বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
এদিন এক্স হ্যান্ডলে কাশ লিখেছেন, ‘৯/১১ হামলার পর আমেরিকাকে রক্ষা করা থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিশেষ ঐতিহ্য রয়েছে এফবিআইয়ের। স্বচ্ছ্ব এফবিআই চান আমেরিকাবাসী। বর্তমানে বিচার ব্যবস্থা রাজনীতিকরণ হচ্ছে বলে নাগরিকরা আস্থা হারাচ্ছেন। আমরা তাঁদের স্বচ্ছ্ব ও ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ পাশাপাশি কাশের হুঁশিয়ারি, ‘যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের যে কোনও প্রান্ত থেকে খুঁজে বের করবই।’ এফবিআই কর্মীদের রাজনীতির প্রভাব -মুক্ত করারও আশ্বাসও দিয়েছেন তিনি।
১৯৮০ সালের ২৫শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তাঁর বাবা-মা গুজরাতি। তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর পেস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইন নিয়েও পড়াশোনা রয়েছে তাঁর। -ফাইল চিত্র