একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। বারবেলিয়া সংসদে দুটি ও দেউলি উত্তর সংসদে দুটি আসন পেয়েছিল বিজেপি। তৃণমূলের দাবি, ওই এলাকার আরও ৩০টি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। বর্তমানে বেলদা-২ গ্রাম পঞ্চায়েতে মাত্র দুটি আসন বিজেপির দখলে থাকল। সূর্যবাবু বলেন, বেলদার সার্বিক উন্নয়নের অংশীদার হতেই বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন। বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডল সভাপতি সমীরণ বাড়ুই বলেন, শাসকদলের প্রলোভনের ফাঁদে পড়ে এই পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন।