একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
মূর্তিটির একাংশ ভেঙে গিয়েছে। গবেষকদের মতে, এটি পাল-সেন যুগের মূর্তি। ব্যাসাল্ট পাথরের তৈরি মূর্তিটি তিন ফুট উঁচু। প্রস্থ দেড় ফুট। এই মূর্তিতে সূর্যদেব রথের উপর আরোহণ করেছেন। তাঁর মাথার উপরে রয়েছে কীর্তিমুখ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির ইনচার্জ শ্যামসুন্দর বেরা বলেন, বর্ধমান থেকে রাজকুমার কুণ্ডু, সঞ্জয় তা ও মাণিকচাঁদ মণ্ডল নামে তিনজন রায়নার ওই এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। তাঁরা মূর্তিটি দেখতে পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বহু প্রাচীন মূর্তিটি মিউজিয়ামে রাখা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এর আগেও দামোদরের গর্ভ থেকে বহু প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কিছু মূর্তি ঠিকমতো সংরক্ষণ করা হয়নি। স্থানীয়রা সেগুলি মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন। পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, মঙ্গলকোটেও অজয় নদ থেকে বহু প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আমাদের একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে এসব প্রাচীন মূর্তি রাখা হবে। এধরনের প্রাচীন মূর্তি নিয়ে গবেষণা করলে অনেক অজানা তথ্য সামনে আসবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, নদীগর্ভ থেকে মূর্তি উদ্ধার হলে স্থানীয়রা তা হাতছাড়া করতে চান না। তাঁরা ওই মূর্তি পুজো শুরু করেন। রায়নায় মূর্তি উদ্ধারের আগে বিষয়টি পুলিসকে জানানো হয়েছিল। স্থানীয়রাও সহযোগিতা করেন। তারপরই মূর্তিটি উদ্ধার করা সম্ভব হয়। নদীগর্ভ থেকে মূর্তি ছাড়া অন্য সামগ্রীও উদ্ধার হয়। সেগুলি নিয়েও গবেষণা করা হবে। রায়না থেকে উদ্ধার হওয়া মূর্তিটি বেদিতে পূজিত হতো। সেই প্রমাণও মিলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে পাল ও সেন যুগের বহু মূর্তি রয়েছে। সেগুলি মূলত নদ-নদী থেকেই উদ্ধার হয়েছে। ইতিহাসের পড়ুয়ারা সেগুলি নিয়ে গবেষণা করছেন। রায়নায় নদীগর্ভে পড়ে থাকা মূর্তিটি পিকনিকে আসা এক ইতিহাস ছাত্রের নজরে আসে। তিনি বিষয়টির গুরুত্ব বুঝে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। আধিকারিকরা মনে করছেন, আর্থমুভার দিয়ে বালি তোলার সময় ওই মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ইতিহাসবিদরা জানান, জেলায় কিছু জায়গায় খননকাজ শুরু হলে প্রাচীন ইতিহাসের অনেক কিছু উঠে আসবে।
(উদ্ধার হওয়া সূর্যদেবের মূর্তি।-নিজস্ব চিত্র)