একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনিল লামা নামে এক ব্যক্তি প্রধাননগর থানায় বিজয়তা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল বিজয়তা। কিন্তু ওই ব্যক্তি চাকরি পাননি। এরপর টাকা ফেরত চাইলে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত মহিলা। পরে বহু চেষ্টা করে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন অনিলবাবু। এরপর দু’পক্ষের মধ্যে আলোচনার পরে অনিলবাবুকে একটি চেক দেয় অভিযুক্ত মহিলা। অভিযোগ, এরপর বারবার সময় নেওয়ার পর আচমকা গায়েব হয়ে যায় সে। যে চেক অনিলবাবুকে দেওয়া হয়েছিল তাও বাউন্স হয়ে যায়। এরপর অনিলবাবু ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি মহিলার নামে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর থেকেই পুরোপুরি নিখোঁজ হয়ে যায় অভিযুক্ত। এরপর শনিবার রাতে দার্জিলিং থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিস।
তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, বিজয়তা মাটিগাড়ার একটি কনসালটেন্সি অফিসে কাজ করত। থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ফেরার হয়ে যায়। প্রায় দু’বছর ধরে তার খোঁজ করছিল পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কার্গিল যুদ্ধে শহিদ এক জওয়ানের পরিবারের সদস্য। যদিও এবিষয়ে পুলিস কোনও তথ্য দিতে পারেনি। প্রধাননগর থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। - নিজস্ব চিত্র।