একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
পিকনিকের দাপটে তিস্তার পাড় কার্যত নরককুণ্ড হয়ে উঠেছে। ৩ জানুয়ারি ওই দূষণের ছবি তুলে ধরেই খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। ছবিতে ধরা পড়ে পিকনিক দলের ফেলে যাওয়া থার্মোকলের থালা, প্লাস্টিকের গ্লাস এবং মদের বোতল তিস্তার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ফলে দৃশ্যদূষণের পাশাপাশি পরিবেশ দূষণ ঘটছে। এরপরই দূষণ রুখতে উদ্যোগী হয় প্রশাসন। পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান হয়। পঞ্চায়েত কর্তৃপক্ষকে দ্রুত ডাস্টবিন বসানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে যাঁরা তিস্তার পাড়ে পিকনিক করতে আসেন তাঁদের অভিযোগ, পানীয়জল ও শৌচালয়ের ব্যবস্থা নেই। এ বিষয়টিও পঞ্চায়েতকে দেখতে বলেন এসডিও। খড়িয়া পঞ্চায়েতের যাঁরা ভিলেজ রিসোর্স পার্সন (ভিআরপি) রয়েছেন, তাঁদের তিস্তার পাড়ে নজরদারি এবং সাফসুতরো করার কাজ চালাতে নির্দেশ দেন বিডিও।
খড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, সোমবার থেকে আমরা তিস্তার পাড়ে ডাস্টবিন বসানোর কাজ শুরু করব। এক থেকে ন’নম্বর পর্যন্ত তিস্তার স্পারে পিকনিক হয়ে থাকে। প্রতিটি স্পারে পুরুষ ও মহিলাদের জন্য দু’টি করে অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হবে। ট্যাঙ্কের মাধ্যমে পানীয়জলেরও বন্দোবস্ত করছি আমরা।
পরিবেশ দূষণ রুখতে যারা তিস্তার পাড়ে পিকনিক করতে আসছেন, তারা যাতে থার্মোকলের থালার পরিবর্তে শালপাতার থালা ব্যবহার করেন, পঞ্চায়েতকে সেটাও দেখতে বলেন মহকুমা শাসক। - নিজস্ব চিত্র।