বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
উত্তর ঔষুধপুরে খালপাড় দখল করে স্থানীয় বাসিন্দা শঙ্কর মাজি কংক্রিটের শক্তপোক্ত পিলার তুলে মার্কেট কমপ্লেক্স বানাচ্ছেন। একসঙ্গে প্রায় আটটি মার্কেট কমপ্লেক্স বানানোর পর ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মীয়মাণ ওই কংক্রিটের কমপ্লেক্স দেখে জেলাশাসকের চক্ষু চড়কগাছ। ব্লক প্রশাসন ও সেচদপ্তরের ইঞ্জিনিয়ারদের তিনি ভর্ৎসনা করেন। নজরদারির অভাবে এভাবে খালপাড়ে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক। শুক্রবারের মধ্যেই শঙ্কর মাজিকে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেন। লাগোয়া একটি গ্রিল ফ্যাক্টরি রয়েছে। সেচদপ্তরের জায়গায় কীভাবে এই ফ্যাক্টরি ইলেক্ট্রিক সংযোগ পেল, তা নিয়ে প্রশ্ন করেন জেলাশাসক। ২৪ঘণ্টার মধ্যে সংযোগ ছিন্ন করার নির্দেশ দেন তিনি।
গত ১৭ফেব্রুয়ারি ৪১নম্বর জাতীয় সড়ক লাগোয়া মিলননগরে গঙ্গাখালির খাল খননের সময় খামারচক যাওয়ার রাস্তার ধারে ধস নামে। একসঙ্গে একাধিক দোকান ধসে নেমে যায়। এই ঘটনাকে হাতিয়ার করে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধে শামিল হন। পুনর্বাসনের দাবিকে সামনে রেখে খাল খননের কাজে বাধা দেওয়ার ডাক দেওয়া হয়। তারপর কাজের গতি কমেছে। খালের দুই পাড় দখল করে সারি সারি দোকান ও বাড়ি নির্মাণ হয়েছে।
ওই এলাকায় নকশা অনুযায়ী খনন হলেই দু’পাড়ে ধস নিশ্চিত। তাই খনন কাজ নিয়ে চাপা টেনশন রয়েছে। এরকম অবস্থায় শুক্রবার জেলাশাসক ওই এলাকায় খনন কাজ পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দেন। সাতদিনের মধ্যে শঙ্কর মাজির অবৈধ নির্মাণ ভাঙার জন্য তমলুকের মহকুমা শাসককে নির্দেশ দেন।
গঙ্গাখালি খাল পরিদর্শনের পর জেলাশাসক কাঁকটিয়ায় সোয়াদিঘি খাল কাটার কাজ পরিদর্শনে যান। গত ২৫জানুয়ারি কাঁকটিয়া দুর্গামণ্ডপ সংলগ্ন এলাকায় খাল খননের ফলে ধস নামে। তারপর বিক্ষোভের জেরে সাময়িক কাজ বন্ধ ছিল। প্রশাসনের হস্তক্ষেপে কাজ শুরু হলেও গতি মন্থর বলে অভিযোগ। এদিন বরাত পাওয়া সংস্থাকে খাল খননের কাজে গতি আনার নির্দেশ দেন জেলাশাসক। আগামী মে মাসের মধ্যে খনন কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। তারপর বর্ষা এসে গেলে ওই কাজ সম্ভব হবে না। তাই এদিন সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি রিভিউ মিটিং করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে কাজের গতি আরও বাড়ানোর নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে।
( তমলুকে মাতঙ্গিনী ব্লকে খাল সংস্কার পরিদর্শন করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী।-নিজস্ব চিত্র)