বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এবছর কমান্ডর অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) সম্মানে ভূষিত হচ্ছেন সাতওয়ান্ত কাউর দেওল, লীনা নায়ার, মায়াঙ্ক প্রকাশ, পূর্ণিমা মূর্তি তানুকু সহ অন্যান্যরা। অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পাচ্ছেন অধ্যাপক সঞ্জয় আর্য, অধ্যাপক নন্দিনী দাস, সৌম্য মজুমদার, তারসেম সিং ধালিওয়াল, সীমা মিশ্র প্রমুখ। নন্দিনী এক্সিটার কলেজে সাহিত্যের অধ্যাপক। অন্যদিকে সৌম্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেসের সদস্য। এই প্রতিষ্ঠানের কাজ হল তদন্তের কাজে সরকারি সংস্থাগুলিকে আইনি সহায়তা করা।
এছাড়া মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) ও ব্রিটিশ এম্পায়ার পদক (বিইএম) পাচ্ছেন বহু ভারতীয় বংশোদ্ভূত নাগরিক।