বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
পুলিস জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুণ্ডিবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে চার দুষ্কৃতীকে। ধৃতদের নাম অভিজিৎ দাস, সুরজিৎ সেন, অজয় সরকার ও গোবিন্দ দাস। এদের মধ্যে প্রথমজনের বাড়ি কোচবিহার কোতোয়ালি থানার নিউ ডাবরি মোড় এলাকায়। বাকি তিনজনের বাড়ি নিউ জলপাইগুড়ি থানার শক্তিগড়ের ৩১ ও ৩৫ নম্বর ওয়ার্ডে। পুলিসের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল অস্ত্র আমদানি, হাতবদলের। সেই মতো পুলিস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। মঙ্গলবার রাতে একটি গাড়ি আটক করে ওই চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।
এদিকে, ওই রাতেই পুণ্ডিবাড়ি থানার দক্ষিণ কালারায়ের কুঠি এলাকার একটি পেট্রল পাম্পের সামনে ২০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে পুলিস। সেখান থেকে চারটি বড় বড় প্যাকেট উদ্ধার করা হয়। তার মধ্যেই গাঁজা রাখা ছিল। একএকটি প্যাকেটে ২০ কেজির বেশি ওজন। ঘটনায় পুলিস মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে। এই গাঁজা ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান।
কোচবিহারে গাঁজা চাষ নতুন কোনও ঘটনা নয়। জেলার বিভিন্ন থানার গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে গাঁজা চাষ হয়। পুলিস সেই গাঁজা নষ্ট করতে এবারও ব্যাপক অভিযান চালাচ্ছে। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বুধবার বলেন, পুণ্ডিবাড়িতে আগ্নেয়াস্ত্র ও গাঁজা সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। - নিজস্ব চিত্র।