বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
বুধবার ডিসেম্বরের জিএসটি সংগ্রহের তথ্য প্রকাশ করেছে কেন্দ্র। দেখা যাচ্ছে, বছরের শেষ মাসে পরোক্ষ কর বাবদ রাজকোষে জমা পড়েছে মোট ১ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা। তার আগের বছরের তুলনীয় সময়ে যার পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। বৃদ্ধির হার ৭.৩ শতাংশ। যেখানে নভেম্বর মাসের পরোক্ষ কর সংগ্রহ ও বার্ষিক বৃদ্ধির হার—উভয়ই ছিল যথেষ্ট বেশি। ওই মাসে মাসে জিএসটি খাতে আদায় ৮.৫ শতাংশ বেড়ে হয়েছিল ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা। ডিসেম্বরে ঘরোয়া লেনদেন থেকে পরোক্ষ কর বাবদ ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা আয় করেছে সরকার। আমদানির থেকে আয় হয়েছে ৪৪ হাজার ২৬৮ কোটি টাকা। এদিকে, ২২ হাজার ৪৯০ কোটি টাকা রিফান্ড দিয়েছে সরকার।