্রতিম ফুটবলার। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, তমলুক: বুধবার রাতে মেচেদায় ৪১নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজ এলাকায় ভাঙড়ের এক শিক্ষককে উদ্ধার করল কোলাঘাট থানার পুলিস। ওই শিক্ষকের দাবি, ওইদিনই বিকেল ৩টে নাগাদ ভাঙড় থানার কুলটি কলোনির বাড়ি থেকে তিনি বের হন। তখন তাঁর কাছে চার লক্ষ টাকা ...

  নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: এই প্রথম কোনও ভারতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। পেশায় নার্স ওই মহিলা বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কেরলের বাসিন্দা। ...

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনরত জেএনইউ এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী।  ...

বিএনএ, তমলুক: নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশজুড়ে এত বৈষম্য আজ থাকত না। দেশের ৯৮ ভাগ পুঁজি মাত্র দু’শতাংশ মানুষের হাতে। আর মধ্যবিত্ত, ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঠাৎ জেদ বা রাগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। প্রেম-প্রীতির যোগ বর্তমান। প্রীতির বন্ধন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৬৫ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪১ টাকা ৭২.১১ টাকা
পাউন্ড ৯১.৯৬ টাকা ৯৫.২৬ টাকা
ইউরো ৭৭.৫২ টাকা ৮০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2020

দিন পঞ্জিকা

৯ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, অমাবস্যা ৫২/৪ রাত্রি ৩/১২। উত্তরাষা‌ঢ়া ৫০/৫৯ রাত্রি ২/৪৬। সূ উ ৬/২২/১৯, অ ৫/১৪/৪৯, অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/২০ মধ্যে পুনঃ ৩/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে।
৯ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, অমাবস্যা ৫০/২১/৪৫ রাত্রি ২/৩৪/১৫। উত্তরাষাঢ়া ৫০/২৫/০ রাত্রি ২/৩৫/৩৩। সূ উ ৬/২৫/৩৩, অ ৫/১৩/২১, অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যেও ৩/৪৩ গতে ৪/৩৪ মধ্যে। কালবেলা ১০/২৮/৩১ গতে ১১/৪৯/২৭ মধ্যে, কালরাত্রি ৮/৩১/২৪ গতে ১০/১০/২৫ মধ্যে।
 ২৮ জমাদিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রেম-প্রীতির যোগ বর্তমান। বৃষ: শৌখিন দ্রব্যের ব্যবসা শুভ হবে। মিথুন: আপনার কথাবার্তা ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম১৮৫৭: প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়১৯৪৫: পরিচালক ...বিশদ

07:03:20 PM

২২৬ পয়েন্ট উঠল সেনসেক্স 

04:16:17 PM

প্রথম টি-২০: নিউজিল্যান্ডকে হারিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত 

03:48:28 PM

বিধাননগর পুরসভায় অভিযান বিজেপির
 

ডেঙ্গু রোধে খাল পরিষ্কার, বেআইনি পার্কিং বন্ধ সহ একাধিক দাবিতে ...বিশদ

03:39:00 PM

প্রথম টি-২০: ভারত ১৫১/৪ (১৫ ওভার) 

03:31:02 PM