Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

উন্নতমানের যন্ত্রাংশ তৈরিতে
জোর ধাক্কা এমএএমসি’র
কেন্দ্রের বিলগ্নীকরণই কাঁটা

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: লং ওয়াল মাইনিং, কনটিনিউয়াস মাইনারস ও সারফেস মাইনারসের মতো কয়লা খনিতে ব্যবহৃত বিশ্বমানের মেশিনের যন্ত্রাংশ দুর্গাপুরে তৈরি হতে চলেছিল। বন্ধ এমএএমসি কারখানার বৃহত্তম অংশীদার ভারত আর্থ মোভারস লিমিটেড(বিইএমএল) পোল্যান্ডের এক সংস্থার সঙ্গে সব কিছু চূড়ান্তও করে ফেলেছিল। কিন্তু বাধ সেধেছে কেন্দ্রীয় সরকারের বিইএমএলের বিলগ্নিকরণের সিদ্ধান্ত। এই ঘটনায় শোরগোল পড়েছে দুর্গাপুরে। এমএএমসিকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চল যখন ঘুরে দাঁড়ানোর জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিল তখন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে চরম হতাশা তৈরি হয়েছে। যদিও কোল ইন্ডিয়া চিঠিতে উল্লেখ করেছে, এই ধরনের যন্ত্রাংশ তৈরিতে কারখানা কতটা উপযুক্ত তা দেখার জন্য বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হবে।
এমএএমসির হেভি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইউনিয়ন প্রথম থেকেই কারখানা খোলার নানা চেষ্টা চালাচ্ছে। ২০০২সালে কারখানাটি বন্ধ হয়। পরে কারখানা খোলার জন্য‌ ঩ডিভিসি, কোল ইন্ডিয়া ও বিইএমএলকে নিয়ে হাইকোর্টের নির্দেশে একটি কনসোর্টিয়াম গঠিত হয়। ১০০কোটি টাকার বিনিময়ে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বন্ধ কারখানার মালিকানা নেয়। এর মধ্যে বিইএমএলের ৪৮শতাংশ ও ডিভিসি এবং কোল ইন্ডিয়ার ২৬শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে। কনসোর্টিয়াম তৈরির পর থেকে এক দশক ধরে কারখানা খোলা নিয়ে টালবাহানা চলে। ২০১৯ সাল থেকে দেশের কয়লা খনিগুলিতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পায়। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পোল্যান্ড সহ নানা দেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি এনে তা খনিতে নামানো হয়।
বিষয়টি সামনে রেখে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অসীম চট্টোপাধ্যায় ক্রমাগত সংস্থাগুলির কাছে দরবার করতে থাকেন। একদা খনি অঞ্চলের যন্ত্রাংশ তৈরিতে খ্যা঩তি অর্জন করা এমএএমসিতেই অত্যাধুনিক ওই মেশিনগুলির যন্ত্রাংশ তৈরির দাবি ওঠে। তারই প্রেক্ষিতেই কোল ইন্ডিয়া চিঠি দিয়ে অসীমবাবুকে বিষয়টি জানায়।  লং ওয়াল মাইনিং, কনটিনিউয়স মাইনারস ও সারফেস মাইনারস এই তিনটি অত্যাধুনিক মেশিনই এখন বিশ্বের উন্নতশীল দেশগুলি খনি অভ্যন্তরে কয়লা কাটায় ব্যবহার করছে। খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ কয়লা কেটে উৎপাদনের নজির গড়ে এরা। দেশ সহ রাজ্যে ইসিএলের কয়েকটি খনিতেও এমন মেশিন নেমেছে। একইভাবে এই যন্ত্রাংশের চাহিদাও বিশ্ব ও দেশের বাজারে তুঙ্গে। এই অবস্থায় বিইএমএলের উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু এমএএমসি নয়, দুর্গাপুরের শিল্প মানচিত্রে পরিবর্তন ঘটত। কিন্তু কেন্দ্রের বিলগ্নিকরণই এখন কাঁটা হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরে। অসীমবাবু বলেন, আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব তারাও যেন এনিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে।  তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, বিজেপি সরকার যে বাংলা বিদ্বেষী তা আরও একবার প্রমাণ হল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এপ্রসঙ্গে বলেন, আমরা সরকারে এলে দ্রুত কারখানা খোলার উদ্যোগ নিতাম। এমএএমসি খোলার সম্ভবনা থাকলে দ্রুত সেবিষয়ে আমি কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছেই আর্জি জানাব।  

নদীর জল বাড়ায় নতুন করে ভাসল ঘাটাল, 
খড়ারের কিছু এলাকা, জলবন্দি বহু মানুষ

শুক্রবার রাত থেকে ঘাটাল মহকুমায় নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল ও খড়ার পুরসভা, ঘাটাল এবং চন্দ্রকোণা-১ ব্লকের বেশ কিছু রাস্তা ডুবে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। কয়েকশো বাড়িও জলবন্দি হয়ে পড়েছে। বিশদ

সিউড়ি হাটজনবাজারে রেলের
রাস্তা বেহাল, প্রতিবাদে অবরোধ

 

