বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
রামকৃষ্ণ পরমহংসদেব ১৮৮৬ সালে কাশীপুর উদ্যানবাটিতে এদিনই কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই তিথি পালনে বসুন্ধরার সদস্যরা গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করে। বসুন্ধরার সম্পাদক গৌতম সিংহ বলেন, প্রতিবছরই এখানে কল্পতরু উৎসব ঘটা করে হয়। আমরা এদিন মানুষকে অন্নসেবা দিয়েছি। ভেদাভেদ ভুলে সকল পুণ্যার্থীর জন্যই বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছিল।