বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
দুবরাজপুরে তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তোলা, কেক কাটা হয়েছে। সেখানে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাঁইথিয়ায় তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানে বিধায়ক নীলাবতী সাহা, পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত, শহর সভাপতি দেবাশিস সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাঁইথিয়া ব্লকেও বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করেন। সাঁইথিয়া শহর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সাঁইথিয়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তারাপীঠের দলীয় অফিসে পতাকা তোলেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটেও দলীয় অফিসে পতাকা তোলা হয়। মুরারই হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। নলহাটিতেও একই কর্মসূচিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অংশ নেন।
এদিন নানুরের বাসাপাড়ায় মিলনমেলা শুরু হয়। ওই মেলায় তৃণমূল কর্মীদের তরফে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঁচ কেজির রুপোর মুকুট উপহার দেওয়া হয়। আগে এলাকার দায়িত্ব ছিল অনুব্রত ঘনিষ্ঠ তথা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের উপর। গত কয়েক বছর তাঁকে নানা মূল্যবান উপহার দেওয়া হয়েছে। এবছর কাজল শেখকে মুকুট দেওয়া হল। এদিন মেলায় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি, নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
-নিজস্ব চিত্র