সিউড়ি হাটজন বাজারে রেলের ফ্লাইওভারের বিকল্প রাস্তাটি বেহাল। তৈরি হয়েছে বড় বড় গর্ত। গত চারদিনের লাগাতার বৃষ্টিতে সেগুলি জলমগ্ন হওয়ার জেরে রোজই ঘটছে দুর্ঘটনা। জখম হচ্ছেন চালক সহ পথচারীরা। বিশদ

কীর্তনিয়া, বাউলদের পাশে
চিন্তামণি কুঞ্জ মন্দির কর্তৃপক্ষ

আত্মশাসনের জেরে বৈষ্ণবতীর্থ নবদ্বীপের অধিকাংশ মঠ-মন্দির ও আশ্রম বন্ধ। করোনা পরিস্থিতিতে মঠ-মন্দির বন্ধ থাকায় নাম সংকীর্তন, লীলাকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও বন্ধ থাকায় রোজগার নেই কীর্তনিয়া, বাউল, লোকশিল্পী ও দোহার শিল্পীদের। বিশদ

বরুণ সেনগুপ্তের মৃত্যুবার্ষিকীতে
বর্ধমানের সবুজ সঙ্ঘে টিকাকরণ

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে বেশি সংখ্যক মানুষের টিকাকরণ প্রয়োজন। করোনা মোকাবিলায় সরকারি উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যেমন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তেমনই বেসরকারি সংস্থার উদ্যোগেও চলছে টিকাকরণ। বিশদ

কোপাইয়ের জলের তোড়ে শিহালাইয়ে
ভাঙল বাঁশের সেতু, বিপাকে বাসিন্দারা

জলের তোড়ে ভেসে গেল শান্তিনিকেতনের শিহালাই গ্রামের অস্থায়ী বাঁশের সেতু। ফলে লাগোয়া পাঁচ-ছ’টি গ্রামের বাসিন্দাদের প্রায় ১০কিমি ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। প্রতি বছর নদীর জলের তোড়ে ভেসে যায় অস্থায়ী সেতু। বিশদ

একদিনে মাইথনে ৮ ফুট জলস্তর বৃদ্ধি
ডিভিসির ছাড়া জলে প্লাবিত হওয়ার আশঙ্কা

শনিবার আসানসোলে জলমগ্ন এলাকার পরিস্থিতি কিছুটা ভালো হলেও চাপ বাড়াচ্ছে মাইথনের জলস্তর। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একদিনে মাইথনের মতো বিশাল জলাধারে জলস্তর ৮ ফুট বেড়ে গিয়েছে। বিশদ

সোমবার থেকে বর্ধমান
আদালতে কাজ শুরু

সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দেবেন বর্ধমান আদালতে আইনজীবীরা। ফৌজদারি এবং দেওয়ানি আদালতে কাজ চলবে। তবে, কেবলমাত্র কাস্টডি ট্রায়াল ছাড়া অন্য মামলার সাক্ষ্যদানে অংশ নেবেন না আইনজীবীরা। বিশদ

মন্তেশ্বরে আত্মঘাতী যুবক

মন্তেশ্বর থানার সিজনা গ্রামে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। পুলিস জানায়, মৃতের নাম নিশাকর দলুই(৩৬)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। বৃহস্পতিবার বাড়িতেই কীটনাশক খান। বিশদ

আসানসোলে বিধায়ক তহবিলের টাকার ত্রিপল
বিজেপি অফিস থেকে বিলির অভিযোগ, বিক্ষোভ 

 

বিধায়ক তহবিলের টাকায় কেনা ত্রিপল বিজেপি পার্টি অফিস থেকে বিলির অভিযোগ উঠেছে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার আসানসোল দক্ষিণের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিশদ

পুরুলিয়ায় বিজেপি ও কংগ্রেস
ছেড়ে এক ঝাঁক নেতার তৃণমূলে যোগ

 

পুরুলিয়ায় শাসক বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরল। জেলা পরিষদের বিরোধী দলনেতা সহ বিজেপি ও কংগ্রেসের মোট চারজন সদস্য শনিবার তৃণমূলে যোগ দেন। এদিন তাঁদের সঙ্গে সঙ্গে পুরুলিয়া বিধানসভার পরাজিত কংগ্রেস প্রার্থী সহ এক ঝাঁক নেতাও ঘাসফুল শিবিরে নাম লেখান। বিশদ

ট্রলারডুবিতে মৃতদের পরিবারকে
৪০ হাজার করে টাকা

 

হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় মৃত কাঁথির চার বাসিন্দার পাশে দাঁড়াল মৎস্য দপ্তর। শনিবার ওই চারজনের পরিবারের লোকদের ৪০ হাজার টাকা করে তুলে দেওয়া হল। ট্রলারডুবির ঘটনায় মৃত কাঁথি-৩ ব্লকের মশাগাঁর বাসিন্দা ট্রলারচালক প্রদীপ মান্না ও ট্রলারকর্মী রূপেশ খাঁড়ার বাড়িতে এদিন যান মৎস্যমন্ত্রী অখিল গিরি। বিশদ

