বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
সেতুটি চালু হওয়ায় শহরের যানজট অনেকখানি মিটবে বলে আশাবাদী পুরসভা। সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, শহরের দু’টি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকায় খুব সমস্যা হচ্ছিল। নতুন বছরের প্রথম দিনেই এই সেতু খুলে দেওয়ায় সুবিধা হয়েছে। তবে সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, এখন সেতুর নীচের অংশের কিছু কাজ বাকি। সেই কাজ শেষ করতে দুই-আড়াই মাস সময় লাগতে পারে।
ময়ূরাক্ষী নদীর উপর এই নতুন সেতুর নীচে বেশ কয়েকটি বিয়ারিং ভেঙে গিয়েছিল। সেতুর উপরের রাস্তাও বেহাল হয়ে পড়েছিল। বিয়ারিং ও রাস্তা মেরামত করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সাঁইথিয়া পুরসভা ওই সেতুতে পথবাতি বসিয়েছে।
সাঁইথিয়া শহরে রেলের ওভারব্রিজ তৈরির জন্য পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হয়েছে। ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে এমনিতেই মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। তার উপর নতুন সেতুটি বন্ধ থাকায় সাঁইথিয়া শহরে যাতায়াতকারী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল। এই সেতুর একদিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে যাওয়ার রাস্তা। অন্যদিকে সিউড়ির দিকে যাওয়ার রাস্তার সঙ্গে যোগ রয়েছে। সংস্কারের জন্য সেতুটি বন্ধ থাকায় বিকল্প রাস্তা হিসেবে ময়ূরাক্ষী নদীর উপর একটি কজওয়ে ব্যবহার হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে সাঁইথিয়া হয়ে সিউড়িগামী গাড়ি সেই কজওয়ে দিয়ে যাতায়াত করছিল। এছাড়া, আহমদপুর হয়ে বোলপুর, নানুর, কীর্ণাহারে যাওয়া ছোটবড় গাড়িও সেই কজওয়ে দিয়ে চলছিল। একইসঙ্গে ওভারব্রিজ ও সেতু দিয়ে চলাচল বন্ধ থাকায় সাঁইথিয়া শহরে ব্যাপক যানজট হচ্ছিল। এখন নতুন সেতুটি খুলে দেওয়ায় কিছুটা স্বস্তিতে শহরবাসী।