বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
জলবণ্টন ও সীমান্ত সমস্যা সহ দুই দেশের মধ্যে বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল জেনারেল ওয়াকারের কাছে। বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। সেদেশের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে। আবার এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। আর সেই সূত্রেই জেনারেল জামানের মন্তব্য, এটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। ন্যায্যতার ভিত্তিতে তা গড়তে হবে। যেকোনও দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে। এটা দোষের নয়। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা সহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সহযোগিতা প্রসঙ্গেও মতামত প্রকাশ করেছেন জেনারেল জামান। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে এমন কিছু করা যায় না, যা কৌশলগত স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে তারাও আমাদের স্বার্থের পরিপন্থী কিছু করবে না বলেই প্রত্যাশা থাকবে আমাদের দিক থেকে। ভারতের পাশাপাশি চীন ও আমেরিকার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করেন বাংলাদেশের সেনাপ্রধান।