বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত স্লিপার বাসটি উজ্জয়িনী থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভোরের দিকে ব্যাপক কুয়াশার দরুণ সেটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটি। বিশেষ করে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। চালকের সিট পর্যন্ত অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই দিল্লির বাসিন্দা। এছাড়াও, কিছু যাত্রী ছিলেন সোনিপত ও কোটারও। জখমদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানোর পাশাপাশি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে জয়পুরেও পাঠানো হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।