আমানতকারীদের টাকা আত্মসাৎ,
ধৃত মেচেদা পোস্ট অফিসের ক্লার্ক

পোস্ট অফিসে আমানতকারীদের টাকা আত্মসাতের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় আরও এক ডাককর্মী গ্রেপ্তার হলেন। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অরুণ সাউ। বাড়ি কোলাঘাট থানার নোনাচক গ্রামে। বিশদ

করোনা সংক্রমণ রোধে আজ থেকে
সরছে দিনবাজারের একাংশ দোকান

এখনও জেলায় সংক্রমণের সংখ্যা দু’শোর আশপাশে ঘোরাফেরা করছে। জলপাইগুড়ি শহরে প্রায় প্রতিদিনই কমপক্ষে ৭০ জন করে নতুনভাবে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় ভিড় সামাল দিতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুরসভা। বিশদ

মালদহ, মুর্শিদাবাদে ভাঙন ঠেকাতে ড্রেজিং
করা দরকার ফরাক্কায়, উৎসাহ নেই কেন্দ্রের

 

কেন্দ্রীয় সরকার ফরাক্কায় ড্রেজিং করলেই মুর্শিদাবাদের ভাঙন অনেকটাই কমে যাবে। এমনই দাবি স্থানীয়দের। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ড্রেজিংয়ের দাবিতে সোচ্চার হয়েছিলেন। বিশদ

Pages: 12345

একনজরে
এবার বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের পাঁচটি আসনেই জিতেছে বিজেপি। সবক’টি আসনে জিতলেও ভোটের পরে কিন্তু জেলাজুড়ে বিজেপির পঞ্চায়েত সদস্য, মণ্ডল ও বুথ সভাপতিদের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। ...

আগামী বছর যোগীর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে উত্তরপ্রদেশে বিজেপির সহ সভাপতি পদে বসানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন আমলা এ কে শর্মাকে। ...

৩২.৯৯ কেজি রুপোর গয়না উদ্ধার হল স্বরূপনগরের তারালী সীমান্তে থেকে। শনিবার সকালে তল্লাশির সময় বিএসএফের তারালী বিওপির সীমান্ত ডিউটিতে থাকা জওয়ানরা ওই গয়না উদ্ধার করেন। ...

ইরানের প্রেসিডেন্ট হতে চলেছেন সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্নেহধন্য বিচারবিভাগের কট্টরপন্থী প্রধান ইব্রাহিম রেইসি। রেইসিই হতে চলেছেন মার্কিন নিষিদ্ধ তালিকায় থাকা প্রথম প্রেসিডেন্ট। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি, প্রিয়জনের বিপথগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব উদ্বাস্তু দিবস
১৯৩৯: ক্রিকেটার রমাকান্ত দেশাইয়ের জন্ম
১৯৫২: লেখক বিক্রম শেঠের জন্ম
১৯৭৯: ফুটবলার রেনেডি সিংয়ের জন্ম
২০০৭: অভিনেত্রী অনীতা গুহের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৪৬ টাকা ৭৫.৭৪ টাকা
পাউন্ড ১০০.৮০ টাকা ১০৫.৬৮ টাকা
ইউরো ৮৬.২৭ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  June, 2021
পাকা সোনা (১০ গ্রাম) -
গহনা সোনা (১০ (গ্রাম) -
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) -
রূপার বাট (প্রতি কেজি) -
রূপা খুচরো (প্রতি কেজি) -
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ আষাঢ় ১৪২৮, রবিবার, ২০ জুন ২০২১। দশমী ২৮/৩৩ অপরাহ্ন ৪/২২। চিত্রা নক্ষত্র ৩৪/৪২ রাত্রি ৬/৪৯। সূর্যোদয় ৪/৫৬/২৭, সূর্যাস্ত ৬/১৯/৩৩। অমৃতযোগ দিবা ৬/৪৪ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১২/৪ গতে ২/৪৫ মধ্যে। রাত্রি ৭/৪৪ মধ্যে পুনঃ ১০/৩৪ গতে ১২/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৫ মধ্যে। বারবেলা ৯/৫৭ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/১৮ মধ্যে। 
৫ আষাঢ় ১৪২৮, রবিবার, ২০ জুন ২০২১। দশমী দিবা ১২/২৪। চিত্রা নক্ষত্র দিবা ৩/৪০। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৬/৪৮ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৮ গতে ২/৪৮ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১/২০ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে। 
৯ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড ১০১/২

11:10:00 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড ৭০/১  

09:51:47 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড ৩৬/০ (চা বিরতি)   

08:35:06 PM

গত ২৪ ঘণ্টায় কেরালাতে করোনা আক্রান্ত ১১,৬৪৭ মৃত ১১২

08:03:24 PM

গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনা আক্রান্ত ৭৩৩, মৃত ১৯

07:59:37 PM

আইআরসিটিসি অ্যাপে টিকিট বাতিল করলেই দ্রুত ফেরত পাওয়া যাবে টাকা
এবার থেকে আইআরসিটিসি অ্যাপে টিকিট বাতিল করলেই দ্রুত ফেরত পাওয়া ...বিশদ

07:54:53 PM