একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
সৌদিতে থাকাকালীন সাজিবুলের মামাতো ভাই শাদ রবি একাধিকবার যোগাযোগ করে তার সঙ্গে। শাদের মাধ্যমে সেই টাকা সাজিবুলের কাছে পৌঁছয়। তারপর নিজের নওদার অ্যাকাউন্টে সেই টাকা পাঠায় সাজিবুল। পরিযায়ী শ্রমিক হলেও, পড়াশোনা জানা সাজিবুল ব্যাঙ্কিং ক্ষেত্রে অনলাইন লেনদেনে সিদ্ধহস্ত ছিল বলেই জানতে পেরেছে গোয়েন্দারা।
জানা গিয়েছে, সাজিবুল পড়াশোনায় ভালো। নওদার স্থানীয় হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সে। সংসারের চাপে যুবক অবস্থায় রাজমিস্ত্রির কাজ শুরু করে। প্রথমে ইন্দোরে কাজে যায় সে। তারপর সেখান থেকে হায়দরাবাদ ও চেন্নাইয়ে কাজ করে। শরীর খারাপ হয়ে যাওয়ায় গ্রামে ফিরে এসে হিজাব ও পোশাকের দোকান চালু করে সাজিবুল। ১১ মাস দোকান চালিয়ে অনেক টাকা লোকসান হয় তার। ঘরে তার স্ত্রী ও এক মেয়ে। পরিবারের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে আবার সৌদিতে কাজে যায় সাজিবুল।
সেখানে গিয়েই সে ধীরে ধীরে মামাতো ভাই শাদ রবির সঙ্গে যোগাযোগ শুরু করে। ফোনে প্রায়ই কথা হতো তাদের। শাদ রবি ততদিনে আনসারুল্লাহ বাংলা টিমের(এবিটি) অত্যন্ত বিশ্বাসযোগ্য সদস্য হয়ে উঠেছে। বাংলাদেশে বসে সে তখন পরিকল্পনা করছে, এই বাংলায় কীভাবে নাশকতা চালানো যায়। এবিটি প্রধান জসিমুদ্দিন রহমানি ঠিক ওই সময় বাংলায় ফান্ডিং শুরু করে। স্লিপার সেলগুলি চাঙ্গা করার কাজ শুরু হয়। কিন্তু কীভাবে পাঠানো হবে সেই টাকা। শাদের মাধ্যমে সেই অর্থ পৌঁছে যায় সৌদিতে সাজিবুলের কাছে। নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে মুর্শিদাবাদে পাঠায় সেই টাকা। দুই বছরে কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে ওই অ্যাকাউন্টে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ দেশে ফিরে আসে সাজিবুল। শাদ রবির নির্দেশ মতো হরিহরপাড়ার আব্বাস আলির সঙ্গে যোগাযোগ করে সে। একে অপরের বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। আব্বাস হরিহরপাড়ার বারুইপাড়া মোড়ে একটি মাদ্রাসা খোলে। সেই মাদ্রাসার জন্য চাঁদা তুলতে নওদার বিভিন্ন গ্রামে ঘুরেছে দু’জনে। সেই সময় মিনারুল শেখের সঙ্গেও পরিচয় হয় তার। তারা বিভিন্ন ধর্ম সভা ও মসজিদে একসঙ্গে নামাজ পাঠ করতে যেত।
তদন্তকারী এক আধিকারিক বলেন, সাজিবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে যে ফোনের মাধ্যমে শাদ রবি, মিনারুল ও আব্বাসের সঙ্গে কথা বলত সেই ফোনটিও ঘেঁটে দেখা হচ্ছে। পাশাপাশি সাজিবুলের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। এই টাকার উৎস কী সেটা জানার চেষ্টা করা হচ্ছে।