একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
গত শুক্রবার প্রস্তাবিত আইনের খসড়া বিধি প্রকাশ করেছে কেন্দ্র। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষ এই বিষয়ে নিজেদের মতামত দিতে পারবেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে ডেটা অর্থাৎ তথ্য ও পরিসংখ্যানের প্রয়োজন ও চাহিদা দিন দিন বাড়ছে। আমরা মনে করি সরকারি প্রশাসন ও ম্যানেজমেন্টের মূলে ব্যক্তির সুরক্ষা। ফলে এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত।’ মন্ত্রী আরও বলেন, ‘খসড়া বিধি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি তাঁদের অধিকারকে নিশ্চিত করবে। প্রত্যেক নাগরিক যাতে খুব সহজে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও লক্ষ্য রাখা হয়েছে।’ বর্তমান ডিজিটাল যুগে শিশু সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খসড়া বিধিতে নাবালকদের স্বার্থ রক্ষার বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেছেন বৈষ্ণব।
সংসদের আগামী বাদল অধিবেশনের আগে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধি চূড়ান্ত করতে চায় কেন্দ্র। এরপরে সেটি সংসদে পেশ করা হবে। যে সমস্ত সংস্থা ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, তারা নতুন ব্যবস্থা কার্যকরের জন্য দু’বছর সময় পাবে। নতুন আইন কার্যকর হওয়ার পরে অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনে তাতে সংশোধন আনতে পারে কেন্দ্র।